![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বর্তমান অবস্থায় আমি খুবই চিন্তিত!!
ভারত বাংলাদেশের চির বন্ধু বলে আমাদের দেশের কিছু সংখ্যক লোক অনেক নাচানাচি করে বেড়ায়।। তারা বুঝাতে চায় ভারত বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে।। তারা প্রমাণ করতে চায় ভারত বাংলাদেশের সুবিধার জন্য সবকিছুই করতে প্রস্তুত।।
ভারত আমাদের এমন ভাল বন্ধু যে তারা আজ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট টিমকে এখন পর্যন্ত তাদের দেশে খেলার আমন্ত্রণ জানায়নি অথচ এই বাংলাদেশ অষ্ট্রেলিয়া, আফ্রিকা, পাকিস্থান সহ সকল দেশে খেলে এসেছে।।
এদিকে বাংলাদেশের কোন বেসরকারী টিভি চ্যানেলকে তাদের দেশে প্রচার করার অনুমোদন দেয়নি।।
এছাড়াও তিস্তা পানি বন্টন চুক্তি সহ অনেক চুক্তিই ঝুলে আছে।।।
এ কেমন বন্ধুত্ব??? এ কি শুধুই রাজনৈতিক বন্ধুত্ব নাকি শুধুমাত্র নিজেদের শুবিধার বিষয়গুলোর ক্ষেত্রে ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্ব দেখাচ্ছে???
তুমি আমার বন্ধু ঠিক আছে কিন্তু আমার বাড়িতে বেড়াতে আসার কোন অধিকার তোমার নেই, বুঝলে????
২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫১
কে এম সুমন বলেছেন: হাচা কথা কইছেন ভাই!!!
২| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮
মুদ্দাকির বলেছেন:
ভারত আমাদের বন্ধু নয়।
তারা নিজেদের প্রয়োজনেই আমাদের কে সাময়িক সাহাজ্য করেছিলো যা অনেকেই বন্ধুত্ত্ব ভেবে আজও ভুল করে।
ভারত শুধুই আমাদের প্রতিবেশি ।
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০
কে এম সুমন বলেছেন: জি ঠিক বলেছেন এবং তারা তাদের সেই প্রয়োজন এখনও বিভিন্ন ভাবে মিটিয়ে নিচ্ছে ।। আজ তারা চক্রান্ত করছে বাংলাদেশকে টেস্ট ক্রিকেট থেকে বাদ দেয়ার জন্য।।
এটা কি ধরনের বন্ধুত্ব আমার মাথায় ধরে না!!!!
৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৬
চারশবিশ বলেছেন: ভারত-পাকিস্তান দুইটাই কুত্তার জাত
কুত্তা যেমন সবার সামনে আকাম করে লজ্জা-সরম ছাড়া
ওরাও তাই
৪| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: কংশ মামার নাম শুনেছেন? তেমন!
স্বার্থপর চিনেন? তেমন!
সুবিধাবাদী চিনেন নিশ্চয়ই! তেমনি!
লোভী! নীচুমনের, মোনাফেক, বেঈমান, মীরজাফরী, ধান্ধাবাজ, চিটার, বাটপার, লুটেরা, ছোটলোক, কমজাত, ইতর, বদমায়েশ, আরো যত শব্দ আছে সব তার গলায় মালা করে দিলেও তার সমান হবে না, রুপ প্রকাশ পূর্ণ হবে না।
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১
কে এম সুমন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সব কথা বলতে নেই, বুঝলেন?