![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বর্তমান অবস্থায় আমি খুবই চিন্তিত!!
গতকাল বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানা যায় যে, "নারায়নগঞ্জের সাত খুনের দায়ে গ্রেফতারকৃত অবসর প্রাপ্ত র্যাব কর্মকর্তা বর্তমানে রিমান্ডে থাকা অবস্থায় তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সিভিল সার্জনের নিকট অফিসিয়াল চিঠির মাধ্যমে ডাক্তার চান জেলা পুলিশ সুপার।"
সিভিল সার্জন রিমান্ডে থাকা অভিযুক্ত ব্যক্তিকে নিয়মিত ডাক্তার দিতে অস্বীকৃতি জানান।
জনাব পুলিশ সুপারের নিকট ডাক্তার চাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি অনেক সুন্দর করে আইনের ব্যাখ্যা দিয়ে দেন।
তিনি বলেন, "রিমান্ডে থাকা ব্যক্তিদের থাকা, খাওয়া, চিকিৎসা ইত্যাদি মানবিয় বিষয়গুলি সঠিকভাবে পর্যবেক্ষন করা আমাদের নিয়মের মধ্যে পড়ে কারন তাদেরকে আদালতে সুস্থ শরীরে হাজির করতে হবে। আদালত যেভাবে আমাদের নিকট দিয়েছে সেভাবেই আদালতকে বুজিয়ে দিতে হবে তাই।"
যদি তাই হয় যে রিমান্ডে নিয়ে আসামীকে জামাই আদর করে জিজ্ঞাসা করতে হয় তাহলে বিরোধী দলের নেতা-কর্মীকে রিমান্ডে নিলে তাদেরকে অসুস্থ ও পঙ্গু করে হুইল চেয়ারে বসিয়ে আদালতে হাজির করা হয় কেন???
তখন এসব আইনের কথা কোথায় থাকে??
সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে, "সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।"
তাহলে র্যাব কর্মকর্তা (যদিও হত্যাকান্ডের অভিযোগে গ্রেফতার) রিমান্ডে থাকা অবস্থায় জামাই আদর পেলে ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলওয়ার হোসেন ভাই (ইসলামী আন্দোলন করার কারনে গ্রেফতার) কেন সে সুযোগ পেল না???
যাকে পুলিশ সম্পুর্ন সুস্থ অবস্থায় গ্রেফতার করেছে কিন্তু রিমান্ডের পর সকলে ধরে অথবা কখনও হুইল চেয়ারে বসিয়ে আদালতে হাজির করেছে কেন??
রিমান্ডে নেয়ার আগে....
রিমান্ডে নেয়ার পরে......
আদালত তাকেতো সুস্থ অবস্থায় রিমান্ডে দিয়েছিল কিন্তু পুলিশ তাকে কেন সুস্থ অবস্থায় আদালতে হাজির করতে পারল না???
নারায়নগঞ্জের পুলিশ সুপারের কথা অনুসারে কি দেলওয়ার ভাইয়ের ক্ষেত্রে আইনের লঙ্ঘন হয়নি???
আর যদি হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে জবাবদিহিতা করা হলো না কেন??
বাংলাদেশের সকল নাগরিকের জন্য যদি একই আইন হয়ে থাকে তাহলে র্যাব কর্মকর্তা ও শিবিরের নেতা-কর্মীদের ক্ষেত্রে এত পার্থক্য হবে কেন??
হত্যার অভিযোগে গ্রেফতার র্যাব কর্মকর্তা এদেশের নাগরিক আর ছাত্রশিবিরের নেতা-কর্মীরা কি এদেশের নাগরিক নয়???
তাহলে কেন এত বৈষম্য??
২০ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৫
কে এম সুমন বলেছেন: অবশ্যই আল্লাহ সর্বত্তোম বিচারক। আর দুনিয়ার ন্যায়বিচার বঞ্চিত মানুষদের ন্যায় বিচার পাইয়ে দেয়ার জন্যইতো কাল কেয়ামতে বিচারের ব্যবস্থা আল্লাহ রেখেছেন যার বিচারক হবেন স্বয়ং আল্লাহ।।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৪ বিকাল ৩:৩০
ভুয়া প্রেমিক বলেছেন: আল্লাহ সর্বত্তোম বিচারক