![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বর্তমান অবস্থায় আমি খুবই চিন্তিত!!
আমি আমার শ্রদ্ধেয় এক স্যারের বিশেষ এক লেকচারে শুনেছিলাম যে, "বর্তমানে কোন দেশ অতীতের সম্রাট-জমিদারদের মতো অন্যকোন দেশকে যুদ্ধ করে দখল করতে চায় না। কারন কোন দেশই নাকি অন্য একটি দেশের বিশাল জনগোষ্ঠির দায়ভার নিতে চায় না। এতে নাকি লাভের চেয়ে লোকসানই বেশি।
প্রতিটি দেশ এখন চায় তার প্রতিবেশি দেশ অথবা বিশ্বের অন্য কোন দেশের বাজারকে দখল করে নিতে। এজন্য প্রায় সবদেশই যার যার অবস্থান থেকে প্রতিযোগিতায় নেমে পড়েছে যে কে কতটা বাজার দখল করে নিতে পারে।"
যেমন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের পোশাকের বাজার দখলে নেয়ার জন্য বাংলাদেশ ও ভারতসহ দক্ষিন এশিয়ার অনেক দেশ প্রতিযোগিতা করছে।।
এছাড়াও আমাদের দেশের বিভিন্ন কোম্পানী আন্তর্জাতিক অনেক কম্পানীর (যেমন: ইউরিনর, ইউনিলিভার, এয়ারটেল ইত্যাদির) সাথে প্রতিযোগিতা করছে।
ভারতও চায় বাংলাদেশের এই বিশাল জনগোষ্ঠিকে তাদের পণ্য সামগ্রি খাওয়াতে।।
ভারত অবশ্য বাংলাদেশের বাজার দখলে অনেকদুর এগিয়েছে। এখন বাংলাদেশের মানুষ ভারতের পিয়াজ, চিনি, জিরা ছাড়া খেতে পারে না তেমনি ভারতের জি বাংলা, স্টার জলসা, স্টার প্লাস ছাড়া অন্য কোন চ্যানেলও দেখতে পারে না।।
আর এখন সর্বশেষ বাংলাদেশ সরকার দেশে এত ভাল ভাল প্রেস ও প্রকাশনা এবং কাগজ থাকার পরও পাঠ্যপুস্তক মুদ্রনের মত বিশাল বাজারটিকেও তুলে দিল ভারতে হাতে কেন???
আর কিছুদিন পরতো এদেশে ছাত্র-ছাত্রীদের ভারতের মুদ্রিত বই ছাড়া পড়তেও ভাল লাগবে না!!!
আমরা কেন এত ভারতমুখী হতে যাচ্ছি???
১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১২
কে এম সুমন বলেছেন: ভালোবাসার মানুষ যতই ক্ষতি করুক তারপরওতো সে ভালোবাসার মানুষ!!! বুঝলেন ভাই!! দাদা বলে কথা!!!!
২| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৯
মুদ্দাকির বলেছেন: বাংলাদেশের প্রেস এত উন্নত হবার পরও যদি ভারতে আমাদের বই ছাপা হয়, তাবে এটা ক্রাইম ছাড়া কিছু না!!!! এটা কি শিক্ষামন্ত্রির ভারত প্রেম না??!!!!!!!
১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৫
কে এম সুমন বলেছেন: অবশ্যই এটা শিক্ষা মন্ত্রীর ভারত প্রেম!!! ভাই এতে মন্ত্রীর দোষ দিয়ে লাভ কি বলেন?? জাতীর বুবুর বড় দাদা বলে কথা!!!! তার ইচ্ছা অনুযায়ী কাজ না করে যদি শেষে মন্ত্রীত্ব হারাতে হয়??
৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১
মুদ্দাকির বলেছেন:
ভাকু ভাদা দের এই বিষয়ে মতা মত কি ?? জানতে ইচ্ছা করছে!!
এই পোষ্টটা প্রচার পাওয়া উচিৎ
১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৮
কে এম সুমন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩
পদ্মা_েমঘনা বলেছেন: ধন্যবাদ ভাই। চোখের সামনে আমরা কি শুধু দেখেই যাব? আমোদের কি কিছুই করণীয় নেই? এরপরও এই ব্লগের দালালগুলির কি কোন হূশ হবে না?
১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯
কে এম সুমন বলেছেন: কি করে হবে ভাই এটা যে বুবু ও দাদার ব্যাপার।। এখানে কি নাকগলানো যায়??
পরে যদি আবার যুদ্ধাপরাধী বলে চালিয়ে দেয়???
৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৫
অস্তিত্বহীন বলেছেন: এই পোষ্টে তো বালবৈশাখি, পাঠক ৭১, কলাবাগান নামক ভাদা গুলারে দেখা যাবে না।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৫
নিকষ বলেছেন: ভারত থেকে ৩০টির দামে ১৬ ইঞ্জিন কিনছে বাংলাদেশ রেলওয়ে
বাংলাদেশের ৫০ কোটি ডলারের ব্যবসা চলে গেছে ভারতে
বন্ধু রাষ্ট্র বলে কথা ভাই। ভারতের গার্মেন্টসের নূন্যতম মজুরী এখন ৭১ ডলার, আর বাংলাদেশের ৬৯। ৩৯ ডলার থেকে সরাসরি ৬৯ এ নিয়ে আসা হইসে, শুধুমাত্র ইন্ডিয়ারে আরো বেশী কম্পিটিটিভ করার জন্য টেক্সটাইলে।
এরপরেও নাকি তারাই নাকি বাংলাদেশ প্রেমিক।