নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত ব্যক্তি

শারিফ শাব্বির মারা গেছে

শারিফ শাব্বির

নিতান্তই একজন সাধারণ মানুষ যে হাসিখুশি থাকতে চেয়েছিল, বড় স্বপ্ন দেখতে চেয়েছিল, কিন্তু কিছুই হয়নি, তাই তার মৃত্যু ঘটেছে

শারিফ শাব্বির › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে ভারতীয় বিজ্ঞাপনের আগ্রাসন এবং অতঃপর ......

০৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৯









গত ২১শে ফেব্রুয়ারিতে আমি পোস্ট দিয়েছিলাম প্রথম আলো আর সমকাল পত্রিকায় ভাটিকা তেলের বিজ্ঞাপন দিয়েছিলাম যেখানে ভারতীয় মডেল প্রিয়াংকা চোপড়াকে দেখানো হয়েছিল। পোস্টটি পাওয়া যাবে এখানেঃ http://www.somewhereinblog.net/blog/kliptu/29926874



আমি সব সময় বাংলাদেশে ভারতীয় বিজ্ঞাপন প্রচারের ঘোর বিরোধী, তাই বারবার আমি এই বিষয় নিয়ে পোস্ট দিয়ে থাকি যে বাংলাদেশের বিজ্ঞাপনে যেন বাংলাদেশি মডেলদের দেখা যায়। এবার মনে হয় আমার পোস্ট দেওয়া কিছুটা সার্থক হয়েছে।



আজ ৮ই মার্চ এ সেই একই প্রথম আলো আর সমকাল পত্রিকাতে আবারো ভাটিকা তেলের বিজ্ঞাপন ছাপা হয়েছে কিন্তু এবার ব্যবহার করা হয়েছে বাংলাদেশি মডেলদেরকে যা অবশ্যই একটি ইতিবাচক দিক। আর বিজ্ঞাপনে আমাদের দেশি মডেলদের দেখতে পারাটাও একটা আনন্দের ব্যাপার কারণ আজকাল বাংলাদেশের টিভি-পত্রিকা এমনকি রাস্তার বিলবোর্ডেও ভারতীয় বিজ্ঞাপনের বাংলা ডাবিং দেখতে দেখতে আমি ক্লান্ত ও বিরক্ত।



আশা করি যেসব মাল্টিন্যাশনাল ব্র্যাণ্ড বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে তারা যেন সব সময় বাংলাদেশি মডেলদেরকে দিয়েই বিজ্ঞাপন বানিয়ে বাংলাদেশে তা প্রচার করে। বাংলাদেশে আর নয় ভারতীয় বা বিদেশি বিজ্ঞাপন, এটা বাংলাদেশ, তাই বাংলাদেশের বিজ্ঞাপনে বাংলাদেশি মডেলদের উপস্থিতিই সব সময় কাম্য।



ভাটিকা তেলের বিজ্ঞাপনে বাংলাদেশি মডেলরা হলেনঃ [বাম দিক থেকে] নাবিলা, তিশা ও মেহজাবিন



ব্লগ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। কারো সুচিন্তিত মতামত থাকলে মন্তব্যে লিখতে ভুলবেন না। অযাচিত মন্তব্য মুছে ফেলার অধিকার ব্লগ লেখক কর্তৃক সংরক্ষিত।



শারিফ শাব্বির

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৫

মুন্না-কিশোরগঞ্জ বলেছেন: আপনার সাথে সহমত

০৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৩

শারিফ শাব্বির বলেছেন: ধন্যবাদ আপনাকে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.