নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

লাশের অভিশাপ....!!!

১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩

( ব্রাক্ষনবাড়িয়া জেলার কসবা উপজেলার মন্দবাগ নামক স্থানে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত- আহত সকল হতভাগা মানুষদের স্মরণে এই কবিতা)


মৃত্যু যেথা মুড়কি- মোয়া
সংখ্যা দিয়ে গুণী,
সকাল দুপুর নিয়ম করে
আহাজারি শুনি !

স্বপ্ন তাদের ফুড়িয়ে গেছে
অবহেলার দামে,
ট্রেনের চাপায় ছিন্ন ভিন্ন
লেপ্টে যাওয়া যমে।

কেউ ছিল না মৃত্যু দ্বারে
এগিয়ে আসার কেউ,
ভয়ার্ত মুখ ছড়ায় বাতাস
আর্তনাদের ঢেউ।

নাড়ীর টানে বাড়ীর পথে
কফিন হয়ে এলো,
ফিরতে চেয়ে মরার পথিক
লাশের কাফন পেলো।

জানবে না কেউ- এই বেদনা
অশ্রু মাখা দাগ,
বিলাপ করে কাঁদবে স্বজন
এই মৃত্যুর ভাগ।

লক্ষ টাকা দামে হবে
হত্যা দায়ের শোধ,
বধির বিবেক করবে তখন
উপহাসের ক্রোধ।

থামাও দিদি লাশের তরী
উন্নয়নের পাঁপ,
মানুষ গুলি কফিন হয়ে
দিচ্ছে- অভিশাপ !!

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৮

সোনালী ডানার চিল বলেছেন: কবিতা হোক আত্মবোধের হাতিয়ার, প্রতিবাদের কোরাস-
সমবেত শ্লোক!

১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৪৮

কিরমানী লিটন বলেছেন: নিরীহ কবিতার নির্মোহ আবেগের স্রোত ভাসিয়ে নিক সমস্ত ভীরুতা। বিবেকের বৈকল্য রুখে দিয়ে কবিতার পৌরষ হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার।

অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা সুপ্রিয় সোনালী ডানার চিল। শুভকামনায় শুভরাত্রি।

২| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সকল নিহতের আত্নার মাগফেরাত কামনা করছি। আর ওদের আত্নীয় স্বজনদের শোক সয়ে নেবার শক্তি দান করুণ মহান আল্লাহ তায়ালা।
কবিতায় অনেক সুন্দর লিখেছেন।

১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৩

কিরমানী লিটন বলেছেন: এই শোক শক্তি হয়ে সাহস যোগাক আমাদের বাঁচার আঙিনায়। নহতাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই। করুণাময় আল্লাহ শোকগ্রস্ত পরিবারকে এই বেদনা সহ্য করবার ধৈর্য দান করুন - আমিন।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা.....

৩| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৭

নীল আকাশ বলেছেন: ছবি দেখে মন খুব খারাপ হয়ে গেল। হায় রে দেশ! জীবনের কোন দামই নেই!

১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৭

কিরমানী লিটন বলেছেন: আমরা এমনই হতভাগ্য জাতি, যাদের শুধু দাম দিয়ে যন্ত্রনা কিনতে হয়। কোথাও কেউ নেই বলার- শুনার কিম্বা দেখার..... তাই আজ মানুষের লাশ শুধু সংখ্যার লাইন দীর্ঘই করছে - আফসোস!!

অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানবেন সুপ্রিয় নীল আকাশ । শুভরাত্রি।

৪| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮

পদ্মপুকুর বলেছেন: খুবই লজ্জাজনক যে আমরা মহাকাশ, সমুদ্র সব জয় করতে পারি, কিন্তু রাস্তাকে নিরাপদ করতে পারি না।
এই লাশের মিছিলে দাড়িয়ে উন্নয়নের ফিরিস্তি গাওয়া আরো লজ্জার।


লিটন ভাই, কিছু বানান ভুল রয়ে গেছে, ঠিক করে দিন।

১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ১:০২

কিরমানী লিটন বলেছেন: খুঁজিয়া ফিরি ট্রাম্পের চরণ, নরেন্দ্র মোদীর ভারত। হয়নি সময় তাকিয়ে দেখার, স্বজনের মুখ হৃদয়ে আঁকার - আমার পাশে আমাকে খুঁজে - আমার প্রতি দরদ.....

কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় পদ্ম পুকুর। চেষ্টা করেছি বানানের শুদ্ধতা আনার। শুভকামনা রইলো। শুভরাত্রি।

৫| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লাশের বোঝা গুনতে গিয়ে মানুষ পড়ে দ্বন্দ্বে

১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ১:০৭

কিরমানী লিটন বলেছেন: মানুষ গুলো তাকিয়ে থাকে
মুখ খুলে না- কেউ,
কুকুররা তাই সুযোগ বুঝে
জিকির তুলে - ঘেউ.....

