নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

new and new and again "new generation"

কেকে

কেকে › বিস্তারিত পোস্টঃ

Article Writing নিয়ে সমস্যা!

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

সকলকে সালাম জানাচ্ছি।

যারা freelance writer হিসেবে কাজ করেন বা করেছেন আমাকে একটু সাহায্য করবেন Please !

আমি কিছু Article এর কাজ করেছি Odesk.com এর ২/১ টা Project এর জন্য।

Research করে ৫০০ শব্দের Article টাইপ করে লিখতে আমার বেশ সময় লাগছে (প্রায় ২ ঘ্নটা,যদি uncommon বিষয় হয় )।

তার উপর যখন খেটেখুটে নিজের মতো মানে নিজের ভাষায় একটা লিখে কোন Software দিয়ে plagiarism check করে পাঠালাম ।কিছউখখন পর বায়ার বলছে plagiarism আছে।আবার change কিছু কর ও লিখ।

এখন আমি যদি Software দিয়ে রিরাইট করি এবং আমি নিজে গ্রামার , শব্দ ও বাক্য ঠিক করে দেই, তাহলে কি কোন সমস্যা হতে পারে?

Plagiarism check করার জন্য খুব ভাল একটা Software বা সাইট জানা থাকলে প্লিজ জানাবেন।

একটু হেল্প করেন প্লিজ!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

হাসিনুল ইসলাম বলেছেন: আপনি যদি একটি আর্টিকেল রিরাইট করার পর অরিজিনালটির সঙ্গে তুলনা করতে চান, তাহলে DupeFreePro ফ্রি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

ইন্টারনেট থেকে তথ্য নিয়ে অরিজনাল আর্টিকেল লিখতে গিয়ে আমরা হয়ত বিশেষ টার্মস/ফ্রেজ/আইডিয়া হুবহু ব্যবহার করি, তখন তা http://www.copyscape.com বা অন্যান্য প্লেজিয়ারিজম চেকার দিয়ে দেখলে তার ভেতর নকলের অস্তিত্ব পাওয়া যায়। এজন্য লেখাটিকে নতুনভাবে সাজিয়ে, একবারে নতুনভাবে বললে এর হাত থেকে রেহাই পাওয়া যায়। ধন্যবাদ।

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০১

কেকে বলেছেন: ্বাহঃ চমৎকার লেগেছে।নতুন একটা ধারনা পেলাম।খুব ভাল লাগ্ল।অনেক ধন্যবাদ এই তথ্যটি দেয়ার জন্য।
তবে এর জন্য টাইপিং স্পীড অবশ্যই ভাল হতে হবে।
আম্রব।মনে হয় এতাই বেশীর ভাগ করার চেস্টা করব।
অনেক ধন্যবাদ ভাই।
তবে রিরাইটিং এর ব্যাপারে কিছু লিখলে একটু ভালো হতো।
সময় দেয়ার জন্য ধন্যবাদ।

২| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

বাঙ্গাল বলেছেন: turnitin.com

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৭

কেকে বলেছেন: ধন্যবাদ সাইটের জন্য।
সাইট টি কেন ভাল তা জানতে পারলে আরও ভাল হতো।
একটু জানানোর সময় হবে কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.