নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

বন্ধুর জন্য - ভালোবাসা.....

২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১:১৩




সাঁজ পেড়িয়ে দিন ফুড়িয়ে
রাতের কোলে সূর্য ডুবে,
ভয় পেয়ো না, বন্ধু- জেনো
ভোরেই রবি, উঠবে পূবে।

হয়তো মেঘে ঢাকবে আকাশ
কাল বোশেখী বৃষ্টি- বাতাস,
এগিয়ে চলার সড়ক ভেসে
জীবন জুড়ে নামবে হতাশ।

ঠিক তখনো দাঁড়িয়ে থেকো
ভয়ের বুকে সাহস এঁকো,
মেঘের আড়াল রোদের দেখায়
মনের চোখে- ধৈর্য মেখো।

দুঃখ তোমায় পূর্ণ করুক
একলা চলার সাহস গড়ুক,
স্বপ্ন জয়ের সঙ্গী হতে
সময় তোমার পায়ে পড়ুক।

কাঁটার ক্ষত- সইতে হবে
ব্যাথার নদী বইতে হবে,
উজান স্রোতে সাতার কেটে
বেঁচে থাকা- জানতে হবে।

হোঁচট খেয়ে- উঠতে হবে
দাঁড়িয়ে সে পথ চলতে হবে
কাঁদা জলে নামতে হবে
পৌছে দূয়ার- থামতে হবে।

বন্ধু, তবে বাঁচার দোহাই,
হৃদয় দিয়ে তৈরি - সদাই,
তোমার গল্পে তোমায় গড়ো
এই কবিতা একটু পড়ো....।

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৪১

ওমেরা বলেছেন: কবিতা একটু খানি পড়লাম । ভালই লাগল।

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৯

কিরমানী লিটন বলেছেন: প্রাণীত হলাম ভাই। আশাকরি পুরোটাই পড়ে আপনার মূল্যবান মতামত দিবেন। সালাম ও শুভেচ্ছাজানবেন সুপ্রিয় ওমেরা.....

২| ২০ শে নভেম্বর, ২০১৯ ভোর ৫:১৬

জগতারন বলেছেন:
পড়লাম কবি আপনার কবিতাটি।
ভালো লাগা র'ল।

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৩

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় জগতারন। আপনার আন্তরিক মতামতে শ্রদ্ধা। ভালোবাসা আর শুভকামনা জানবে।

৩| ২০ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫৬

ইসিয়াক বলেছেন: কবিতাটি অনেক অনেক ভালো লাগলো লিটন ভাই।
তার চেয়ে ভালো লাগছে আপনি আবার ফিরে এসেছেন দেখে।
শুভকামনা রইলো ।
শুভসকাল

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৬

কিরমানী লিটন বলেছেন: " ফিরে আসার কথা ছিল তারার- আলো ঘেরা রাতে..... " আমিও বস্তিবোধ করছি মুগ্ধ বীণার শরীক হতে পেরে। কৃতজ্ঞ শুভকামনা আর ভালোবাসা প্রিয় ইসিয়াক ভাই। সাথেই থাকার প্রত্যয়.......

৪| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:০১

বলেছেন: ওয়েলকাম ব্যাক।।।

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৮

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা অশেষ সুপ্রিয় ল, সতত শুভকামনা জানবেন। পাশে থাকার প্রত্যয়।

৫| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪৭

নীল আকাশ বলেছেন: সকালবেলা এসেই ব্লগে আবার আপনাকে দেখে খুব ভালো লাগলো।
শুভ সকাল ভাই, ভালো থাকুন সব সময়।
ব্লগ ডে তে ইন্সাল্লাহ দেখা হবে।

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৫

কিরমানী লিটন বলেছেন: আপনাদের ভালোবাসায় ছায়াতলে আবার ফিরলাম। স্নিগ্ধ সকাল সজীব আর প্রাণবম্ত করুক সকলকে। ইনশাল্লাহ দেখা হবে নিশ্চয়ই প্রাণের মেলায় আসছে ২০ তারিখ। ভালোবাসা আর শুদ্ধতায় ভরুক জীবন সুপ্রিয় নীল আকাশ।

৬| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৮

কিরমানী লিটন বলেছেন: সহজ সরল আর সুন্দর সজীবতায় ভরুক আপনার জীবন। একরাশ শুভেচ্ছা আর স্নিগ্ধ শুভকামনা জানবেন প্রিয় রাজীব নুর ভাই। ভালোবাসা সতত......

৭| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৩

হাবিব বলেছেন: আপনি আবার মুক্ত হয়েছেন, ভালো লাগলো দেখে

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৯

কিরমানী লিটন বলেছেন: জ্বী আলহামদুলিল্লাহ, অবমুক্ত হয়েছি। অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন সুপ্রিয় স্যার.....

৮| ২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ সুন্দর
ভালো লাগলো খুব

২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৩

কিরমানী লিটন বলেছেন: প্রণতী জানবেন আপু। আপনার আন্তরিক মতামতে বরাবরই উজ্জীবিত হয় আমার কবওতার প্রতিটি শব্দমালা। প্রীতি ও শুভেচ্ছা রইলো প্রিয় কাজী ফাতেমা ছবি আপু।

৯| ২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার কামব্যাক। খুব ভালো লাগলো কাব্যের সঙ্গে আপনাকে দেখে।
শুভকামনা জানবেন।

২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪২

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসার স্নিগ্ধ চাওয়ায় ফিরে আসার আকুতি কবুল হয়েছে। অনেক ধন্যবাদ আর বিনম্র শ্রদ্ধা প্রিয় ভাই পদাতিক চৌধুরী। শুভকামনা অশেষ......

১০| ২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সহজ সরল আর সুন্দর সজীবতায় ভরুক আপনার জীবন। একরাশ শুভেচ্ছা আর স্নিগ্ধ শুভকামনা জানবেন প্রিয় রাজীব নুর ভাই। ভালোবাসা সতত......

ধন্যবাদ। ভালো থাকুন।

২০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

কিরমানী লিটন বলেছেন: প্রতিনিয়ত প্রেরণায় উজ্জীবিত করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা রইলো প্রিয় রাজীব নুর ভা। ভালোবাসা সতত....

১১| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৮

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৯

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর স্নিগ্ধ শুভকামনা রইলো সুপ্রিয় নার্গিস জামান আপু।

১২| ২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


এই কবিতা 'পুরোটা' পড়েছি। দারুণ শক্তিদায়ক!
কবিকে অনেক শুভেচ্ছা...

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ২:৪৭

কিরমানী লিটন বলেছেন: আপনাকে আমার ব্লগবাড়ীর জীর্ণ আঙিনায় স্বাগতম। কষ্ট করে পাঠ ও আন্তরিক মতামতের জন্য অনেক ধন্যবাদ প্রিয় মঈনউদ্দিন মইনুল ভাই। ভালোবাসা আর শুভকামনা জানবেন।

১৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১৩

জুল ভার্ন বলেছেন: চমৎকার!

২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

কিরমানী লিটন বলেছেন: আমার ভাঙ্গা ঘরের ভাঙ্গা চালা, ভাঙ্গা বেড়ার ফাঁকে - অবাক জোছনা ঢুইকা পড়ে, হাত ইশারায় ডাকে....

সুস্বাগতম প্রিয় গুণী জুল ভার্ন ভাই। আমার জীর্ণ ব্লগ কুটির আপনার আলোর পদচারণে ধন্য। ভালোবাসা জানবেন- অশেষ.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.