![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিতান্তই একজন সাধারণ মানুষ যে হাসিখুশি থাকতে চেয়েছিল, বড় স্বপ্ন দেখতে চেয়েছিল, কিন্তু কিছুই হয়নি, তাই তার মৃত্যু ঘটেছে
ভারতের গুন্ডে ছবিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি নিয়ে অনেক প্রতিবাদের পর অবশেষে ছবিটির ইয়াশ রাজ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চেয়েছে যা বাংলাদেশের অনেকেই তাদের বিজয় হিসেবেই দেখছে, অবশ্যই নিঃসন্দেহে এটি একটি বিজয়। এবার সময় এসেছে আরেকটি গুরুতর ব্যাপারে সরব হওয়ার আর তা হল বাংলাদেশে বাংলায় অনুবাদ করা ভারতীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করা।
আজকে ২১শে ফেব্রুয়ারির ভাষা দিবসে দেশের ২টি শীর্ষ দৈনিক পত্রিকা, প্রথম আলো আর সমকাল প্রথম পাতায় বড় করে ভারতের ডাবর আমলার বিজ্ঞাপন ছেপেছে যাতে ভারতীয় মডেল প্রিয়াংকা চোপড়াকে দেখা যাচ্ছে যা দৃষ্টিকটু। এটা কলকাতা হলে মানা যেত কিন্তু বাংলাদেশের পত্রিকায় বাংলায় ভারতীয় বিজ্ঞাপন মোটেও মানানসই নয়।
মানলাম ডাবর ভারতীয় কোম্পানি কিন্তু যে আমলা তেল তারা বিক্রি করে তা কিন্তু বাংলাদেশের কারখানাতেই তৈরি করা হয় আর পণ্যের গায়েও লেখা থাকে ডাবর বাংলাদেশ, যদি ডাবর বাংলাদেশই হবে, তাহলে ভারতীয় বিজ্ঞাপন কেন? বাংলাদেশের মডেল দিয়ে বিজ্ঞাপনটি করানো হলে কী খুব বেশি টাকা খরচ হত? যখন টাকা খরচ করেই বাংলাদেশে ভারতের কোম্পানি বিনিয়োগ করেছে এবং পণ্য বানাচ্ছে, তখন আরেকটু টাকা খরচ করে দেশীয় মডেল দিয়ে বিজ্ঞাপন বানালে ক্ষতিটা কোথায়?
সামহোয়্যার ইন ব্লগের হোম পেইজেও ভারতীয় মডেল ইলিয়ানা ডিক্রুজের ভারতীয় ক্লিয়ার শ্যাম্পুর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে যা দুঃখজনক বৈকি!
আমি বরাবরই বাংলাদেশে ভারতীয় তথা বিদেশি বিজ্ঞাপন প্রচারের বিপক্ষে, আমাদের দেশে একটি মানসম্পন্ন বিজ্ঞাপন শিল্প ও যোগ্য মডেল থাকার পরও কেন বাংলাদেশের টিভি চ্যানেল, পত্রিকা আর রাস্তার বিলবোর্ডে ভারতীয় মডেলদের বিজ্ঞাপন দেখতে হবে? আর আমার অবাক লাগে যে দেশপ্রেম কী শুধু ইতিহাসের বিষয়গুলোতে সীমাবদ্ধ? ক্রমাগতভাবে বাংলাদেশে যে ভিন দেশের বিজ্ঞাপন সংস্কৃতির আগ্রাসন হচ্ছে সে ব্যাপারে কারো যেন কোন মাথাব্যথা নেই, কোন দেশপ্রেমের বুলি নেই, কোন প্রতিবাদ নেই যা খুবই হতাশাজনক। বাংলাদেশের ইতিহাস রক্ষার পাশাপাশি দেশের বিজ্ঞাপন শিল্প তথা সংস্কৃতিকে রক্ষা করতেও দেশের সবাইকে এখনই আওয়াজ তুলতে হবে।
এর আগে বাংলাদেশে লাক্স বিজ্ঞাপনে ভারতীয় মডেলদের ব্যবহার করা নিয়েও আমি ফেইসবুকে পোস্ট দিয়েছি: http://on.fb.me/1jjWZ6
ব্লগ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ! পড়া শেষে আপনার সুচিন্তিত মতামত কাম্য, অযাচিত মন্তব্য মুছে ফেলার অধিকার ব্লগ লেখক কর্তৃক সংরক্ষিত।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
শারিফ শাব্বির বলেছেন: আমার এই পোস্টের লক্ষ্য গুন্ডে ছবির ইতিহাস বিকৃতি নয়, বরং বাংলাদেশে ভারতীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করা!
যাই হোক আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি গুন্ডে ছবির শুরুতে ধারা ভাষ্যে বলা হয় ১৯৭১ সালের যুদ্ধ হয়েছিল ভারত আর পাকিস্তানের মধ্যে আর ঐ যুদ্ধের ফলাফল হল বাংলাদেশ নামের নতুন একটি দেশ যা আমাদের ১৯৭১ মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০১
লিখেছেন বলেছেন: বলেন কি, ৭১ এর মুক্তিজুধ ইন্ডিয়া আর পাকিস্তানিদের ভেতর হয়েছে!!
শালারা কত বড় চুতিয়া!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০০
শারিফ শাব্বির বলেছেন: জ্বী, তাই বলছি শুধু মুক্তিযুদ্ধের ক্ষেত্রেই নয়, বাংলাদেশে ভারতীয় বিজ্ঞাপনের আগ্রাসনেরও প্রতিবাদ করতে হবে, জাতীয়ভাবে জানিয়ে দিতে হবে যে আমরা আমাদের দেশের মডেলদের বিজ্ঞাপন দেখতে চাই, ভারতীয় মডেলদের বিজ্ঞাপন দেখতে চাই না
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৯
দোজা বলেছেন: বিজ্ঞাপন প্রচারে সরকারী নীতিমালায় সব ধরনের ভারতীয় বিজ্ঞাপন অবিলম্বে নিষিদ্ধ করা অত্যন্ত জরুরী । আমাদের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এ বিষয়ে প্রয়োজনীয় দৃষ্টি দেবেন আশা করি ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২১
শারিফ শাব্বির বলেছেন: আপনার মন্তব্যের সাথে আমি সহমত পোষণ করলাম!
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
লিখেছেন বলেছেন: ভাই, ছবিতে কিভাবে ইতিহাস বিকৃত করা হয়েছে,আমাকে বললে একটু কৌতূহল মিটত, আমি ছবিটা দেখিনি, দেখব কিনা জানিনা এখন ও