![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বর্তমান অবস্থায় আমি খুবই চিন্তিত!!
মাননীয় প্রধানমন্ত্রী বারবার বিভিন্ন সমাবেশে বলে থাকেন যদি জোট সরকার ক্ষমতায় আসে তাহলে দেশে আবার জঙ্গীবাদের আবির্ভাব হবে। তিনি বলেন ওরা এলে বাংলা ভাইরা ফিরবে।
বাংলা ভাই ফিরবে
আমাদের প্রধানমন্ত্রী কোন দৃষ্টি কোণ থেকে কথাটা বলেছে আমি জানি না তবে আমার মনে হয় তিনি এদেশের জনগণকে একপ্রকার হুমকি দিচ্ছে যে আওয়ামী লীগকে ভোট না দিলে তারা দেশে আবার জঙ্গিবাদকে আমন্ত্রন জানাবেন।
কারন গত জোট সরকারের আমলে যে জে.এম.বির আবির্ভাব হয়েছিল তার প্রধান শায়খ আব্দুর রহমান ছিল আওয়ামী লীগ নেতা মীর্জা আজমের আপন ভগ্নিপতি। এই আওয়ামী লীগ তাদের নামিয়েছিল যেন জোট সরকারের ইমেজ নষ্ট হয়ে যায়। বিশ্বের কাছে যেন বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট হিসেবে পরিচিত করা যায়।
কিন্তু জোট সরকার সফলতার সহিত সেই সব জঙ্গীদের নির্মূল করেছে যার কৃতিত্ব বর্তমান আওয়ামী লীগ সরকার নিতে চাচ্ছে।
শেখ হাসিনা বলেছে, “বাংলা ভাইয়ের সন্ত্রাসী বাহিনী মানুষ হত্যা করে গাছে ঝুলিয়ে পর্যন্ত রেখেছিল। ২০০৮ সালে আওয়মী লীগ ক্ষমতায় এসে এই এলাকায় শান্তি প্রতিষ্ঠা করেছে। আমাদের সময় নওগাঁয় একটি মানুষও জঙ্গিদের হাতে খুন হয়নি।”
কত বড় একটি মিথ্যা কথা বলেছে দেখুন। বাংলা ভাই, শাইখ আব্দুর রহমান সহ সকল জঙ্গীদের বিগত জোট সরকারই তাদের শাসনামলে নির্মূল করেছে। তারপর দুই বছর মঈন উদ্দিন-ফখরুদ্দীন সরকার গিয়েছে তারপর এসেছে আওয়ামী লীগ সরকার।
আর শেখ হাসিনা বলছে তিনি নাকি ২০০৮ সালে এসে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করেছেন। জঙ্গিমুক্ত করেছেন কত বড় মিথ্যাচার।
তিনি যে ক্ষমতায় আসার পর বাংলাদেশের এতগুলো সেনা অফিসারকে হত্যা করল যা বিশ্বের ইতিহাসে প্রথম সেই কৃতিত্বের কথা তিনি একবারও বলেন না কেন্???
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০১
কে এম সুমন বলেছেন: জঙ্গীতো জোট সরকার নির্মুল করে গেছে। এরপরতো আর জঙ্গীদের আনাগোনাও দেখা যায়নি তাহলে এ সরকার জঙ্গীবাদের বিরুদ্ধে কাজটা করল কোথায়????
বরং এ সরকার ক্ষমতায় আসার পর ছাত্রলীগ নামের জঙ্গীদের তান্ডব বেড়েছে যা সরকার নির্মূল করতে ব্যার্থ হয়েছে।।।
২| ০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
মুইজামাল বলেছেন: ভাই এইভাবে বলে না .. ছি.... সামুর কত লীগী ভাই আছে...মনে কষ্ট পাবে ! .. তারা এইসব মিথ্যা গুলা নিয়ে বেচে আছে.... তাদের নেত্রী এসব মিথ্যা ধরিয়ে দিলে তারা বাচবে কিনিয়ে বলেন ? ..
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০২
কে এম সুমন বলেছেন: কষ্ট পেলে কি করব বলেন??? লিখতে যে বাধ্য হচ্ছি।।।
৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: শায়খ রহমানের সাথে অনৈতিকভাবে টাকা লেনদেন করার কারনে ইসলামী ব্যাংক কে তিনবার জরিমানা করা হয়েছিল।
কেউ বিশ্বাস করুন না করুক তার ব্যাপার সত্য এই যে জামাত জঙ্গীবাদের পৃষ্ঠপোষক। বি এন পিও জঙ্গবাদ চায় না, আওয়ামীলীগতো না-ই। যদিও বি এন পির মওদুদ জামাতের টাকা খেয়ে জামাতের হয়ে খালেদা জিয়াকে নিয়ন্ত্রন করে।
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১০
কে এম সুমন বলেছেন: ভাই আপনি কি জানেন শাইখ আব্দুর রহমান আওয়ামী লীগের দুলাভাই??? আরে ব্যাংকে সবাই লেনদেন করতে পারে কিন্তু আওয়ামী লীগ যে জঙ্গীদের তাদের বোন জামাই বানিয়েছিল।।
আর সেই বোন জামাইকে গ্রেফতার করে শাস্তি দেয়ার খেসারত তো তৎকালীন রা্ব এর মহাপরিচালক গলজারকে বি.ডি.আর বিদ্রোহে দিতে হল।।।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
ডাক্তার আমি বলেছেন: আওয়ামী সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করছে না, এটা মনে হওয়ার কারণগুলো কি কি ?