নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

উত্তর জানি না

২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৪

কেউ যখন আমাকে প্রশ্ন করে, জীবনে কী করেছ? আমি সত্যি নিরুত্তর হই। কিছু বলতে পারি না, মনে মনে অনেক কথা বললেও মুখে বলার মতো কিছু নেই কারণ আমি তেমন কিছু করতে পারিনি। না পারার কারণ, আমি খালি কলমে কালি ভরেছিলাম। লেখা পড়া করিনি। কোনো দক্ষতা নেই। ভাটিতে ভাসা ভেলার মত ভেসেছি এতকাল। এখন হুশ হয়েছে কিন্তু তালা সামালা দিতে পারছি না।
নিরালায় একলা হলে, মনে ভাব আবির্ভাব হয়, আমি বাড়ি ফিরে যাব। আমিও মনে মনে তৈরী হই। কিন্তু আমি আর দেশে যেতে চাই না। দেশে সম্পদ থাকলেও তা আমার জন্য বিপদ। তাইলে মন কোন বাড়ি যেতে চায়? বুক ভরে দীর্ঘশ্বাস টানার পর মন বলে, কবরের ভিতরেই তো আসল বাড়ি।

আজ একজনে প্রশ্ন করেছিলেন, উত্তর দিতে পারিনি কারণ আমি অদক্ষ লেখক। লেখক হতে চাইলেও আমি লেখক হতে পারিনি।

সবার মঙ্গল হোক।

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:



আপনার লেখা মানুষ পড়ুক, আপনার চেস্টা মানুষ বুঝুক, এই কামনা রলো।

২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

আপনরা মঙ্গল হোক।

২| ২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

কানিজ রিনা বলেছেন: ভাল লাগল নিজের অনুভুতি প্রকাশ করেছেন।
কিছু ভাবনা এমনই হয়। হয়ত অনেক কিছুই
করতে পারতাম কিন্তু কিছুই করিনাই জীবেনর
ভুলগুল মনের খাতা থেকে তুলে এনে কাগজের খাতায় তুলতে যেয়েও তুলতে পারিনা। কিছু সুখ অনেক দুঃখের মাঝে অনুভব হয়না।
ফিরে যেতে গ্রামের ডানপিটে মেয়ে দৌড়িয়ে
না বেড়িয়ে হেটে হেটে পথগুল স্মৃতি চারন
করব। পুকুর ঘাটে বসে সাঁতার কাটার ঢেউ
তোলার তরঙ্গ অনুভব করব। গড়াই নদীর
পাড়ে প্রেমীকের সাথে জোছনা রাতের চাঁদের
আলোয় বালু চিকচিক চরে বসে কাটাতাম।
সেথায় নাহয় দিনের আলোয় একটু বসে থাকব
হয়ত পারব। যেখানে শাপলা শালুক বিলে ঝিলে রঙিন ফুলের মেলায় ভরা সে আমার
সোনার বাংলার একটি গ্রাম যেখানে পদচরন
ছিল রবীঠাকুর লালন মীরমোশারফ।

জীবনের বৃত্তটা শিশু থেকে শুরু ঘুরতে ঘুরতে
বৃত্তের শেষে এসে আবার শিশু বুড়ো শিশু।
সুর্যটা পুব আকাশে লাল হয়ে উঠে আবার লাল হয়ে ডুবে। তাইত ভাবি কারো জন্য কিছু
করতে পেরেছি কিনা কারো কাছে কি পেলাম
ভাবি না। এই দেখেন নিজের অনুভুতি আপনার
লেখায় অভিব্যক্ত রাখলাম। শুভকামনা।

২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অন্তত অন্যের অমঙ্গল না করে মঙ্গল কামনা অনেক পূণ্যের কাজ। অন্যেক বিরক্ত না করে নিজের বিষয়ে ভাবুকরা ভাবেন। আমি বিশ্বাস করি আপনি ভাবিনী।

আপনার মঙ্গল কামনা করি।

(সত্যি বলি, অত্যাধুনিক কবিতা লিখেছেন)

৩| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩২

ধ্রুবক আলো বলেছেন: আমাকেও যখন কেউ জিজ্ঞেস করে যে জীবনে কি করেছো আমিও তখন নীরব হয়ে যাই।
কি আর বলা যায়। আমি তো একটা অপদার্থ।

২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি একটা দলা বানাব। আমার দলে সকল বর্থরা থাকবে।

আপনি কেমন আছেন?

