কারণ, আপনার লিখা দেখার পর থেকে আমার নিজেরও বাড়ির বিভিন্ন ডিজাইন দেখার বেশ ইচ্ছা করছে।
আর যে কোন ডিজাইনারের কাছ থেকে এই ব্যাপারে তথ্য জানতে চাইলে, সে হয়তো আপনার জায়গার পরিমাণ কতটুকু, কোন দিকে কতটুকু রাস্তা রয়েছে, রাস্তার অপর পাশে কি আছে, কোন দিকে এখন খোলা রয়েছে যা ভবিষ্যতেও খোলা থাকবে, লেক ভিউ বা অন্য কিছু আছে কিনা, আপনার বাড়ি এবং অন্যদের বাড়ির মধ্যকার পার্থক্য কতটুকু ইত্যাদি এমন কিছু তথ্য হয়তো জানতে চাইবে।
ওগুলো এই খানে থাকলে কোন শখের ডাজাইনার ব্লগার হয়তো আপনাকে দারুন একটা খসড়া ডিজাইন ফ্রিতে দিয়েও দিতে পারতো।
১|
১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২২
মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন:
@ কেকে :
আপনি কোন কোন সাইটে বাড়ির ডিজাইন দেখেছেন, সেটা আমারও জানতে ইচ্ছে করছে।
সাইটগুলির রেফারেন্স কি দেওয়া যাবে?
কারণ, আপনার লিখা দেখার পর থেকে আমার নিজেরও বাড়ির বিভিন্ন ডিজাইন দেখার বেশ ইচ্ছা করছে।
আর যে কোন ডিজাইনারের কাছ থেকে এই ব্যাপারে তথ্য জানতে চাইলে, সে হয়তো আপনার জায়গার পরিমাণ কতটুকু, কোন দিকে কতটুকু রাস্তা রয়েছে, রাস্তার অপর পাশে কি আছে, কোন দিকে এখন খোলা রয়েছে যা ভবিষ্যতেও খোলা থাকবে, লেক ভিউ বা অন্য কিছু আছে কিনা, আপনার বাড়ি এবং অন্যদের বাড়ির মধ্যকার পার্থক্য কতটুকু ইত্যাদি এমন কিছু তথ্য হয়তো জানতে চাইবে।
ওগুলো এই খানে থাকলে কোন শখের ডাজাইনার ব্লগার হয়তো আপনাকে দারুন একটা খসড়া ডিজাইন ফ্রিতে দিয়েও দিতে পারতো।