![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায় এক যুগ ধরে জনপ্রিয়তায় সফলতার শীর্ষে থাকা অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি নতুন সব প্রযুক্তির ভিড়ে এখন অনেকটাই সেকেলে। ব্যবহারকারীদের নিরাপত্তার দিক থেকেই এই অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি এখন বেশ বিপজ্জনক। মাইক্রোসফট সিকিউরিটি ইন্টেলিজেন্সের প্রতিবেদন অনুযায়ী, “২০১৩ সালের মাঝামাঝি পর্যন্ত উইন্ডোজ ৮-এর তুলনায় উইন্ডোজ এক্সপি-চালিত সিস্টেমে ম্যালওয়্যার আক্রান্তের হার ছিল ৬ গুণ বেশি।”
আর এদিকে ২০১৪ সালের এপ্রিলে বন্ধ হয়ে যাচ্ছে উইন্ডোজ এক্সপি-সংক্রান্ত সব ধরনের নিরাপত্তা হালনাগাদ, হটফিক্স এবং ব্যবহার-সংক্রান্ত সব সেবা। এরপর উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীদের মাইক্রোসফট আর কোনো ধরনের কারিগরি সহযোগিতা দিবে না।
প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, “যখন উইন্ডোজ এক্সপির আগের সংস্করণের (সার্ভিস প্যাক ২) সহযোগিতা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরের দুই বছরে এক্সপির সর্বশেষ সংস্করণের (সার্ভিস প্যাক ৩) তুলনায় সেটিতে ম্যালওয়্যার আক্রান্তের হার ৬৬ শতাংশ বেশি।”
অপারেটিং সিস্টেম এক্সপি ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা জনিত আশঙ্কা এখনই এত খারাপ তা এক্সপি সহযোগিতা পুরোপুরি বন্ধ হলে কী ঘটবে, এ থেকেই অনেকটাই অনুমান করা যায়। হ্যাকার এবং স্প্যামাররা নতুন ধরনের নিরাপত্তা ত্রুটি বের করে প্রতিরক্ষাব্যবস্থায় হামলা চালায়, কর্তৃপক্ষ সেগুলো চিহ্নিত করে সময়ে সময়ে সিস্টেম হালনাগাদের মাধ্যমে আক্রমণ প্রতিহত করে। কিন্তু যখন এক্সপির আর কোনো ধরনের নিরাপত্তা জনিত হালনাগাদ পাওয়া যাবে না, স্বাভাবিকভাবেই নিরাপত্তাব্যবস্থা হয়ে উঠবে মারাত্মক ঝুঁকিপূর্ণ।
সব মিলিয়ে প্রায় এক যুগ ধরে জনপ্রিয়তার আসন এবং সফলতার শীর্ষে থাকা উইন্ডোজ এক্সপিকে শেষ পর্যন্ত বিদায় জানাতেই হচ্ছে কম্পিউটার ব্যবহারকারীদের। তবে এক্ষেত্রে কম্পিউটার ব্যবহারকারীরা মাইক্রোসফটের নতুন নতুন সব অপারেটিং সিস্টেম বেঁচে নিতে পারেন। উইন্ডোজ-৮ এর পর সম্প্রতি বাজারে এসেছে উইন্ডোজ-৮.১
সুত্রঃ সরগোল নিউজ
২| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫
দি সুফি বলেছেন: হার্ডওয়্যারজনিত সমস্যা না হলে, এক্সপি এখনও ব্যবহার করার কোন মানেই হয়না!
৩| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬
মঈন চৌধুরী বলেছেন: আমার লেখা হুবহু প্রথম আলো থেকে মেরে দিয়েছেন দেখে ভাল লাগল।
সোরগোলের :: মোহাম্মদ নুরুল আলম :: এবং আপিন কে এম মাহমুদ হাসান দুইজনকেই ধন্যবাদ।
৪| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩
কে এম মাহমুদ হাসান বলেছেন: Dear Moin... Sorgol News is not a news provider... it is a source collection.
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫
তাহমিদুর রহমান বলেছেন: বলেন কি! আমি এখনো ইউজ করছি!
View this link