![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বর্তমান অবস্থায় আমি খুবই চিন্তিত!!
আহলান সাহলান মাহে রমাদান। বছর ঘুরে আবার আমাদের মাঝে চলে আসল জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি লাভের সুবর্ন সুযোগ নিয়ে পবিত্র আল-কোরআন নাযিলের মাস রমযান মাস।
গত রমযানে আমাদের সাথে রোজা রেখেছিলেন এমন অনেকেই আজ চলে গেছে অনন্ত কালের দিকে। আবার এই রমযানে আমরা যারা রোজা রাখতে পারব তাদের অনেকেই হয়ত আগামী রমযানে থাকব না। তাই আসুন আমরা সকলে এই রমযান মাসকে আমাদের সমস্ত গুনাহ্ মাফের শেষ সুযোগ মনে করে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই।
সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাড়াই। আল্লাহর দেয়া বিধান আল-কোরআনের পথে ফিরে আসি। ন্যায় কাজের আদেশ ও অন্যায় কাজের নিষেধ করতে শিখি।
সমাজ ও রাষ্ট্রের ইসলাম বিরোধী সকল কাজের বিরুদ্ধে একত্রে রুখে দাড়াই।
২| ২৯ শে জুন, ২০১৪ বিকাল ৪:৪৫
রাহুল বলেছেন: আমিন!!!!!
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৪ বিকাল ৪:১৬
রাজীব নুর বলেছেন: বছর ঘুরে আমাদের মাঝে
আবার এলোরে রমজান
পাপের ভুবন ছেরে শুদ্ধ হয়ে
জোগাও আখেরাতের সামান।...