![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বর্তমান অবস্থায় আমি খুবই চিন্তিত!!
কয়েকদিন আগেই আমার ছোট ভাই মামুন বলছিল ভাই দেখিস আর কয়েকদিন পর অর্থাৎ ফেব্রুয়ারী মাসে গণজাগরন মঞ্চের ভন্ডামী বসে যাবে। কেমনে বুঝলি জিজ্ঞেস করতেই বলল বইমেলাতে আগতদের তাদের লোক বলে প্রচার করে বলবে দেশের মানুষের মধ্যে আজ গণজোয়ার উঠেছে কামরুজ্জামানের ফাঁসির দাবিতে।
তাই "ফেব্রুয়ারীতে শুরু হতে যাচ্ছে গণজাগরনের টাকার রাজনীতি" শিরোনামে একটা পোস্ট দিব ভাবছিলাম কিন্তু তা পোস্ট করার আগেই আজ সকালে টিভির স্ক্রলে দেখতে পেলাম আগামী ৫ ফেব্রুয়ারী থেকে গণজাগরণের গণঅবস্থান কর্মসূচীর সংবাদ। ছোট ভাই বলল ভাই দেখ আমার কথা সত্যি হল।। আমিও বললাম ঠিকতো! তুই দেখি একদম জ্যোতিসী হয়ে গেলি??
প্রতি বছর ফেব্রুয়ারী ১ তারিখ থেকে শুরু হয় বাংলাদেশের বই প্রেমী মানুষের প্রানের বইমেলা। যেখানে শুধু বইপ্রেমী মানুষের আনাগোনা। গত বছর থেকে এই সুন্দর পরিচ্ছন্ন মেলাটিকে রাজনৈতিক দুর্গন্ধযুক্ত করছে একটি মহল। তা হল ইমরান এইডস এর গণজাগরন মঞ্চ!! সারা বছর যে আন্দোলন হালে পানি পায় না, অনেক চিল্লা-পাল্লা করে ৫০ জন মানুষ একজোট করতে পারে না সে আন্দোলন বইমেলাতে আগত বইপ্রেমী দর্শনাথীদেরকে পুজি করে হলুদ মিডিয়ার মাধ্যমে টাকা-পয়সা, নারী, ভোগবিলাস, বিরানী, জৈবিক চাহিদা থেকে শুরু করে রাজনৈতিক উদ্দেশ্য পর্যন্ত হাসিল করার চেষ্টা করছে। তারা বইমেলার বইপ্রেমীদেরকে মিডিয়ার মাধ্যমে প্রচার করে বোঝাতে চায় যে দেশের অধিকাংশ মানুষ তাদের পক্ষে। কিন্তু তাদেরকে বলব এক গোলাম আজম এর জানাযায় যে পরিমান লোক জমায়েত হয়েছিল সারা মাসের বইমেলার সমস্ত পক্ষ-নিরপেক্ষ দর্শনার্থীদের মিলিয়ে এত লোক জমায়েত করতে পারবে না।। অন্যান্যদের কথা আর নাইবা বললাম।।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৯
কানাই স্যার বলেছেন: . ওটা জানাযা ছিল না সেটা ছিল রাজাকারদের শো ডাউন তাই পুরা ৩% কেই জড় করেছিল
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২২
হাসান কালবৈশাখী বলেছেন:
রাজাকার গোলাম আযমের জানাযায় লক্ষাধিক কোন ব্যাপার হতে পারেনা।
এটা নিয়ে লাফানোর কিছু নেই
গুলিস্তান বাইতুলমোকাররম এলাকায় ফুটপাতেই প্রতিদিনই পাওয়া যায় একলাখের উপরে পথচারি-হকার মিলিয়ে।
রাজাকার গোলাম আযমের জানাযায় কোন ভদ্রলোক যায় নি।
নাম পরিচয় দেয়ার মত কোন উল্লেখযোগ্য বিশিষ্ট লোকও যায় নি।
নেতা ফেতা তো দুরের কথা, এলাকায় বসবাসরত আসেপাশের কোন ভদ্রলোকও যায় নি।
যারা গেছে তারা সবাই জামাত কর্মি বা জামাত নিয়ন্ত্রিত প্রতিষ্টানের বা কারখানা কর্মচারি।
তারা না গেলে বেতন বন্ধ হয়ে যেত।
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০০
কে এম সুমন বলেছেন: যারা মন্তব্য করেছেন তাদের কথা যদি সত্য ধরেও নেই যে তিন দিনে জামায়াত তাদের সমস্ত নেতা-কর্মী ও সমর্থকদের (যদিও কথাটি সত্য নয়) গোলাম আজমে জানাযায় উপস্থিত করার কারনে এত লোক হয়েছে আর তা যদি ৩% হয়ে থাকে তাহলেতো শাহাবাগীদের পরিমান ১% ও হবে না।
গত ফেব্রুয়ারীর মহাসমাবেশে সারা মাস লাফা-লাফি, ঝাপা-ঝাপি করে, খিচুরী-বিরানী খাইয়ে, টাকা-পয়সা ছিটিয়ে, পুলিশী পাহারায় থেকে, সমস্ত মিডিয়ায় প্রচারনা চালিয়ে এবং বইমেলায় আগত দর্শনার্থীদের ব্যবহার করেওতো গোলাম আজমের জানাযায় উপস্থিত লোকের সমপরিমান লোককে উপিস্থিত করতে পারে নি।।
তারাই নাকি আবার ১৬ কোটি মানুষের প্রতিনিধি বলে দাবি করে????? তাদের সমর্থন দেখেছিতো গত ফেব্রুয়ারীর পরবর্তী ১১ মাস।। ৫০-১০০ জনের বেশি উপস্থিত করতে পেরেছে বলেতো মনে হয় না!!!
