নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বয়সী বটের ঝিলিমিলি পাতা

কিটক্যট

নিতান্ত নগণ্য

কিটক্যট › বিস্তারিত পোস্টঃ

"আই সাপোর্ট ভ্যাট অন এডুকেশন। "

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৪

( আমার ফেসবুক থেকে নেওয়া)
স্ট্যাটাসটা আগেই দিতে চাচ্ছিলাম। কিন্তু বাঙ্গালির হুজুগের সময় চুপচাপ বসে থাকাই শ্রেয়। নাইলে জনগণের রোষানলের ক্রস ফায়ারে পড়তে হতো squint ইমোটিকন
ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সব প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীকেই ভ্যাট দিতে হয়। আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির লোকজন হয়ে সরকারকে ভ্যাট দিচ্ছি না বলে প্রতিবাদ করি। আবার গবেষণাতে বাংলাদেশের কোন ভার্সিটির ফান্ড না থাকাতেও আমাদের সমস্যা। এটা নিয়েও কথা বলি। সরকার তো টাকা আকাশ থেকে পয়দা দিবে না। আরেকটা কথা, যাদের মাথায় আসতেছে , মন্ত্রি এম পি রা কোটী টাকার গাড়ি ভ্যাট ছাড়া আনে, আমরা কেন শিক্ষায় ভ্যাট দেব? অযৌক্তিক প্যাচাল ছাড়া এইটা আর কিছু না। ভাই, ও মন্ত্রি বলেই ও ভ্যাটহীন গাড়ি ইউজ করবে । ওকে এই পদে আপনি আমিই বসিয়েছি যেন ভ্যাট হীন গাড়ি পায়। smile ইমোটিকন এখন যদি বলেন, ওরা তো চুরি বাটপারি করেও অনেক টাকা কামায়। আমার উত্তরঃ সেটা ভিন্ন ইস্যু। দেশের আইন আদালতের ব্যাপার সেটা। এক সিস্টেমে ইরর থাকলেই যে আরেক সিস্টেমেও ইরর রাখতেই হবে এমন কোন কথা নাই।
বাংলাদেশে সম্ভবত ৮৩ টা বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। যাদের মধ্যে হাতে গোনা ৪ /৫ টা কে আমরা ক্লাস বলি। বাকি ৫-৭ টা মোটামুটী। আর বাদ বাকি প্রায় সব গুলাতেই কিছু টাকা থাকলেই সার্টিফিকেট কেনা যায়, এটা কে না জানে। যেও ৪/৫ টাকে আমরা ক্লাস বলি, ওখানেও যে ডনেশন দিলে ভর্তি হওয়া যায়,আমরা সেটাউ জানি। এক জনের এক্সাম আরেকজনকে দিয়ে দিয়েও যে চাঞ্চ পাওয়া যায়, সেটাউ জানি। squint ইমোটিকন
যারা বলে আমার বাবা ATM booth নয়ঃ অফ কোর্স, তোমার বাবা এ টি এম বুথ। নাইলে বেসরকারি ভার্সিটিতে ভর্তি করছে কেন? সরকারি ভার্সিটিতে চাঞ্চ হয় নাই বা পড়বা না । অকে ফাইন। জাতীয় বিশ্ববিদ্যালয় খোলা আছে। মেনে নিতেই হবে, বেসরকারি ভার্সিটিতে গুটি কতকের বাচ্চা কাচ্চা পড়বে যাদের মোটামুটি অঢেল টাকা আছে। এইটাই সিস্টেম। স্কুলে এক স্যার বলতেন, পিতৃ অর্থ সন্তানের(যদি কিঞ্চিত ইচ্ছাও থাকে) পড়ালিখার সমানুপাতিক । পড়ালিখাটা সবার জন্য না। অপ্রিয় সত্য। প্রাইভেট ভার্সিটিতে তো আরো না।
জেনে রাখা ভালোঃ ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর বাচ্চা কাচ্চা কিন্তু ছোট বেলা থেকেই ভ্যাট দেয়। বাংলাদেশে যে শিক্ষায় ভ্যাট সম্পুর্ন আনকোরা এটা বলত পারবেন না।
