নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃদ্ধ বাংলাদেশ

লেখালেখি করার ইচ্ছা আমার দীর্ঘ দিনের

কে এম সুমন

দেশের বর্তমান অবস্থায় আমি খুবই চিন্তিত!!

কে এম সুমন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে যে নতুন সরকার গঠিত হলো এটা কি জনগনের নির্বাচিত সরকার??

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৬

বাংলাদেশে যে নতুন সরকার গঠিত হলো এটা কি জনগনের নির্বাচিত সরকার??



যদি নির্বাচিত সরকারই হবে তাহলে দেশের ১৫৩ টি আসনে অর্ধেকের বেশী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারল না কেন??

এছাড়াও বাকি আসনগুলোতে এত কম ভোট পড়ল কেন??

আসলে মহাজোটের শরীকরা পরীকল্পিতভাবে নিজেদের মধ্যে ক্ষমতাকে পাকাপোক্ত করতে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে।।

আমরা জানি নির্বাচন হলেই জয়ী ও পরাজীত দল থাকবে। জয়ীরা যাবে ক্ষমতায় আর পরাজিতরা যাবে বিরোধীদলে। কিন্তু বর্তমান বাংলাদেশেতো যারা ক্ষমতায় তারাই বিরোধীদলে। তাহলে প্রতিদন্দ্বীতা হলো কাদের মাঝে?? এটা কোন ধরনের নির্বাচন?? এটাকেতো নির্বাচন বলা যায় না এটা হচ্ছে মনোনীত সরকার!! এটা হচ্ছে জনগনের ভোটাধিকার কেড়ে নিয়ে নিজেদের মাঝে সমঝোতার মাধ্যমে গঠিত সৈরাচারী সরকার।।

অনেকেই হয়ত বলবেন কেন এ সরকারেতো বিরোধীদল ও বিরোধীদলীয় নেতা আছে ।

এক্ষেত্রে আমি বলব আসলে সব মন্ত্রনালয়তো ভাগবাটোয়ারা করে নেয়া হয়েছে এখন যেহেতু বিরোধীদলীয় নেতার পদটা ফাকা আর সংষদে একজন বিরোধী দলীয় নেতা থাকা প্রয়োজন তাই রওশনকে দিয়ে পুরণ করা আরকি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৫

হাসিব০৭ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ এই দেশে সবই সম্ভব।

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৭

কে এম সুমন বলেছেন: সত্য বলেছেন। আজব দেশ।।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাই এটা হল সংবিধানপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার না।

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৮

কে এম সুমন বলেছেন: জি ভাই সংবিধানপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আর হাসিনা বুবু যা বুঝেন তাই সঠিক সংবিধান!!!

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮

ঢাকাবাসী বলেছেন: এক অসাধারণ প্ল্যান করেছিলেন শে. হাসিনা আর তাতে তিনি সফল। এজন্য তাকে অস্কার বা নোবেল টোবেল দেয়া যেতে পারে!

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ‘গণতন্ত্রের জন্য সব’ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

বিএনপির সঙ্গে সমঝোতা হলে মধ্যবর্তী নির্বাচন দেয়ার ইঙ্গিত দিয়ে শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে যে কোনো পদক্ষেপ নেয়া হবে। তার বক্তব্যে আপনি কি আস্থাবান?

হ্যাঁ - 42% না - 58%

মোট ভোট সংখ্যাঃ 4983 লিংক 5:45PM

কি বুঝলেন?

৯৫% ভোটারকে বাদ রেখে ৫ % এর শতভাগ ভোট পেয়ে নির্ভাচিত প্রধানমন্ত্রীর উপর ৫৮% জনগনের আস্থা নেই।

এর পরও যে বা যারা ঘাউরামি করে ক্ষমতা ধরে রাখে রাখথে চায়- তারা কি??
স্বৈরাচারী নয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.