![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বর্তমান অবস্থায় আমি খুবই চিন্তিত!!
আমি যতদুর জানি, জামায়াত-শিবির একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল ক্যাডারভিত্তিক ইসলামী দল। এ দলের উপর যত বাধা-বিপত্তি, জুলুম-নির্যাতন আসুক না কেন এ দল এদেশের মাটিতে টিকে থাকবেই এবং আন্দোলনও করে যাবে। ইনশাহ্ আল্লাহ।
বর্তমান সরকার যৌথ বাহিনী দিয়ে যেভাবে চিরুনী অভিযান চালিয়ে নেতা কর্মীদের গ্রেফতার করছে তা নজিরবিহীন। জামায়াতের কোন নেতা-কর্মীই আজ বাড়িতে থাকতে পারছে না। জামায়াতের জায়গায় অন্যকোন দল হলে এতদিনে নিশ্চিহ্ন হয়ে যেত এটা প্রমাণিত । বি.এন.পির প্রথম সারির কিছু নেতা গ্রেফতার করায় তাদের অস্তিত্বই বিলীন হতে বসে, মাঠে কোন নেতা-কমী খুজে পাওয়া যায়নি আন্দোলনতো দুরের কথা।। কিন্তু জামায়াত-শিবিরের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে ৪/৫ স্তরের হাজার হাজার নেতা-কর্মী আজ কারাগারে বন্দী থাকার পরও তারা তাদের স্বাভাবিক সাংগাঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আলোচনা চক্র, পাঠচক্র, কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ এবং সরকার বিরোধী আন্দোলনসহ সকল প্রোগ্রাম সফলভাবে করে যাচ্ছে।
যেহেতু জামায়াত-শিবির একটি সুসংগঠিত গনআন্দোলমুখী একটি সংগঠন তাই বর্তমানে জামায়াতের উচিত জোট থেকে বের হয়ে এসে একক ভাবে আন্দোলন করা। কারন গত পাঁচ বছরে জোটে থেকে জামায়াতের কোন লাভ হয়নি। জামায়াতের প্রতিটি ইস্যুতে জামায়াত-শিবিরকে এককভাবে মাঠে আন্দোলন করতে হয়েছে বি.এন.পি কখনও এগিয়ে আসেনি এমনকি জোট গত আন্দোলনেও জামায়াত-শিবিরই অধিকাংশ সময় মাঠে একাই ছিল। যেমন গত ২৯ ডিসেম্বর "মার্চ ফর ডেমোক্রেসি" এর ডাক দিয়ে বি.এন.পি উধাও হয়ে গিয়েছিল আর জামায়াত-শিবির এককভাবে মিছিল করতে গিয়ে শিবিরের সাথী মনসুর ভাইকে শহীদ হতে হয়েছে।
আর এখন বিগত আন্দোলনের সকল দায়-দায়িত্ব জামায়াত-শিবিরের উপর চাপাচ্ছে সরকার ও হলুদ মিডিয়াগুলো। এমনকি বি.এন.পিরও অনেক নেতা পরোক্ষভাবে জামায়াত-শিবিরের উপর দায় চাপানোর চেষ্টা করেছে।
আমি হলফ করে বলতে পারি জামায়াত-শিবির যদি জোট থেকে বের হয়ে আসে তাহলে বি.এন.পি সারা জীবন চেষ্টা করেও সরকার বিরোধী আন্দোলন জমাতে পারবে না আর আওয়ামী লীগও তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে পারবে সহজেই। আওয়ামী লীগও এটা ভালো করেই জানে বিধায় তারা জামায়াতকে জোট থেকে আলাদা করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক ভাবে উঠে পড়ে লেগেছে।।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২
হৃদয় বাংলাদেশ বলেছেন: জামাত বিএনপি জোট থেকে বেরহলেই জামাতের সব পাপ মোচন হবে-তারপর আওয়ামী জোটে যুক্ত হলে মুক্তি যুদ্ধে সার্টিফিকেট পাবে।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৭
পাঠক১৯৭১ বলেছেন: গত ফেব্রুয়ারী হেকে আজ অবধি দেশের ১১০ বিলিয়ন দলারের সম্পদ ধ্বংস করেছে জামাত শিবির, এর জন্য ৫০০ শতের বেশীর ফাঁসী হবে।
২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮
কে এম সুমন বলেছেন: চোরের মায়ের বড় গলা।। এবার নির্বাচনী হলফনামা প্রকাশের পর বোঝা গিয়েছে সরকারের মন্ত্রী ও নেতা-কর্মীরা কিভাবে দেশটাকেই লুটেপুটে খাচ্ছে!!!!
আগে নিজেদের মধ্যে লুকিয়ে থাকা দেশ ও দেশের সম্পদ ধ্বংস কারীদের ফাসি দিন তারপর অন্যদের ব্যাপারে চিন্তা করিয়েন।।।।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
ভাঙ্গা হৃদয় বলেছেন: জামাত সম্ভবত ফাকিস্তানের একটা অন্গসংস্থান কারন নাম তো একই মনে হয়।
যেমন গত ২৯ ডিসেম্বর "মার্চ ফর ডেমোক্রেসি" এর ডাক দিয়ে বি.এন.পি উধাও হয়ে গিয়েছিল আর জামায়াত-শিবির এককভাবে মিছিল করতে গিয়ে শিবিরের সাথী মনসুর ভাইকে শহীদ হতে হয়েছে।
জীবনেও শুনিনাই মার্চ ফর ডেমোক্রেসিতে মইরা গেলে শহীদ হয়। কুরআনের কোন জিনিস ভুল বানানো মুনাফেকের কাজ। বাকিটা আল্লহ জানেন।
২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৬
কে এম সুমন বলেছেন: আমি এব্যাপারে আপনার সাথে তর্কে যাব না। কারন আপনার বুঝ আপনার নিকট আর আমারটা আমার নিকট।।
শুধু এতটুকু বলব, ১৯৭১ সালে যারা জীবন দিয়েছে (হিন্দু ও মুসলিম উভয়কে) সকলকে শহীদ বলা হয় কেন জানেন নিশ্চয়ই???
