নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

শপথ- স্বাধীনতার....

১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭


পা বেঁধেছো শক্ত জালে
পেখম ছিড়ে তুলে নিলে
হয়তো ভাবো- খাঁচার পাখি?
উড়ার আকাশ গেছি- ভুলে?

উড়বো বলেই খাঁচায় থাকি
তোমার চাওয়ায় আঁটকে রাখি,
খাঁচার তারে বন্দি জীবন
হুকুম মানা, আদর- যতন।


উড়বো নাকি- আঁটকে রব?
তোমার চাওয়ায়- পুষ্য হব?
তাই জেগেছি জানতে সকল
জ্ববাব পেতে- ছিড়তে শিকল।

গড়তে আগাম ভাঙবো দেযাল
রুখতে খোয়াব- দানব খেয়াল
শপথ নিলাম সব শহিদের
এই পতাকা, লাল- সবুজের !

ভুলের পুঁজি- ফতুর করি
শক্ত করে শিকড় ধরি
এসো মিলি বিভেদ ভুলে
হিংসা দূয়ার- কপাট খুলে।।

একই আকাশ মাথার উপর
একই বদন, কাপড়- চোপর
ধর্ম বর্ণ এক বাড়ী- ঘর
রক্ত শিরায় এক- সহোদর।

কিসের ক্রোধে ঝগড়া- বিবাদ
কেনই মোহ- ভয়ের আবাদ,
মুছবো এবার সব- হাহাকার
স্বপ্ন আঁকি- সরাই পাহাড়।

উষা দিদির নতুন সকাল
গড়তে তাড়াই আলোর আকাল
শপথ নিলাম জোট- একতার
শপথ নিলাম- স্বাধীনতার !!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩

হাবিব বলেছেন:




লেখা ভালো হয়েছে........
কিন্তু শপথ স্বাধীনতার কথাটা ঠিক হচ্ছে কি?

আল্লাহ ছাড়া অন্যকিছুর নামে শপথ ঠিক নয়

১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

কিরমানী লিটন বলেছেন: প্রিয় হাবিব ভাপ্রতী ও শুভেচ্ছা। আপনার আন্তরিক মতামতের জন্য। শপথ শব্দটি আবেগের অতল থেকে তুলে এনেছি- কবিতার শিরোনামে। তাই ধর্মীয় সিরিয়াস ব্যাকরনে বিচার না করতে অনুরোধ করবো।

ভালোবাসা সতত....

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪০

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় রাজীব নুর ভাই, শুভকামনা রইলো...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.