![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞানের পিপাসার্ত কিশোর, জীবনের জটিল পথের পথিক
একাকীত্ব ব্যাপারটা অসহনীয় কষ্টের। সেই একাকীত্ব ঘোঁচাতে মানুষ সংসার বাঁধে, একসাথে স্বপ্ন দেখা, স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার ভাবনাগুলো অধিকাংশ মানুষকেই স্পর্শ করে। আবেগ আর প্রয়োজনীয়তার এই স্পর্শ আমাদেরকে যেন এক ধরণের কাঙাল পরিণত করে। বলতে গেলে “ভালোবাসার কাঙাল”।
দুই জোড়া বিশ্বস্ত হাত, কাছাকাছি অনুভূতির দুটো মন যেন আজকাল খুঁজে পাওয়া দুষ্কর। উপরে উপরে জান-কলিজা ফ্রাই উপস্থাপিত হলেও ভেতরে আলাদা স্বপ্ন, ভিন্ন গন্তব্য, পাহাড় সমপরিমাণ অভিযোগ আর ঘৃণার ছড়াছড়ি। এক বা একাধিক কারণ অথবা নিরূপায় চারটি পা হেটে যাচ্ছে ঝগড়া-ঝাটি, লেনদেন আর প্রতিযোগী হয়ে।
এই অবস্থার সমাধান কিসে!
২| ১১ ই অক্টোবর, ২০২২ ভোর ৬:৫৯
মুসেবিমৌ বলেছেন: জীবনে সহধর্মিনীর সাথে সাথে মা বাবা ভাই বোন আত্মীয় সবার প্রয়োজন আছে। ভালোবাসার পাশাপাশি শ্রদ্ধাবোধ স্নেহ বিষয়গুলো খুব জরুরী। খাবারের উপাদানের মত। কোন একটার ঘাটতি হলেই শরীর ঠিক মত চলবে না।
৩| ১১ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:২২
ফারহানা শারমিন বলেছেন: দুইজনই দুইজনের পরিবারকে আপন ভাবলে সম্পর্কে তার ভালো প্রভাব পরে।আবার দুইজনের কেউ একজন লোভী হলে সম্পর্কে টানা পোড়ান থাকে।
১১ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৪৮
কিশোর পথিক বলেছেন: কথা সত্য!
৪| ১১ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৩০
মোহাম্মদ গোফরান বলেছেন: সোনাগাজী বলেছেন:
সমাধান হলো হৃদয়ে ভালোবাসার ফুল ফুটতে হবে।
৫| ১১ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: হাতে বই তুলে নিন। এরচেয়ে ভালো বন্ধু আর নেই।
১১ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৪৯
কিশোর পথিক বলেছেন: বইয়ের সাথে কি আর সংসার বাঁধা যায়!
৬| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ৩:৪৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: এটা একটা বড় সমস্যা। ভোগবাদী চিন্তা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। ফলে মানুষ অনেক কিছু আশা করে ভালোবাসার মানুষের কাছে। মানুষ এখন অল্পে সন্তুষ্ট না। ফলে সম্পর্কগুলো অনেক ক্ষেত্রে সহজে দুর্বল হয়ে যাচ্ছে। অল্প বয়সেই অনেকের সাথে সম্পর্ক করছে আবার ভাংছে। ফলে শুরু থেকেই অন্যকে অবিশ্বাস করার প্রবণতা তৈরি হচ্ছে। সহজে বিশ্বাস হারালে সম্পর্ক টেকানো মুশকিল।
এটার কোন সহজ সমাধান নাই। এই অস্থির পরিবেশেই আমাদের বাঁচতে হবে।
১২ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৫৯
কিশোর পথিক বলেছেন: আমার চিন্তার উৎসটা ঠিক এখানে.
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০২২ ভোর ৫:২৮
সোনাগাজী বলেছেন:
সমাধান হলো হৃদয়ে ভালোবাসার ফুল ফুটতে হবে।