রাজীব কিভাবে শহীদ বলবেন কি??
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০২
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: আপনি নিজেই জামাতী বলেই মনে হচ্ছে, লেখার ধাচ তা-ই বলে
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
HHH বলেছেন: আওয়ামীলীগের কথায় জামাতকে বিতারিত করার কোন মানে হয় না।
বিএনপি কি আওয়ামীলীগের কথায় চলবে?
আওয়ামীলীগ যখন বলবে জামাত কে বিএনপির সাথে নিতেই হবে, তখন আমরা জামাতকে ত্যাগ করবো।
২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১
কে এম সুমন বলেছেন: "বিএনপি কি আওয়ামীলীগের কথায় চলবে?"----চলছেতো।।
আওয়ামী লীগ বলল জামায়াত ছাড়া সমাবেশ করতে হবে বিএনপি তাই করল।।
এর আগে বিএনপি বলেছিল এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোন নির্বাচন নয় অথচ এখন আওয়ামী লীগের চাপে উপজেলা নির্বাচনে অংশগ্রহন করার কথা ভবছে।।
আসলে বিএনপি এখন অনেক দুর্বল হয়ে গেছে আর আওয়ামী লীগ তা বুঝতে পেরেছে এজন্যইতো এখন আওয়ামী লীগের অনেক মন্ত্রীই বড় গলায় বলছে এ সরকার ৫ বছরই ক্ষমতায় থাকবে!!!
অথচ নির্বাচনের পুর্বে বলেছিল এটা সংবিধান রক্ষার নির্বাচন, আলোচনার মাধ্যমে মধ্যবর্তী নির্বাচন দেয়া যেতে পারে ইত্যাদি ইত্যাদি।।
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫
শিক্ষানবিস বলেছেন: জামাতের যখন এত ফজীলত, তখন সে কখনো আওয়ামী লীগ আবার কখনো বি এনপির ছাতায় আন্দোলন করে কেন? তারা পৃথকভাবে আন্দোলন করবে। তারা যদি আদর্শবাদি হয়, তাহলে ভোগবাদিদের সাথে কখনো থাকবে না। না লীগ না বিএনপি।
তাদের মনে রাখতে হবে বিএনপি তাদের জন্য কোন ঝুকি নেবে না। তারা হয়ত তাদের ক্ষমতায় যাওয়ার সিড়ি হবে। আমরা জানি, বি এন পির সাথে জোট করায় আজ জামাতের এই অবস্থা।
২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪
কে এম সুমন বলেছেন: বিভিন্ন সময় ভোগবাদিদের সাথে জোট করা জামায়াতের হয়ত কৌশলগত দিক ছিল!! রাসূল করীম সঃ ও হুদায়বিয়ার সন্ধি করেছিল।।
ভোগবাদিদের সাথে জোট করা মানেতো নিজে ভোগবাদি হওয়া নয়??? নিশ্চয়ই জানেন দুর্নীতির অভিযোগে বিএনপির প্রায় সকল মন্ত্রী নেতা কর্মী অভিযুক্ত হয়েছিল কিন্তু জামায়াতের মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ কেউ করতে পারেনি।।।
"তাদের মনে রাখতে হবে বিএনপি তাদের জন্য কোন ঝুকি নেবে না। তারা হয়ত তাদের ক্ষমতায় যাওয়ার সিড়ি হবে। আমরা জানি, বি এন পির সাথে জোট করায় আজ জামাতের এই অবস্থা।"-----আপনার এই অংশের সাথে আমি একমত।।
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪
ভাঙ্গা হৃদয় বলেছেন: ভাই সবাই বলবে আরে আমি সবারটা ধরে বসে থাকব তাতো হয় না। আল্লাহতাআলা আমদের জন্য কোরআন পাঠাইছেন যাতে কোন কনফিউশন না থাকে এজন্য। কে মিছিল মিটিং এ মরল আর কে ব্লগ লেইখা মরল আর কে দেশে গনতন্ত্র কায়েমের জন্য মরল তারে তো শহীদ বইলা মনে করতে পারি না। তইলে তো একত্তরে যত ফাকি মরছে সবাই শহীদ হইব ওদের হিসাবে। কারন ওরা ওদের দেশের জন্য শহীদ হইছে।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯
পাঠক১৯৭১ বলেছেন: জামাতীদের মতবাদ গুহামানবের জীবনের মতবাদ, এরা হত্যাকান্ডকে জিহাদ নাম দিয়ে ক্ষমতা দখলের চেস্টা করছে: লাহোর হত্যাকান্ডের জন্য মওদুদীর ফাঁসির অর্ডার হয়েছিল, তার সেক্রেটারীর ফাঁসীর আদেশ হয়েছিল; বাংলাদেশে হত্যাকান্ড চলানোর জন্য ১৯৭০ সালের ১৬ই ডিসেম্বর জামাতের ৫৫ হাজার মিলিশিয়ার ফাঁসী ঘোষনা করা হয়েছিল সেদিন।
ফাঁসী দিয়ে শুরু হয়েছিল, ফাঁসী দিয়ে শেষ হবে: এ হলো ৬৩ বছরের জামাতের ইতিহাস।