![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বর্তমান অবস্থায় আমি খুবই চিন্তিত!!
বর্তমান সরকারের নিকট ৫ জানুয়ারী নির্বাচন সহ অনেক প্রশ্নবিদ্ধ বিষয় সম্পর্কে জানতে চাইলে তারা কথায় কথায় বাংলাদেশ সংবিধানের দোহাই দেন যদিও এ সংবিধান তাদের দাড়াই পরিবর্তিত।।
আমাদের সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে, "সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।"
এখন আমার প্রশ্ন হল বাংলাদেশের সকল নাগরিক কি এই অধিকার সমান ভাবে ভোগ করতে পারছে???
পারছে না।। এদেশের আইন এখন দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। সরকারী দলের নেতাকর্মী, তাদের আত্মীয়-স্বজন ও চামচাদের জন্য একরকম আর বিরোধীদলের নেতা-কর্মীদের জন্য আরেক রকম। কেন এই ভীন্নতা??? এতে কি সংবিধান লঙ্ঘিত হচ্ছে না???
কয়েক মাস পুর্বেই নারায়নগঞ্জের সাত খুনের সাথে জড়িত র্যাব কর্মকর্তাদের রিমান্ডে নেয়া অবস্থায় সেখানকার পুলিশ সুপার তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিভিল সার্জনের নিকট ডাক্তার চেয়েছিল এবং সার্জন তা দিতে অস্বীকৃতি জানিয়েছিল যা মিডিয়ায় অনেক আলোচিত ছিল।
সেই সময় সংশ্লিষ্ট পুলিশ সুপারকে যখন মিডিয়াকর্মীরা প্রশ্ন করেছিল কেন রিমান্ডে থাকা অবস্থায় ডাক্তার চাওয়া হল তখন তিনি বলেছিলেন, "আসামীদের স্বাস্থ্য ঠিক আছে কিনা তা দেখা আমাদের কর্তব্য এবং আদালত আমাদের হাতে যে অবস্থায় আসামী তুলে দিয়েছে ঠিক সেই অবস্থায় তাদেরকে আদালতে হাজির করতে হবে।"
যদি এটি আইনের কথা হয়ে থাকে তাহলে শিবিরের সাবেক দুই সভাপতি জনাব মু. দেলোওয়ার হোসেন ও ড. শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ক্ষেত্রে এর ব্যতিক্রম হলো কেন???
সমস্ত বাংলাদেশ দেখেছে তাদেরকে সুস্থ্য অবস্থায় পায়ে হেটে আদালতে তোলা হচ্ছে অথচ রিমান্ড শেষে ৪/৫ জন কোলে নিয়ে আদালতে হাজির হচ্ছে কেন??
এটা কি আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন নয়??
যারা এতদিন শুধু সংবিধান সংবিধান বলে চিল্লাইতো তারা আজ কোথায়???
এদের বিচার কি কখনো হবে না?? মাসুদ ভাইয়েরা কি এই অন্যায়ের ন্যায় বিচার কোনদিন পাবে না???
আল্লাহ তুমি এই সকল দ্বীনি মুজাহিদ ভাইদের রক্ষা করো।।। আমীন।।
©somewhere in net ltd.