নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

কাপড় দেবো- খুলে.....

১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৪



শুনো প্রভু, নাটের গুরু
শুনো প্রিয় মোদি,
দেশটা পুরো নিতে পারো
বিনিময়ে গদি।

ফেনী সেঁচে পানি দেবো
ইলিশ দেবো ফাও,
মংলা দেবো পায়রা দেবো
টিপাই যদি চাও।

পদ্মা বেঁধে রাস্তা দেবো
সাগর দেবো তুলে,
যুদ্ধ বিমান উড়বে তোমার
আকাশ দেবো খুলে।

বোতল ভরে গ্যাস দিবো
বসতে রাডার- মাটি,
সেনাপতি থাকতে দেবো
গড়তে সেনা ঘাঁটি।

চাকরি দেবো বাজার দেবো
ছিটমহলের সুখে,
জল না পেয়ে পানি দেবো
তৃষ্ণা মিটুক বুকে।

লজ্জা ভুলে সজ্জা দেবো
হৃদয় দেবো ঢেলে,
মনটা পেতে এবার তোমায়
কাপড় দেবো খুলে।

মন্তব্য ৪০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: :-B

১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২১

কিরমানী লিটন বলেছেন: :) :-& :-& :``>>

২| ১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: দুঃখজনক।

১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬

কিরমানী লিটন বলেছেন: আমরা অন্যকে আলো দিতে দিতে - নিজেরা অন্ধকার হয়ে গেছি। তবু আমরা সম্প্রদান কারকেই আছি। আর এই অন্ধকারের নিচে দীর্ঘ হয় বর্গির ছায়া - মোহের গদি।

ভালোবাসা আর শুভকামনা জানবেন।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: উপস্থাপন ভালো হয়েছে। কবিতার ভাবনা নিয়ে কিছু বলার নাই।

১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৩

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসায় পাশে চাই- উজ্জীবিত প্রেরণার হাত। ভালোবাসা প্রিয় জুনায়েদ বি রাহমান ভাই। শুভকামনা.....

৪| ১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৫

ওমেরা বলেছেন: সবই দেন অসুবিধা নেই শুধু লজ্জাটা নিজের জন্য রাখেন । না হলে তো নিজের বলে আর কিছুই থাকবে না ।

১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪

কিরমানী লিটন বলেছেন: লজ্জার অনুভূতি হারিয়ে ফেলেছি
আছে শুধু এক রাশ ঘৃণা....

কৃতজ্ঞ শুভকামনা আর ভালোবাসা জানবেন প্রিয় ওমেরা।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৯

হাবিব বলেছেন:
কাপড় খোল টাপুর খোল গোমটা রাখো বেঁধে
সব নেবো না যতই বলো ভাত খা্ওয়াইয়ো রেঁধে!

১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৮

কিরমানী লিটন বলেছেন: ধান ফুরালো জান হারালো
মান ফুরালো শেষে,
আর ক'টা দিন সবুর করো
পেঁয়াজ দেবো হেসে....

একরাশ ফুলেল শুভেচ্ছা প্রিয় হাবিব স্যার, ভাই আমার.....

৬| ১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কতটা লজ্জা পাবার পরে
বলবে তুমি হেসে
বড্ড বেশি লজ্জা পাবো
কাপড় গেলে খসে !

১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১০

কিরমানী লিটন বলেছেন: লজ্জা থাকে ভদ্র পাড়ায়
আমরা সে সব মানি?
আমরাতো ভাই লজ্জাহীনা
শয্যা পাতাই জানি....

নিরন্তর শুভেচ্ছা প্রিয় স্বপ্নবাজ। ভালোবাসা অশেষ।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৭

মা.হাসান বলেছেন: তওব তওবা।

কার কাপড় খুলে দেবেন ভাই?
নিজের?
না মোদির?

নিজের হইলে কুনু কতা নাই।
মোদির হইলে দুইখান কতা আছে....

১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৮

কিরমানী লিটন বলেছেন: দেবতার চরনে ভক্তের কাপড় খুলে দেওয়ার আকুতি জানিয়েছি। এতক্ষনে হয়তো ঠাহরের দরজা খুলে গেছে- কে দেবতা আর কে তার পুজারী। তাছাড়া মোদীজি কি বস্ত্র পরিধান করেন। আমিতো তাকে ল্যাংটা বাবা হিসাবেই সমিহ করি আমাদের রাজাধিরাজদের মতো =p~

ভালোবাসা আর প্রীতি জানবেন সুপ্রিয় মা. হাসান ভাই। শুভকামনা অশেষ।

৮| ১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৮

নীল আকাশ বলেছেন:

১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫

কিরমানী লিটন বলেছেন: নোবেল জয়ের আশা ছেড়ে
খুঁজনে এবার অস্কার,
শ্রেষ্ঠ খল নায়িকা তিনি
কে ঠেকায়- পুরুষ্কার......

