নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ও আইচ্ছা।

ও আইচ্ছা।

কিমা

ও আইচ্ছা।

কিমা › বিস্তারিত পোস্টঃ

কবিতা: আমি বাঁশ খেতে চাই

২৩ শে মে, ২০১০ বিকাল ৩:৩৯

সবাই চায় খেতে ভাত-মাংস-মাছ,

আমি চাই খেতে বাঁশ।

আস্তো একটা গাছ---প্রজাতিতে ঘাস,

আমি খেতে চাই বাঁশ।



করতে হবে না কোনো চাষ,

শুধু খুঁজতে হবে চারপাশ।

নেই তাড়াহুড়া, নেই হাসফাঁস

আমি খেতে চাই বাঁশ।



বাঁশ খাবো, আমি খাবো বাঁশের পাতা

একে একে ভরে উঠবে আমার বাঁশরীয় কবিতার খাতা।

সময় ফুরালে বাঁশের ঝাড়েই পড়ে রবে মোর চিরবিদায়ের গাঁথা।



দিয়ে যাচ্ছি পূর্বাভাস,

ইহাই আমার অভিলাষ,

আমি খেতে চাই বাঁশ।

মন্তব্য ৩১ টি রেটিং +৪/-২

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১০ বিকাল ৩:৪৬

টেকনলজী বলেছেন: তআও ভআলও যএ বআষঃএড় পআতআ খঃআইতএ ছআইষএণ। আমই ভআবলআম যএ বআষ দঃউখআইতএ ছআইষএণ।

২৩ শে মে, ২০১০ বিকাল ৪:০৬

কিমা বলেছেন: বিজয়দিয়া লেখতে গেছিলেন নাকি??

২৩ শে মে, ২০১০ বিকাল ৪:০৮

কিমা বলেছেন: পুরা বাংলায় লিইক্যা দিছি আমি বাশখেতে চাই।
আর আপনি ঢুকাইতে আয়া পরছেন।

ভাই আমনে খান কোন দিক দিয়া??

২| ২৩ শে মে, ২০১০ বিকাল ৩:৪৬

কিমা বলেছেন: টেকনলজি আমারে মাইনাস দিসে!

২৩ শে মে, ২০১০ বিকাল ৪:০৯

কিমা বলেছেন: দেউক, মাইন্ড করিস না। ;)

৩| ২৩ শে মে, ২০১০ বিকাল ৩:৫২

সপ্ন বালক বলেছেন: কি বাঁশ খাইবেন ভাই? মুলি বাঁশ? না বাশঁ ডলা খাইবেন? আস্ত খাইবেন না কাঞ্চি বানায়া খাইবেন? আওয়াজ দিয়েন জায়গা আছে। জায়গায় খাইবেন আর জায়গায়ই ব্রেক হইয়া যাইবেন।

২৩ শে মে, ২০১০ বিকাল ৪:০৫

কিমা বলেছেন: আমিতো বাঁশৈ খেতে চাঈ!
আপনার তো কোনো সমুছ্যা নাঈ, তাই না!
মানব প্রজাতির একটা অংশ বাঁশ কেনো খাইতে চাইতাছে তার কোনো কারণৈ আপনার জানতে ইচ্ছা হইতাছে না। আমনে মানুষ না? কেমন মানুষ আমনে?
মানুষতাবোধটা কৈ আমনের??

৪| ২৩ শে মে, ২০১০ বিকাল ৩:৫৩

টেকনলজী বলেছেন: আচ্ছা বলেন কি বাঁশ খাবেন। যুগার করি।

২৩ শে মে, ২০১০ বিকাল ৪:০২

কিমা বলেছেন: করবেন?
ঢাকায় বাশঝাড় কৈ???

৫| ২৩ শে মে, ২০১০ বিকাল ৩:৫৫

মোস্তাফিক বলেছেন: চিন্তা রবেন না আপনাকে পুরা কঞ্চিয়ালা বাশ দেওয়া হবে। আশা করে পুরা নিতে পারবেন।

২৩ শে মে, ২০১০ বিকাল ৪:০১

কিমা বলেছেন: জি জনাব

২৩ শে মে, ২০১০ বিকাল ৪:০৭

কিমা বলেছেন: মানব প্রজাতির একটা অংশ বাঁশ কেনো খাইতে চাইতাছে তার কোনো কারণৈ আপনার জানতে ইচ্ছা হইতাছে না।
কুনো আগ্রহৈ হৈতেছে না?
আমনে মানুষ না?
কেমন মানুষ আমনে?
মানুষ্যতাবোধটা কৈ আমনের??

৬| ২৩ শে মে, ২০১০ বিকাল ৩:৫৬

মন মণষা বলেছেন: পূর্ন হোক অভিলাষ
সেচ্ছাচারী সৈরাচারের মত
খেয়ে যান বাঁশ

মুলি বাঁশের সজিবতায় দেখি
আপনার চরম
সর্বনাশ!!!