প্রতি বছর যে এই ভার্সিটিগুলা টিউশন ফি, ক্রেডিট ফি বাড়ায় এই ব্যাপারে কখনো খেয়াল করেছেন? ভর্তির সময় দেখিয়েছে সাড়ে ৪ হাজার টাকা পার ক্রেডিট । দুই সেমিস্টার যেতে না যেতেই সেটা হয়েছে ৫ হাজার টাকা। আপনার বাপ ত এটিএম না। ওকে ফাইন। ৩ ক্রেডিট এর একটা সাবজেক্ট আগে যেখানে পড়তে ৩*৪৫০০ লাগতো। সেখানে যে যে কোন সময় ৩*৫০০০ হয়ে যায় , এটা কি উনি জানেন ঠিক মতো? হিসাব করতে পারেন?? কই, এইটা তো অনেক আগে থেকে বর্তমান পর্যন্ত বিরাজমান। কাউকে তো কোন দিন দেখলাম না, এইটা নিয়ে কিছু বলতে। রাস্তা অবরোধ দূরে থাক, এট লিস্ট রাস্তার পাশে দাঁড়াতে। তাহলে কত আগে থেকে কত টাকা সেইভ হতো ? ক্যালকুলেটর এ কয়েকটা এপ্রক্সিমেশনের সহায়তায় গুণ, যোগ , বিয়োগ করেই দেখেন।
চিকিৎসা মৌলিক অধিকারের মধ্যে শিক্ষার আগে অবস্থিত। ক্যাব এইড, স্কয়ার ইত্যাদিতে গেলে ভ্যাট দেন না আপনারা? সরকার টাকা বানানোর মেশিন নয়। এইটা মেনে নিতেই হবে। আর সরকার আকাশ থেকে আসে নাই । আপনার আমার কয়েকজনের মধ্য থেকেই আসছে। ওরা এলিয়েন না। কোন দল, লীগ , বদনা, হারিকেন সাপোর্টার হিসেবে কিছু বলি নাই।
পুনশ্চঃ চকমকা লিখাঃ মন পাবি, দেহ পাবি... ... আন্দোলনের ভাষা এমন হতেই পারে। এতে আমার কোন চুলকানি নেই। কিন্তু এটার যে এক্সপেলেনেশন পড়েছি (কেন সেই মহিলা এই বাণী প্রসব করেছেন) সেটা পড়ে মনে হইছে, উনার পড়ালিখা অনেক হইছে। আর দরকার নেই। খাগা নামের লেইম জোকের একটা পেইজ আছে। ওখানে নারী_খাগি নামে এডমিন প্যানেলে জয়েন করেন smile ইমোটিকন
পুনশ্চ ২ঃ আমি জানি, আমার ফেসবুকে কম করে হলেও ২০০ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থি আছে। এদের সবাইকে যে এই স্ট্যাটাসে মানানো যাবে না, ইভেন অনেকের রোষের স্বীকার হবো, তাও জানি । So, what? ফেসবুকের " what's on your mind " কে তো এড়িয়ে যেতে পারি না।
আর নিজের একটা আক্ষেপ আছে। আমার টাকা থাকলে নিজ খরচে ইউ এস এ তে এম এস করতে যাইতাম। ফান্ডিং?? হু কেয়ারস?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

আমি মিহু বলেছেন: এখানে কিছু ব্যাপার আছে। সরকারি ভারসিটি গুল ভ্যাট দেয়না।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭

কিটক্যট বলেছেন: কেন দিবে ? ঢাকা মেডিক্যালে চিকিৎসা করালে ভ্যাট লাগে?

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বইলা লাভ নাই। এই দেশের মানুষ অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর( বোবা, কানা ) হয়ে যায়!

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

ইমরান-উল-ইসলাম বলেছেন: কিছুই বলার নেই । আপনি বরং আরেকটু ভাবুন । সবাই যা সহজে বোঝল, আপনি না হয় একটু দেরিতেই !! বুঝবেন নিশ্চয়ই । আপনার সেই ক্ষমতা আছে বোধ করি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.