উন্নয়নের মুলার জুস সমৃদ্ধ সম্পুর্ন জাদুর ছবি -" উইড়া আইস্যা লাথ্থি " ।চিপা গলি ছাড়িয়ে এখন অস্কারের ধান্ধায়।

৯| ১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ
দারুন হয়েছে ভাইয়া

১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫২

কিরমানী লিটন বলেছেন:
সবিতার কবিতার ঘটছেও বিস্তার,
আর নেই নিস্তার!
প্রেম-পানি উছলায় গঙ্গা কি তিস্তার।
আজগুবি বাক্যের
বক্তৃতা ছাইপাশ,
রবি-দাশ হার মেনে
পথ ধরে বাইপাস।
সবিতার বসবাস সনদের খনিতে,
ভেসে থাকে মোদীজির নয়নের মণিতে।

ভালোবাসা আর শুভাশীষ প্রিয় কবি কাজী ফাতেমা ছবি আপু। শুভকামনা রইলো।

১০| ১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৬

ঢাবিয়ান বলেছেন: আপনারা এইসব কি শুরু করলেন? কাকু কিন্ত রেগে গিয়ে আবার পর্নের অভিযোগ তুলে ব্লগ ব্লক করে দেবে X((

১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৪

কিরমানী লিটন বলেছেন:
আমাদের বজরুল-
হতে চায় 'নজরুল',
মাঝখানে সিঁথি কেটে
আঁচড়ায় রোজ চুল।
বজরুল কোনোদিন 'নজরুল' বোঝে নি,
বিদ্রোহ ছাড়া তাই আরকিছু খোঁজে নি।
বজরুল শুয়ে থাকে
সারাদিন বালিশে,
আন্দাজে গালি দিয়ে
ছড়া লেখে খালি সে।

ছড়া নাকি পর্ন
বলেছেন হরিদাস
তাই ভেবে হেসে কুটি
জব্বর পরিহাস.....

ভাই ডাকে গিয়ে মাননীয় এখন কাক। কা কা করা ছাড়া তার আর খুব বেশী করার নেই। কন্ঠে যদি কোকিলের সেই সুর থাকতো তবে প্রিয় সামু আর আলোর মুখ দেখতো না। ভালো থাকবেন সতত। ভালোবাসা প্রিয় ঢাবিয়ান ভাই।

১১| ১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২০

মা.হাসান বলেছেন: বোঝা গেল ল্যাংটা বাবার দরবারে ভক্ত সব বিসর্জন দিতে চায়। যেহেতুন ভক্ত-দেবতা দুইজনেরই একই দশা-- আমি দুইখান কথা বলতে পারি না, কুনু কথা নাই ও বলতে পারি না, মাঝামাঝি থেকে একখান কথাই বলে যাই---

দেবতার দরবারে যা নৈবেদ্য দেয়ার এখনি দিয়ে দেন। ২০৪১ সালের পর কিন্তু খুলে দেয়ার মতো কিছু আর থাকবে না গো গায়।

১৩ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

কিরমানী লিটন বলেছেন: তুমি মানে সব মিথ্যে
ছলচাতুরী ফাউ
ঘামের গোটা চুলেকে করা
সর্বনাশা- ঘাউ।

তুমি মানে হাজার খুনের
চক্রবৃদ্ধি হিসাব,
পানির চেয়ে বেশী দরে
খরচ করা পিশাব।

ধান খেয়েছ জান খেয়েছ
মান খেয়েছ হেসে,
এতিম দুঃখীর ছদকা হকের
চামড়া খেলো শেষে।

ঘাট খেয়েছো পাট খেয়েছো
খেয়ে গোলার ধান,
উন্নয়নের ফাটা বাশে
শুনাও, জারি- গান।

তোমার যত চামচা চেলা
ওসি ডিসি নেতা,
শাসক মুখোশ নিত্য খুঁজে
পোডিকোটের ফিতা।

তুমি মানে এডিস মশা
ডেঙ্গু রোগের জ্বালা,
স্বাধীনতা হরন করে
সত্যে আঁটা-তালা।

তুমি মানে সিঁদুর হিজাব
ধর্নহীনা প্রেমিক,
গণতান্ত্রিক যাত্রা পালারি
সাংবিধানিক কমিক।

সাংবিধানিক এই কমিক ২০৪১ পর্যন্ত টিকে থাক- মানুষ আরও অসহায় উপায়হীন হোক। ভালোবাসা জানবেন। কৃতজ্ঞ শুভকামনা।

১২| ১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার উপস্থাপনা!
কাব্যে ভালোলাগা +
শুভকামনা জানবেন।

১৩ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

কিরমানী লিটন বলেছেন: গাছের পাতারাও জানে
সবুজ এসে ফিরে গেছে এখানে।
চারদিকে শুধু রক্তের ছোপ ছোপ দাগ, পথে পথে লাশের মিছিল
বিবেক এবার জেগে উঠো- তুমি, নির্দয় হয়ো না আর.....

ভালোবাসা আর শুভকামনা প্রিয় পদাতিক চৌধুরী ভাই।

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: পলিতিনের বিড়ালটা দেওয়া হয়নি! সেটাও দিয়ে দিবো ভাবছি।

যাক, ডামাডোল পিটিয়ে তো আর এসব বলতে পারি না! বন্ধু বলে কথা!


