নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নকে করি- জয়...।

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১:৫৬





যতটা কাতর আলোর তৃষ্ণা
ঢের আঁধারের ঋন,
রাতের প্রসবে ভোরের জন্ম
রোদ ঝলমল- দিন।

জীবনের খুঁজে পথের প্রান্তে
মৃত্যুই শেষে ধরি,
জীবন পুড়ে- জ্বালিয়ে শেষে
মরনের পথ গড়ি।

যতটা কান্না সুখের জন্য
দুঃখের ততো জয়,
দহনের জ্বলা সয়েই সোনার
খাদহীন হতে হয়।

ফুলের সুবাশ মুখর মনে
কাঁটার আঘাত সয়,
পড়ে দাঁড়িয়ে- হেঁটে দৌড়ে
স্বপ্নকে করি- জয়।

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ২:০৩

শাহিন বিন রফিক বলেছেন: স্বপ্ন জয় করা জন্য সবাই দেীঁড়ায়রে ভাই, কেউ নাগাল পায় আবার কেউ পায় না। দেখেন আপনি কোন দলে পড়েন।

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৪

কিরমানী লিটন বলেছেন: স্বপ্নকে চুরি কে স্বপ্ন জয়ে আমি প্রহরগুনি- তার আশায় পথ চেয়...।

স্বাগতম আমার ব্লগবাড়ীর জীর্ণ কুটীরে। ভালোবাসা নিবেন।

২| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৩:১৩

চাঁদগাজী বলেছেন:


আপনার স্বপ্নের মাঝে আমাদের স্বপ্ন আছে?

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৪

কিরমানী লিটন বলেছেন: যে স্বপ্ন কোন কিশোরের দেয়া উপহার গানের ভাষায়
সে স্নপ্ন প্রথাগত মিথ্যে কপট সংসারের আশায়...

বরাবরের মতোই উজ্জীবিত হলাম- আমনার মননের আন্তরিক মতামতে। ভালোবাসা জানবেন প্রিয় গাজী ভাই, অনেক শুভকামনায়।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:২৮

ব্লগ মাস্টার বলেছেন: সকলের মাঝে দেশের স্বপ্ন।

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৯

কিরমানী লিটন বলেছেন: হতাশার সমিদ্র পেরিয়ে আবার
মানুষ আশায় বুক বাঁধে
চাঁদের তৃষ্ণা ছিল বলে
মানুষ পৌছে গেছে চাঁদে...।

অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা অনাবিল।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:১২

শাহরিয়ার কবীর বলেছেন: প্রতিটি মানুষ কোন না কোন স্বপ্ন নিয়ে বাঁচে !




কবিতা ভালো হয়েছে !

শুভ কামনা রইল প্রিয় কবি।

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৩

কিরমানী লিটন বলেছেন: তখনও আশায় ছিলাম
বর হাতে দাড়িয়ে,
দেবতার দেখা নেই
বেলা যায় গড়িয়ে....।

অনেক ভালোবাসা প্রিয় কবির জন্য। ধন্যবাদ অফুরন্গ।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৮

খায়রুল আহসান বলেছেন: "যতটা কান্না সুখের জন্য
দুঃখের তত জ্বয়,
দহনের জ্বলা সয়েই সোনার
খাদহীন হতে হয়
" - খুব সুন্দর বলেছেন এ কথাগুলো।
কবিতায় ভাল লাগা + +
স্বপ্ন নিয়ে লেখা আপনার আরেকটি কবিতা "স্বপ্ন ফিরুক প্রযত্নে" পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম, অনেক আগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.