![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাদক.....
এ যে বাবা- সব খায়
সোনা খায়- চুনা খায়,
নুনা খায়- ভুনা খায়
পাঁপ আর গুনা খায়।
ধান খায় পান খায়
নান খায়- কান খায়,
চাষা খায়- বাসা খায়
মান আর জান খায়।
ছানা খায়- নানা খায়
চানা খায়- দানা খায়,
গানা খায়, পানা খায়
জানা চেনা সব খায়।
কোটা খায় বোটা খায়
মোটা আর ঝুটা খায়,
ফুঁটা খায়- গোটা খায়
লোটা আর ঘুটা খায়।
আম খায় রাম খায়
খাম খায় মাম খায়,
জাম খায়- পাম খায়
চাম খায়- ঘাম খায়।
আঁকা খায়- বাঁকা খায়
মাখা খায় শাখা খায়,
রেখা খায় ঠেঁকা খায়
ন্যাকা সেঁজে ছ্যাঁকা খায়।
দই খায় বই খায়
রুই খায়- কই খায়,
খই খায়- মই খায়
পয়- পায়খানা খায়।
বমি খায় মমি খায়
জমি খায়- ভুমি খায়,
সাগর আর রুনী খায়
তবু বলে কম খায়।
ভোট খায় জোট খায়
রোড খায় ঝুঁট খায়,
কোটা খায় লোটা খায়
চিকন আর মোটা খায়।
পাতা খায় মাথা খায়
নেতা খায় খ্যাতা খায়,
সুরা খায় সাকি খায়
চুপচাপ টাকী খায়।
যা পায়, তাই খায়
খাঁটী খায়- মাটি খায়,
আসল আর মেকী খায়
নগদ আর বাকী খায়।
চোলা খায় গুলা খায়
মূলা খায় তুলা খায়,
কোলা খায় ঝোলা খায়
কাঁদা আর ধূলা খায়।
নদী আর গদি খায়
মিঠে কড়া ঝাল খায়,
মাল খায় তেল খায়
খাদক যে টাল হায়!!!
০৮ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৮
কিরমানী লিটন বলেছেন: ঠিকই বলেছেন প্রিয় ঠাকুরমাহমুদ ভাই। বিভৎস সময়, বিপন্ন বাস্তবতা। তাই ভয়ঙ্কর বর্তমানের ভয়ঙ্কর ছড়া।
অনেক ধন্যবাদ বপনাকে, সত্যটা সঠিক অনুবাদের জন্য। ভালোবাসা আর শুভকামনা জানবেন।
২| ০৮ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৪
অজানা তীর্থ বলেছেন: রাক্ষসই এমন খায়, যা পায় তাই খায় আর কেউ এই রকম খেতে পারেনা।
০৮ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩
কিরমানী লিটন বলেছেন: বাস্তব উপলব্ধি। এখন গ্রহনকাল। মিথ্যে আর মুখোসের তালগাছ একপায়ে দাঁড়িয়ে। যাপিত জীবনের পায়ে পায়ে রাক্ষসের বিষাক্ত নিঃশ্বাস। অতীত বর্তমান ভবিষ্যত মিলে মিশে একাকার ..... ।
ভালোবাসা সতত সুপ্রিয় অজানা তীর্থ।
৩| ০৮ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০
রাজীব নুর বলেছেন: ভীষন মজার।
০৮ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা প্রিয় রাজীব নুর সজীব। ভালোবাসা জানবেন।
৪| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০৮
আখেনাটেন বলেছেন: হা হা হা;
যাক বমি খেলে তো ভালো...সঠিক জিনিস খাচ্ছে।
০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২১
কিরমানী লিটন বলেছেন: ময়লা, কয়লা, মল, বমি,মমি সবই খায়। তাই সবই খায়- হা হা হা
৫| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৬
ইসিয়াক বলেছেন: চমৎকার কথামালার ছড়া।
ভালো লাগলো।
০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:১৪
কিরমানী লিটন বলেছেন: সজীব আর প্রানবন্ত হোক সমৃদ্ধ আগামী। ভালোবাসায় অনেক ধন্যবাদ প্রিয় ইসিয়াক। শুভরাত্রি.....