অনেক সুন্দর প্রকাশ প্রিয় কবি ভাই।

১৩ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১২

কিরমানী লিটন বলেছেন: ধান খেয়েছে জান খেয়েছে
সব খেয়েছে হেসে,
এতিম দুঃখীর হক কেড়ে
চামড়া খেলো শেষে..…. আহা- ক্ষিধে, কত ক্ষিধে! আফসোস!!!

অশেষ প্রীতি ও শুভেচ্ছা জানবেন প্রিয় সৈয়দ তাজুল ইসলাম ভাই। ভালোবাসা রইলো।

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন,




ছন্দে-গন্ধে অপূর্ব স্যাটায়ার।

১৩ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২১

কিরমানী লিটন বলেছেন: শ্রদ্ধেয়
আহমেদ জী এস ভাইয়া

এখন পাতাঝরা দিন। সবুজ পাতায় রঙ লেগেছে। ঝরাপাতাদের শরীরের ওপর লুটোপুটি খায় রোদ্রের ছায়া। প্রকৃতিজুড়ে জীবনানন্দের প্রবল উপস্থিতি। কেমন এক বিষাদ মাখা আনন্দের ভেতর মায়াবী অন্ধকারের ঘোর লাগা হাতছানি। ভালো থাকবেন সব সময়, শ্রদ্ধায়- ভালোবাসায়.....

১৫| ১৩ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

অব্যর্থ বলেছেন: টাইটেল পড়ে ভাবলাম আপনার মাথা খারাপ হয়ে গেছে কিনা কিন্তু ভিতরে ঢুকে দেখি "আহা মধু, মধু!"। অসাধারণ লিখেছেন।

১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০০

কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ সজীবতায় ভাসুক আগামী। সে আলোর পথ ধরে সুন্দর হেঁটে দৌড়ে ক্লান্তি ছড়াক। কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় বলির পাঠা- ভাই আমার।

১৬| ১৩ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

করুণাধারা বলেছেন: সে হয়তো আপনার মত এমন ছন্দে ছন্দে মনের কথা প্রকাশ করতে পারেনি, কিন্তু আপনি যা বলেছেন সেও তো তাই বলেছিল...
:(( তার পোস্টের শেষে সুপরিচিত কবিতার চরণ ক'টি উদ্ধৃত করেছিল:

"পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও,
তার মত সুখ কোথাও কি আছে
আপনার কথা ভুলিয়া যাও।"

আপনার এই সবকিছু দিয়ে দেবার কবিতা পড়ে পুরনো ক্ষত আবার জেগে উঠলো। আপনার কাব্য প্রতিভা নিঃসন্দেহে ভালো, তবে সময়টা ভালো নয়...

১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৭

কিরমানী লিটন বলেছেন: আজকে যাহার বৃহস্পতি
কালকে তাহার শনি,
আজকে যারা পথের ফকির
কালকে তারা ধনি।

আজকে যে জন রাজা- উজির
কালকে তিনি ভিলেন,
কয়েদি পোষাক জড়িয়ে ভাবে
কেমন শাসক ছিলেন......

এখন গ্রহনকাল। সত্য- মিথ্যের তাল গাছ একপায়ে দাঁড়িয়ে। বন্ধকি বিবেক- হৃদয় ছাড়িয়ে। ভবিষ্যত প্রজন্মের কথা ভেবে- তবু্ও একটা প্রজন্মকে সেক্রিফাইজ করতে এগিয়ে আসতে হবে। আমাদের ভবিষ্যত আমাদেরই গড়ার অপেক্ষায় ....

অনেক ভালোবাসা প্রিয় করুণাধারা। সশ্রদ্ধ সালাম।

১৭| ১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০৭

তারেক ফাহিম বলেছেন: অসাধরন কাব্যিক প্রতিভা।

১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০২

কিরমানী লিটন বলেছেন: বিমুগ্ধ কৃতজ্ঞতা সুহৃদ প্রিয় তারেক ফাহিম ভাই। ফুলেল শুভেচ্ছায় সতত ভালোবাসা জানবেন।

১৮| ১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৩

সাইন বোর্ড বলেছেন: কাপড় খোলার পর আর তো কিছু বাকী থাকেনা, আহারে ক্ষমতা !

১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০৬

কিরমানী লিটন বলেছেন: অপেক্ষারা ফুরিয়ে গেছে
আর করে না অধির,
জেনে শুনে চুপষে গেছি
আমরা এখন- বধির....

বিবেক প্রতিবন্ধিদের আবার লজ্জা - আফসোস।

একরাশ প্রীতি ও শুভকামনা জানবেন প্রিয় সাইন বোর্ড। ভালোবাসা রইলো।

১৯| ১৪ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০২

নেক্সাস বলেছেন: হোক প্রতিবা্দ

১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১০

কিরমানী লিটন বলেছেন: দূর হ- দুঃশাসন।

ভালোবাসা আর শুভকামনা প্রিয় নেক্সাস ভাই।

২০| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: আহা বেশ বেশ!!!

১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৪

কিরমানী লিটন বলেছেন: রাজীব নুর - ভাই আমার......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.