এ কোন সময়, রাতপর চেয়েও অন্ধকার...... ?

নিরন্তর ভালোবাসা প্রিয় স্বপ্নবাজ। শুভকামনা জানবেন।

৬| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১২

ফয়সাল রকি বলেছেন: ছবিগুলো দেখে খুবই খারাপ লাগছে।

১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ১:০৯

কিরমানী লিটন বলেছেন: বিভৎস বেদনা লুকাতে ছবিগুলোকে তাই সরিয়ে নিয়েছি। ভালো থাকবেন সব সময়- সবার ভালোবাসায়।

শুভরাত্রি।।

৭| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩০

শাহিদা খানম তানিয়া বলেছেন: আপনার লেখা ছবির কষ্টের সাথে একাকার। :(

১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ১:১৩

কিরমানী লিটন বলেছেন: ছবির কষ্ট আর বাস্তবতার দীর্ঘশ্বাস মিলেমিশে একাকার...! করুণাময় আল্লাহ আমাদের সবাইকে এমন দুর্যোগ থেকে হেফাজত করুন- আমিন।

স্নিগ্ধ শুভকামনায় শুভরাত্রি সুপ্রিয় সুহৃদ শাহিদা খানম তানিয়া আপু।

৮| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লিটনভাই, অনুগ্রহ করে ছবিগুলো পোস্টের শুরু থেকে সরিয়ে নিন। এই ধরনের বিভৎস ছবি আমরা প্রকাশ করতে চাই না।

১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ১:১৪

কিরমানী লিটন বলেছেন: সরিয়ে নিয়েছি ভাই। অনেক ভালোবাসায় সশ্রদ্ধ সালাম.....
শুভরাত্রি।

৯| ১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬

নুরহোসেন নুর বলেছেন: প্রতিটি পদে পদে মৃত্যুর মিছিল, আমাদের সকল সত্যতার উন্নতি বুঝি অস্বাভাবিক মৃত্যুর জন্যই।

১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ১:১৮

কিরমানী লিটন বলেছেন: এই মৃত্যুর মিছিল - এই লাশের ভাগার, এ আমার মানচিত্র? কুব কষ্ট হয় ভাবলে - এর জন্যই কি আমরা যুদ্ধ করেছি - শকুনের ইচ্ছের খোড়াক হওয়ার জন্য....?

সতত ভালো আর নিরাপদে থাকুন। শুভরাত্রি।

১০| ১২ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর কত দূর্ঘটান! আর কত লাশ আর কত মৃত্যু হলে আমরা মানুষের মতো মানুষ হবো।
দায় এবং সচেতনতায় নিজেই নিজেকে ধিক্কার দেব?
এত ব্যার্থতার দায় নিয়ে তারা যে বেতনের অন্ন মূখে তোলে
তাতে কি লাশের গ্রান পায়না?

উল্টে আসেনা খাবার!
নিলর্জ্জ বেহায়ার মতো আকড়ে থাকে
পদ পদবী আর মোটা বেতন!
ঘুমের ঘোরে স্বপ্নে কি ধাওয়া করেনা মৃতদের মিছিল?

ধিক!

১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ১:২৩

কিরমানী লিটন বলেছেন: মানচিত্রের শিকড় ধরে
টানাটানি শকুন চিল,
লাশের ভাগার এর জনতা
মৃত্যু কেঁদে যায় মিছিল ....

কোথাও কেউ নেই, দেখার - শোনার....
ভালোবাসায় সজীব হোক আমাদের সমৃদ্ধ আগামী - এই প্রত্যাশায় শুভরাত্রি প্রিয় স্বজন- সুপ্রিয় বিদ্রোহী।

১১| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৪১

হাবিব বলেছেন: লিটন ভাই পোস্ট দিয়ে আপনি কই গেছেন।

১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ১:২৬

কিরমানী লিটন বলেছেন: " আমি গেছি মার্কেটে- বাড়ীতেই নেই..... "

একটু ব্যস্ততা ছিল প্রিয় হাবিব ভাই। ফ্রী হয়ে তবেই- ফিরলাম। ভালোবাসা আর শুভকামনায় শুভরাত্রি।

১২| ১৪ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৯

পদ্মপুকুর বলেছেন: :P :P ক্রিং ক্রিং ক্রিং ক্রিং হ্যালো হ্যালো/ কে তুমি কাকে চাও বলো বলো বলো..

১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৩

কিরমানী লিটন বলেছেন: আমি বিবেক,
তবে কথা হলো এই
আমি গেছি কব্বরে
দুনিয়াতে নেই।

ক্রিং ক্রিং টেলিফোন
শুনো হে বিবেক
শুনবো না- শুনবোনাা
ঐ দ্যাখো - মেঘ.....!

ভালোবাসা আবারও প্রিয় পদ্ম পুকুর। শুভরাত্রি .....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.