![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বর্তমান অবস্থায় আমি খুবই চিন্তিত!!
বাংলাদেশে যা ঘটে তার সবকিছুর পিছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে এতেও তার কোন ব্যতিক্রম ঘটেছে বলে আমার মনে হয় না। কারন পত্রিকা পড়ে যেটা জানা যায় তা হল, শিমুল বিশ্বাস প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানিয়েছিল যে বেগম জিয়া অসুস্থ তাই তিনি সুস্থ হলে প্রধানমন্ত্রীকে জানানো হবে তখন তিনি আসবেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বেগম জিয়ার সুস্থতার অপেক্ষা না করেই গাড়িবহর নিয়ে চলে আসলেন!!!
আমি গতকাল খবর দেখেই বুঝতে পেরেছিলাম যে আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন বড় গলায় বলে বেড়াবে বিএনপি শিষ্টাচার বহির্ভূত কাজ করেছে। প্রধানমন্ত্রীর মত একজন সম্মানিত ব্যক্তিকে তারা অবজ্ঞা করেছে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ প্রচার মাধ্যমে এটাই হবে তাদের একমাত্র বুলি মানে ইস্যুও বলতে পারেন। মিডিয়া গরম থাকবে এই খবর নিয়ে। ঠিক তাই সকালবেলা নেটে বসেই দেখি সেই খবরে মিডিয়া গরম।
প্রথম আলোতে লিখেছে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে কেউ গেটে ছিলেন না। আমার প্রশ্ন এটা কি কোন বিয়ের আসর ছিল নাকি প্রধানমন্ত্রীর কোন দলীয় প্রোগ্রাম ছিল যে বিএনপির নেতা-কর্মী শোকার্ত নেত্রীর পাশে না থেকে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য গোলাপ-রজনীগন্ধা নিয়ে গেটে দাড়িয়ে থাকবে?? যে কিনা কয়েক ঘন্টা পুর্বেই বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসী-জঙ্গী ইত্যাদি অনেক অপবাদ দিয়ে বক্তব্য দিলেন!!
আর দেখা হলে তিনি কিইবা সান্তনা দিতেন বেগম জিয়াকে??? যে নিজেই তাকে দির্ঘদিন অবরুদ্ধ করে রেখেছিল। শুধু তাই নয় বিভিন্ন রাজনৈতিক মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে।
তিনি এসেছিলেন বেগম জিয়ার ছোট ছেলের মৃত্যুতে শোক জানাতে সান্তনা দিতে অথচ তার সরকারই সেই বেগম জিয়ার বড় ছেলের বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে বিচারের নামে ফাসি দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে!!!
হায়রে রাজনীতি!!! হায়রে বাংলাদেশ!!! যেখানে সবকিছুই সম্ভব!!!
২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১১
কে এম সুমন বলেছেন: দেখা হলে তিনি কিইবা সান্তনা দিতেন বেগম জিয়াকে??? যে নিজেই তাকে দির্ঘদিন অবরুদ্ধ করে রেখেছিল। শুধু তাই নয় বিভিন্ন রাজনৈতিক মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে।
তিনি এসেছিলেন বেগম জিয়ার ছোট ছেলের মৃত্যুতে শোক জানাতে সান্তনা দিতে অথচ তার সরকারই সেই বেগম জিয়ার বড় ছেলের বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে বিচারের নামে ফাসি দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে!!!
এক ছেলের মৃত্যুতে তিনি শোক জানাতে গিয়েছেন আর অন্য ছেলেকে মারার জন্য উঠেপরে লেগেছেন।।
জুতা মেরে গরু দানে আরকি!!
২| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৯
ফাহীম দেওয়ান বলেছেন: এখানে রাজনীতি না মিলালেই কি হয়না ????
আর তাই যদি হয় তবে একঘন্টা আগে থেকে যে বলা হচ্ছিলো তিনি আসবেন, তাকে না করে দিলেই তো হতো।
ভাই............সমর্থন করলে যে দলের সব কিছুকেই সমর্থন দিতে হবে তা কিন্তু অন্ধত্ত ছাড়া আর কিছু না......।
২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৭
কে এম সুমন বলেছেন: ৭.১০ এ কিন্তু এক প্রকার নিষেধই করা হয়েছিল বলে আমার মনে হয়।। তরে আপনার সাথে ভিন্নমত পোষণ করব না প্রধানমন্ত্রী যেহেতু এসেই পড়েছিলেন সুতরাং গেটটা খুলে দেয়া উচিত ছিল।। গত রাতে আমি মন্তব্য করেছিলাম যে বিএনপি এ কাজ করে আওয়ামী লীগের হাতে আর একটি রাজনৈতিক হাতিয়ার তুলে দিল।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৫
হাসান কালবৈশাখী বলেছেন: সবাইকে তাক লাগিয়ে ঘুমের ইঞ্জেকশন দেওয়ার দুই ঘন্টার ভিতরই ম্যাডামের ঘুম ভেঙ্গে ডাকছেন শিমুলকে
কি অবস্তা? হে এখন কই?
