![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বর্তমান অবস্থায় আমি খুবই চিন্তিত!!
ঘুন পোকা চেনেন নিশ্চয়ই সকলে?? একটি শক্তপোক্ত (টিনের বা খড়ের ঘর) ঘরের খুটিতে যখন ঘুন পোকা ধরে তখন সেই ঘরের অস্তিত্ব আর বেশি দিন টিকে না। যেকোন দিন ধ্বসে যাওয়ার সম্ভাবনা থাকে। ভারতীয় ও পাশ্চাত্য সংস্কৃতি এই দেশের বাঙ্গালীদের নিজস্ব সংস্কৃতিকে ঠিক যেন ঘুন পোকার মত খাওয়া শুরু করেছে। পোশাক-আশাকের পর আজ যখন কোমলমতি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের নিত্য প্রয়োজনীয় ও ব্যবহৃত শিক্ষা উপকরন সমুহে সেই সংস্কৃতির প্রভাব পরে তখন কি আর বুঝতে বাকি থাকে যে এ সমাজকে তথা শিক্ষা ব্যবস্থাকে ঘুন খেয়ে ফেলেছে?? এখন শুধূ জাতী ধ্বসে যাওয়ার অপেক্ষা!! ছবিতে যে খাতা দেখছেন এটিকে আমরা ইউনিভার্সিটি খাতা হিসাবে চিনতাম এবং কভার পেজে তাই লেখা ছিল। আজ সেটি পাখি বা কিরণমালায় রুপান্তরিত হয়েছে। দোকানদারকে যখন বললাম ভাই এ নাম ছাড়া খাতা বিক্রি করা যায় না তখন তিনি বলেন ছাত্র-ছাত্রীরা এগুলোই বেশি চায়।।
অর্থাৎ ঘুন পোকা সদৃশ এসব বিদেশী সংস্কৃতির বিরুদ্ধে দ্রুত কোন পদক্ষেপ গ্রহন না করলে জাতী এক কঠিন অন্ধকারে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমার বিশ্বাস।
২| ২৮ শে মে, ২০১৫ দুপুর ২:১৫
স্বপ্নাতুর পুরব বলেছেন: যথার্থ বলেছেন লেখক ।
৩০ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৫
কে এম সুমন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৫ দুপুর ১:৪৫
মিঠু জাকীর বলেছেন: সত্যিই তো ।