নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবকিছুর শেষ আছে

কেবল মাত্র রাজাকারদের গালি দিতেই সামু এর এই একাউন্ট। অবশ্য প্রিয় পোস্টে ভালো লাগা জানিয়ে আসবোই। :) কিন্তু তার বাইরে সামুতে আমার সামাজিক জীবন এখন শেষ। ভালো থাকবেন সবাই।

কাদা মাটি জল

When It comes To "Jamayat E Islami" and it's student wing "Islami Chattro Shibir", there is no middle ground... I either take my vow to do everything in my capability to stop them from vandalizing our language, country, history and freedom and eliminate them from our land; or I am just one of them.

কাদা মাটি জল › বিস্তারিত পোস্টঃ

অসামাজিক

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৫


হাল্কা গুঁড়িগুঁড়ি বৃষ্টি না, একদম মুষলধারে
ইংরেজীতে যাকে বলে ক্যাটস আ্যন্ড ডগস
আমার কোন কাজ ছিলোনা, নিত্যদিনের মতো
বসেছিলাম তাই, ছাউনি দেয়া পুকুরপাড়ে

বেশ দেখছিলাম পানির মাঝে পানির ডুব দেয়া
হঠাৎ ঝপাস শব্দ হলো, চমকে উঠে চাইলাম
জলের মাঝে ঢেউ তুলে সেই যে এলে, সেই প্রথম
শুরু হলো কেবল আমার দৃষ্টি কেড়ে নেয়া

বৃষ্টি পড়ে যাচ্ছে, আর সাঁতরে যাচ্ছো তুমি
কালো মেঘের ফাঁকে কোন সূর্য নেই
তবু করে মুখ ঝলমল ছুটে যাচ্ছো পুকুর চষে
হঠাৎ কেন যে হাতে ঠেকলো ওই ঝুমঝুমি

ঝুমঝুমিটা আমার ছোট ছেলের, খুব দূষ্টু
ছুড়ে ফেলেছিলো পুকুরে, নিজে পড়েনি
সেইভাগ্যেই খুশি হই।
খুঁজে পেতে এনে দেবো,
কিংবা নতুন কিনে দেবো
আমার ওতো সময়, কিংবা হাতে টাকা কই।

কখনো দেখনি তুমি, তবু বুঝে গেলে
ঝুমঝুমিটা ফিরিয়ে দিতেই
পাড়ের দিকে এলে।
তোমার মনে পাপ ছিলোনা, খোকন তোমার স্নেহের
হাত বাড়ালাম ঝুমঝুমিটা নেবো বলে

স্পর্শে যে এতো পাপ থাকে কে জানতো?
আমি জানলে আগেই যেতাম চলে
যে বিদ্যুৎ খেলে গেল, সে খালি আমি একাই পাইনি
ঠান্ডা পানিতে ফর্সা মুখের লাল হয়ে যাওয়া কান
দেখেই বুঝলাম খেলেছে তোমারও
যদিও আমি এর কিছুই চাইনি

বয়স মাত্র আঠারো তোমার, আমার হচ্ছে ছত্রিশ
তিনটে বাচ্চা আছে আমার, বিয়ে করেছি
সেই কবে, দশ কিংবা বারো বছর
তুমি তখন বাচ্চা কেবল, কিইবা হতো উনিশ বিশ

ভেতর বাড়ির হাঁক এসেছে, বাবুর বাবা এলেন বৃষ্টি ঠেলেই
আমি যাই, তুমি মরো সাঁতরে, তোমার ওই সুঠাম পেশীর
কণায় কণায় ব্যায়াম ঢোকাও, উত্তাপ নাও
আমি যাই, ফিরে তো দেখবে, কি আসে যায় চলে গেলেই

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কবিতায় বিস্ময়বোধ। ভালো লাগা রইল।

০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

কাদা মাটি জল বলেছেন: ধন্যবাদ!

২| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১০

কল্লোল পথিক বলেছেন:










চমৎকার কবিতা।
এক রাশ ভাল লাগা রেখে গেলাম।

০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

কাদা মাটি জল বলেছেন: ধন্যবাদ :)

৩| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৫

অভ্রনীল হৃদয় বলেছেন: মুগ্ধপাঠ! অসাধারণ লিখেছেন।

০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

কাদা মাটি জল বলেছেন: ধন্যবাদ!

৪| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪১

মো: ইমরান আল হাদী বলেছেন: অনেক অনেক ভাললাগারর কবিকা।

০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

কাদা মাটি জল বলেছেন: ধন্যবাদ!

৫| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

মহা সমন্বয় বলেছেন: ভালো লাগা রইল।

১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:০০

কাদা মাটি জল বলেছেন: ধন্যবাদ!

৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২০

রাজসোহান বলেছেন: একের পর এক দৃশ্যায়ণগুলো চমৎকার ছিলো।

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৪

কাদা মাটি জল বলেছেন: ধন্যবাদ রাজ সোহান!

৭| ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

চাঁদগাজী বলেছেন:



অনেক সময় বয়ে গেছে

২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫১

কাদা মাটি জল বলেছেন: সত্য। আমার পোস্টে আসবার জন্য ধন্যবাদ!

৮| ১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৬

অনিক_আহমেদ বলেছেন: সুন্দর কবিতা।

২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৫

কাদা মাটি জল বলেছেন: ধন্যবাদ!

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫২

কাদা মাটি জল বলেছেন: ধন্যবাদ!

১০| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১:৩১

মনিরুল ইসলাম বাবু বলেছেন: কবিতায় মচমচে উত্তাপের আঁচ ভালো লাগল ।

২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫২

কাদা মাটি জল বলেছেন: ধন্যবাদ!

১১| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: মনোমুগ্ধকর !!

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৭

কাদা মাটি জল বলেছেন: ধন্যবাদ!

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪১

মাস্টারদা বলেছেন: বিস্ময়াবিভূত ভাললাগা

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০১

কাদা মাটি জল বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.