শিমুল - গ্যাছেগা। ঢুকতেই দেইনাই। আর কুন সমস্যা নাই।
খালেদা - যা করছস করছসই, তাইলে এহন হ্যারে ধন্যবাদ বার্তা পাঠা।
একটুপর মিডিয়া স্ক্রলে -
"প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন খালেদা জিয়া"
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অন্ধ সমর্থন আর গোয়ার্তূমী দিয়ে সব হালাল করা যায়না।
দেশের প্রধানমন্ত্রীর যথার্থ সম্মান জানাতে যারা অক্ষম তারা
দেশের জন্য কী করতে পারবে তা বুঝতে জ্ঞানী হতে হয়না।
মৃত্যুৃশোকে সমবেদনা জানাতে যেখানে দেশের প্রধানমন্ত্রী
বাধাগ্রস্থ হন সেখানে সাধারণ মানুষ কী আশা করতে পারে।
২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৪
কে এম সুমন বলেছেন: স্বাধীন গনতান্ত্রিক দেশে যেখানে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নিজের ঘর থেকে বের হতেই বাধাগ্রস্থ হতে পারেন সেখানে এ আর তেমন কি??? আর যারা এটা করতে পারেন তাদের দিয়ে যদি দেশ চলতে পারে তাহলে অন্যদের দিয়ে কেন নয়??
এটা বাংলাদেশ এখানে সবই সম্ভব!!! চোর-ডাকাত, ছিনতাই কারী, চাদাবাজ, মাদক ব্যবসায়ীরা যে দেশে মন্ত্রী-মিনিষ্টার বা আইন প্রনেতা হতে পারে সেদেশে অসম্ভব বলে কি কিছু আছে??
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫২
ডেড আকাশ বলেছেন: হাসিনার ভণ্ডামির মুখোশ খুলে গেছে, যারা বুঝেও না বোঝার ভান করে তাদের নামই হাম্বা লিগ
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩
জেকলেট বলেছেন: এখানে দুই দল ই রাজনীতি করতেছে মনে হয়। শুধু খালেদা ছাড়া। উনার এখন যে অবষ্থা তারপর ও উনি যদি এইটা করতে পারেন উনি কনফার্ম সুপার ওমেন।
তবে যারা আওয়ামিলীগকে সাপোর্ট করছেন তাদেরকে বলতে চাই।
১। যেহেতু ১৫ মিনিট আগে বিএনপি জানাইছে তাহলে প্রধানমন্ত্রী না গিয়ে ফনে কথা বলতে পারতেন। রাজনীতির উপরে উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। যেখানে গেলে উনার প্রাপ্য প্রটকল/সম্মান না পাবার সম্ভাবনা থাকে উনার না জাওয়াটাই উত্তম।
২। আপনারা যে বলছেন মায়ের মন নিয়ে গিয়েছেন তাহলে ও কিছু কথা থাকে।
উনার পজিসন থেকে কি উনি এইটা করতে পারেন? উনি কিন্ত কল করে কথা বলতে পারতেন। আর এত তারাহুড়ো না করে আজকে বা আরাফাতের লাশ আসারপর আসতে পারতেন।
আর কিছু বলার ছিল আর এই গুলো ভালো লাগেনা। কবে যে এই রাহাজানি/ মারামার থেকে মুক্তি পাবো???
২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৯
কে এম সুমন বলেছেন: এত তারাহুড়ো না করে আজকে বা আরাফাতের লাশ আসারপর আসতে পারতেন।
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৩
দধীচি বলেছেন: হাসিনার নাটক দেখতে পয়সা লাগে না, ফ্রিতেই দেখায়
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫০
ফাহীম দেওয়ান বলেছেন: নির্লজ্জ তেল বাজী না করে বলেন......একজন প্রধানমন্ত্রী না হয়ে একজন সাধারন মানুষ হিসেবে কোন সন্তান হারা মাকে দেখতে গেলে.........গেট বন্ধ করে রাখতে হয় কিনা ???? আর বেগম জিয়া কি একাই ছিলেন বাড়িতে যে গেট খুলে দেয়ার কেউ ছিলনা ???
বেগম জিয়া অসুস্থ, ঘুমাচ্ছেন.........তার ঘুম কখন ভাংবে যে তিনি জেগে গেলেই প্রধান মন্ত্রী কে আপ্যায়ন করার মতো শক্ত হয়ে উঠবেন ??? লোক দেখানো হোক আর রাজনৈতিক স্ট্যান্ট বাজীও যদি হয়......তবুও তার সাথে এমন ব্যাবহার করা অভদ্র চিত আচরন ই..................।