![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বর্তমান অবস্থায় আমি খুবই চিন্তিত!!
বাংলােদেশের মিডিয়া যেন সরকার ও সরকার প্রধানের চামচামি করতেই অভ্যস্ত। সরকার ও সরকার প্রধানের গঠনমূলক সমালোচনা না করে সামান্যতেই যেন প্রধানমন্ত্রীর প্রশংসায় পত্রিকা ভরপুর করতে উঠে পড়ে লেগে যায় কিছু কিছু সাংবাদিক!!!
আজকে কালের কন্ঠে "সাফল্যের পুরোভাগে শেখ হাসিনা" শিরোনামের লেখাটি পড়লেই বুঝা যায়।।
সাফল্যের পুরোভাগে শেখ হাসিনা
নিয়মিতই পত্রিকায় সরকারের তেলমারা এমন রিপোর্ট পাওয়া যায় কিন্তু নারায়নগঞ্জে ৭ খুনের ব্যাপারে প্রধানমন্ত্রীর পদক্ষেপ নিয়ে কালের কন্ঠের আজকের রিপোর্টটি পড়ে এই পোস্ট না দিয়ে পারলাম না।।
৭ খুনের কোন সুনির্দিষ্ট সমাধান এখনো করতে পারেনি কেউ। কে খুন করল? কেন করল? অভিযুক্ত নুর হোসেন এখন কোথায়?? কার কথায় নারায়নগঞ্জে এসব হচ্ছে?? এসব কোন প্রশ্নের উত্তর এখনো জনগন জানতে পারেনি। শুধুমাত্র তিন র্যাব কর্মকর্তাকে বহিষ্কারের আদেশ দেয়া হয়েছে মাত্র এবং আদালতের নির্দেশের পরও এখনো তাদের গ্রেফতার করা হয়নি।
আর আমার শ্রদ্ধেয় লেখক তার লেখায় বলে ফেললেন সাফল্যের পুরোভাগে শেখ হাসিনা, তিনি দেশকে বিচারহীনতার হাত থেকে বের করে এনেছেন ইত্যাদি ইত্যাদি।। যেন প্রশংসার শেষ নেই।।
রিপোর্টারের নিকট আমার প্রশ্ন, কোন গ্রেফতার নয়? কোন শাস্তি নয়? শুধুমাত্র চাকুরী থেকে বহিষ্কারের আদেশ দিলেই কি দেশ বিচারহীনতার হাত থেকে বের হয়ে আসে??
দেশ যদি বিচারহীনতার হাত থেকে বেরই হয়ে থাকবে তাহলে, কেন আজও সাগর-রুনীর হত্যাকারীর নাম আমরা জানতে পারিনি? ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ শতশত নিখোজ ব্যক্তিরা আজ কোথায় আছে? তাদের কে অপহরণ করেছে? জাতী কেন জানতে পারেনি এখনো?? তাছাড়া প্রতিনিয়ত ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের নামে শত শত মানুষকে হত্যা করা হচ্ছে বিনাবিচারে তার কি উত্তর দিবেন?
তিনি বলেছেন যে, হাসিনা দেশে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স মেনে চলছেন, অনেক নেতাকে দুদকের মুখোমুখি দাড় করিয়েছেন ইত্যাদি। তাহলে কেন হাসিনা সরকারে থাকা অবস্থায় যত দুর্নিতী হয়েছে আজ পর্যন্ত তার বিচার হয়নি?? কেন শেয়ার বাজার ধ্বংসকারীরা এখনো ধরা পড়েনি?? ৫ জানুয়ারীর পূর্বে প্রায় প্রতিদিন আওয়ামীলীগের যেসব নেতা কর্মীদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদের কর্তী-কলাপ নিয়ে পত্রিকা ভরে রিপোর্ট বেরিয়েছিল সেসব দুনীতিবাজদের আজ পর্যন্ত গ্রেফতার করে কাঠগড়ায় দাড় করানো হলো না??
শুধুমাত্র জিজ্ঞাসাবাদের নামে ২/৩ জন এম.পিকে দুদকে ডাকলেই কি বিচারহীনতা থেকে দেশ মুক্তি পেয়ে গেল???
তবে যে যাই বলুক আজকের কালের কন্ঠের রিপোর্টটি আমার কাছে মনে হয়েছে সরকারের একপ্রকার চামচামী।। মাননীয় প্রাধানমন্ত্রী হাসিনার প্রশংসা করে তার নজরে নিজেকে উপস্থাপন করে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা মাত্র!!!!
১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৭
কে এম সুমন বলেছেন: সকলকে তাই ভাবা উচিৎ। বিশেষ করে সাংবাদিক ভাইদের।।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৮
আ আ খান বলেছেন: মিডিয়া ও সাংবাদিকদের রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিৎ বলে আমি মনে করি