৬| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:০৫
ল বলেছেন: হা হা হা ...........
এত খাওয়া যায় কই ???
০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:১৭
কিরমানী লিটন বলেছেন: খায় বাংলাদেশে যায় বিলেতে। সেখানে জানাতের সহিত আজান দিয়ে খায়। বুঝাতে পারলাম ভাই
ভালোবাসা আর শুভকামনা সুপ্রিয় ভাই ল.......
৭| ০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:০৩
সাদা মনের মানুষ বলেছেন: এখানে দেখা যাচ্ছে খাওয়া দাওয়ার ব্যপক আয়োজন
০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫
কিরমানী লিটন বলেছেন: এক গাছের দুই ডালে
দুই দল পাখি,
এক দল খায় দায়
এক দল দেখি।
খাওয়া মানে ভোগ, আর দেখা মানে উপভোগ। আমরা উপভোগের দলে ভাই। দেখেই তৃপ্তির ঢেঁকুর তুলি।
ভালোবাসা সুপ্রিয় সাদা মনের মানুষ। সতত শুভকামনা জানবেন।
৮| ০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:০৮
সাদা মনের মানুষ বলেছেন:
০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪০
কিরমানী লিটন বলেছেন: এটা যুবলীগ। নাচতে নাচতে খায়.....
৯| ০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:০৮
সাদা মনের মানুষ বলেছেন:
০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩
কিরমানী লিটন বলেছেন: আমি নিশ্চিত এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির ছেলের বউয়ের খাওয়ার স্টাইল। সময় দ্রুত ফুরিয়ে আসছে জেনে তাড়াতাড়ি সব খেয়ে সাবাড় করছে
১০| ০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা প্রিয় রাজীব নুর সজীব। ভালোবাসা জানবেন।
মন্তব্যটা বুঝলাম না।
সজীব মানে??
০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৭
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা প্রিয় রাজীব নুর ভাই। সজীব ভালোবাসা জানবেন।
সরি ভাই- ঘোড়ার আগে গাড়ি চলে গিয়েছিল। তাই দাড়ি-এক শব্দের আগেই পড়ে গিয়েছিল। আবারও ভালোবাসা.....
১১| ০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৩
নীল আকাশ বলেছেন: ৪ নাম্বার ছবি অসাধারণ হয়েছে।
এরা সর্বভূক প্রাণি। যা পায় তাই খায়। খেয়ে খেয়ে পেট বড় হয়ে গেছে। এখন দেশে পোষায় না দেখে বিদিশি মালও খায়!!
লেখার ছন্দ ভালো লেগেছে।
০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫২
কিরমানী লিটন বলেছেন: এক নম্বরটা আওয়ামিলীগ, দুই নম্বরটা যুবলীগ, তিন নম্বরটা ছাত্রলীগ আর চার নম্বরটা প্রশাসন লীগ
১২| ০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৯
নীল আকাশ বলেছেন: এক নম্বরটা আওয়ামিলীগ, দুই নম্বরটা যুবলীগ, তিন নম্বরটা ছাত্রলীগ আর চার নম্বরটা প্রশাসন লীগ
কোন প্রশংসাই এই ছবিগুলির যোগ্য নয়।
০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৬
কিরমানী লিটন বলেছেন: একটি গাছে দুই দল পাখি। এক দল খায় আর এক দল দেখে। যে খায় তাকে ভোগ বলে আর যারা দেখে সেটা উপভোগ। আওয়ামীলীগ খায়- মানে ভোগ করে। আমরা আমজনতা দেখি মানে উপভোগ করি। এগুলো ভোগের চিত্র।
ভালোবাসা আবারও প্রিয় নীল আকাশ। ভাই আমার.....
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১০
ঠাকুরমাহমুদ বলেছেন: ভয়ঙ্কর, ভয়ঙ্কর ছড়া কবিতা।