তবু বেচে বর্তে থাকুক
ঐতিহাসিক - বাঁশ

B:-)

২৩ শে মে, ২০১০ বিকাল ৪:০১

কিমা বলেছেন: আপনার আশা
যেন্না হয় দুরাশা

২৩ শে মে, ২০১০ বিকাল ৪:০৫

কিমা বলেছেন: *যেন্না= যেনো না

৭| ২৩ শে মে, ২০১০ বিকাল ৩:৫৬

আগত বলেছেন: বাহ্! অনেক ভাল ছড়া লিখেন আপনি ।
শুভকামনা রইল আপনার প্রতি ।

২৩ শে মে, ২০১০ বিকাল ৪:০২

কিমা বলেছেন: !

৮| ২৩ শে মে, ২০১০ বিকাল ৪:২৮

যাযাবর হিলী বলেছেন: ভাই বাশ খান । বাশ খাওয়া ভাল ।আমি বান্দবান গিয়ে কচি বাশের চচ্চরি খেয়েছিলাম.।.।.।.।.।.।.।.।.।।।ওহঃ কি মজা । এখন মুখে লেগে আছে। B-) B-) B-)

২৩ শে মে, ২০১০ বিকাল ৪:৩৩

কিমা বলেছেন: দুয়া করপেন।
দেহি একটা চেস্টা নিয়া।

২৩ শে মে, ২০১০ বিকাল ৪:৩৩

কিমা বলেছেন: জীবনে আছে আর কী, খ্যাতা আর বালিশ!

৯| ২৩ শে মে, ২০১০ বিকাল ৪:৩৫

ফেরিওলা বলেছেন: বাঁশটা পাই কই!

আহারে........!!!!!!!!!

২৩ শে মে, ২০১০ বিকাল ৫:২৮

কিমা বলেছেন: আমি আপনের এই লেখা পইরা ফ্যানা-ফ্যানা অইয়া গেচি।
সেলুট। আমার বলোগে সুআগতম।

ভুলের রম্য (Comedy of Errors!!)
Click This Link

১০| ২৩ শে মে, ২০১০ বিকাল ৫:০৯

শাওন ইমতিয়াজ বলেছেন: ভাই, বুয়েটে বাঁশের অভাব নাই। :P

২৩ শে মে, ২০১০ বিকাল ৫:৩২

কিমা বলেছেন: শত্যই!

১১| ২৩ শে মে, ২০১০ বিকাল ৫:৩৯

রাঙ্গাকলম বলেছেন: আপনি বারী সিদ্দিকীর বাঁশ নিয়ে গাওয়া গানটা শুনে নিয়েন।
আপনার লেখাটা সেই গানের অনুকরণে হয়ে গেছে।
তিনি বাঁশ হতে চেয়েছেন।
বাঁশের বাশি হতে চেয়েছেন।
কারণ তিনি বাশুরিয়া।
পরিশেষে তিনি বাঁশ ঝাড়ে শেষ আশ্রয় চেয়েছেন।

অনুকরণ দোষনীয়:::

২৩ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:১৯

কিমা বলেছেন: শত্যই।
বিলিভ করেন, আমি ঐ গান এই জেবনে শুনিও নাই।
গানটার লিংক দিবেন???

২৩ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:২১

কিমা বলেছেন: আরে সাহেব, আমি বাঁশ খেতে চেয়েছি।
বাঁশ খেতে... হতে চাইনি!

১২| ২৩ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:১১

রঙ পেন্সিল বলেছেন: বাঁশ খাইতে চাওয়ার মাজেজাটা ধরতে পারলাম না! বাঁশটা কি ভাই সরকারী বাঁশ নাকি বেসরকারী! যদি একটু খুইলা বলতেন! সবচাইতে ভালো হয় আপনি কবিতায় না বইলা যদি কেঁশে বলতেন। খামাকা কবিতার গেন্জামে ফালাইলেন!
'ওগো বাঁশ দাওনা, যার বাঁশ তার মুখে ভাল লাগেনা........

কিমা!! (কাঁচা না সিদ্ধ?)

ধাঁন্ধায় পইরা অনেক কিছু কইলাম। মাইন্ড নিয়েন না!

২৩ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৩৫

কিমা বলেছেন:
সহজ-সরল বাঁশ খেতে চাই।
এরমাঝে সরকার-বেসরকার আইলো কেমনে??
আমিই তো ধান্ধা খাইলাম! :|

১৩| ২৫ শে মে, ২০১০ বিকাল ৪:১৬

কিমা বলেছেন: সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন

* আগত
* সপ্ন বালক
* মন মণষা
* নুরুন নেসা বেগম
* নিস্সঙ্গ যোদ্ধা
* হাসান মাহবুব
* ফাহাদ চৌধুরী
* স্বপ্ন সওদাগর
* রাঙ্গাকলম
* বে নী আ স হ ক লা
* খুশবু
* শাওন ইমতিয়াজ
* রুদ্রমরু
* 'লেনিন'
* অদ্ভুত শূন্যতা
* যাযাবর হিলী
* টেকনলজী
* মোস্তাফিক
* মামন
* কাব্য
* সপ্ন বালক
* কবি মৃত্যুময়
* নিস্সঙ্গ যোদ্ধা

১৪| ১৭ ই জুলাই, ২০১০ সকাল ১০:০০

ছোট মামা বলেছেন: হুম অতটা খারাপ তো হয়নি আপনি এতো হতাস কেনো ? বেশ মজা পেলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.