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩২
মনজুর আহােমদ সুমন বলেছেন: বড়ই চুলকাইন্ন্যা পোষ্ট, লেখক ভাইজানের চুলকানি উটছে তো.... তাই আজাইরা ক্যাচাইল্যা লেহা লেইহা ফাবলিকেরে ভাইরাছ ছরাইতাছে..... তয়.... ,
= রাজাকার গোলাম আযমের জানাযায় সারা দেশের রাজাকার দের উত্তরশূরীদের জোগার করেছিল ৪-৫ দিন ধরে....... হি ..হি..হি.. কতা সইত্য...
= ওটা জানাযা ছিল না সেটা ছিল রাজাকারদের শো ডাউন তাই পুরা ৩% কেই জড় করেছিল..... হি .. হি.. হাচা কতা.
= রাজাকার গোলাম আযমের জানাযায় কোন ভদ্রলোক যায় নি
= যারা গেছে তারা সবাই জামাত কর্মি বা জামাত নিয়ন্ত্রিত প্রতিষ্টানের বা কারখানা কর্মচারি। তারা না গেলে বেতন বন্ধ হয়ে যেত... হাচা কইতাছি এক্কেবারে খাটি কতা...
লেহক ভাই.... আন্নে বাজার থেইক্ক্যা হারপিক মার্কা ব্রাশ আনেন না কেরে... জলদি জান.. আফনের জিহব্বাডা ..ও থুক্কু.. পিঠ টা ভালামতো ঘইষ্যা লন... তয় আর চুলকানি মার্কা লেহা লেকবেন না।
২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৬
কে এম সুমন বলেছেন: ভাই আপনাদের যে এত চুলকানী তাতো আগে জানতাম না??? জানলে কি আর এমন পোস্ট দিতাম??? আমারই ভুল হয়েছে কারন আপনাদের চুলকানী যে থাকাটা স্বাভাবিক এটা প্রায় ভুলেই গেছিলাম!!! আর উচিৎ কথায় যে এত তাড়াতাড়ি চুলকানী ভাইস্যা উঠবে তাও বুঝতে পারিনি?????
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৪
কলাবাগান১ বলেছেন: বুদ্ধিমান লোকজন দের কে কখনও দেখেছেন মিটিং মিছিলে বা পলিটিক্যাল জানাযায় যেতে????
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শাহাবাগ জাহান্নামে যাক, আপনি কি গোলাম মিয়ার সমর্থক শ্রেনীর কেউ?
আপনার কি ধারনা গোলাম আজমের ঐ জানাযায় দেশের সাধারন মানুষ অংশ নিছে? আপনি কি জানেন বাংলাদেশ সম্প্রতি ছাগল উৎপাদনে যে সেরা হইছে? সমস্ত ছাগল উৎপাদনকারী তাদের ঐ শোকের দিনে অবশ্যই একত্রিত হতেই পারে।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩১
কলাবাগান১ বলেছেন: রাজাকার গোলাম আযমের জানাযায় সারা দেশের রাজাকার দের উত্তরশূরীদের জোগার করেছিল ৪-৫ দিন ধরে.......। জামাতি রাজাকার রা দেশের ৩% ভোট পায় (যেমন জার্মানীর ডানপন্হী হিটলার সমর্থক দল)... ১৭ কোটির ৩% সবাই কে জড় করলে এমন বড় জানাযা তো হবেই ...... ওটা জানাযা ছিল না সেটা ছিল রাজাকারদের শো ডাউন তাই পুরা ৩% কেই জড় করেছিল