৪| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৫

ওমেরা বলেছেন: নানাজান এত হতাশ কেন ? দুনিয়ার সফলতাই আসল সফলতা নয় , আখিরাতের সফলতাই আসল ! নিশ্চয় আখিরাতে আল্লাহ আপনাকে সফলতা দান করবেন ।

কেমন আছেন নানাজান ?

২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিন।
আমি হতাশ নয় নানাভাই, কৃতকর্মের জন্য চিন্তিত।
আমি ভালো আছি, তোমার খবর কী?

৫| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৫

ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ ! আমি ও ভাল আছি নানাজান ।

২৪ শে জুলাই, ২০১৭ রাত ১:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দোয়া করি শান্তি স্বস্তি এবং নিরাপত্তার সাথে থাকো।

৬| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৪

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক ,




মানুষের জীবনের অনেক প্রশ্নের উত্তর মানুষ নিজেই জানেনা ........

২৪ শে জুলাই, ২০১৭ রাত ১:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি।

৭| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ২:১৬

উম্মে সায়মা বলেছেন: এত হতাশ হবেননা আব্দুলহাক ভাই। দোয়া করি আল্লাহ আপনার মনে শান্তি দিক। ভালো থাকুন।

২৪ শে জুলাই, ২০১৭ রাত ২:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আসলে হতাশ নয়। অনেকে অনেক জাতের প্রশ্ন করে। ওরা আসলে সত্যাসত্য জানে না। আমি কী করেছি বা কী করছি অথবা কেন করছি ওরা জানে না এবং আমিও বিশ্লেষণ করতে পারব না। তবে অদ্য আমি সত্যি বাড়ি নিয়ে ভাবি।

মুত্যুর জন্য প্রস্তুত থাকতে চাই, এই দোয়া করবেন।

যারা আমাকে প্রশ্ন করে আমি কী করেছি ওরা চিন্তাও করতে পারে না আমি কী করেছি।
আপনাদের সাথে মিলেমিশে ব্লগিং করে আমি অসম্ভব সম্ভব করেছি।

আপনার জন্য শুভকামনা।
দোয়া কাম্য।
সবার মঙ্গল হোক।

৮| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ২:৪৩

উম্মে সায়মা বলেছেন: লোকে কি বলল কি ভাবল তা নিয়ে মাথা না ঘামানোই ভালো। নিজের সন্তুষ্টিই বড়।
মৃত্যুর জন্য আমাদের সবসময়ই প্রস্তুত থাকা উচিৎ।
আপনার জন্য মন থেকে দোয়া রইল।

২৪ শে জুলাই, ২০১৭ রাত ২:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আল্লাহ আপনাকে দুনিয়া আখেরাতে সফল করবেন, আমিন।স

৯| ২৪ শে জুলাই, ২০১৭ ভোর ৫:০০

ফেল কড়ি মাখ তেল বলেছেন: কি করেছেন মানে? কি করেন নাই জীবনে তা বলেন? বিদেশ থাকেন,বিদেশি পাসপোর্ট। দেশে থাকলে পোলাপানের বাজার সদাই কড়ে এ বয়সে খাওয়া লাহতো।

২৪ শে জুলাই, ২০১৭ ভোর ৫:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তা অবশ্য ঠিক।

বারবার ভেক বদলাতে হতো। এখন এক বেশে আছি।

একটা গান মনে পড়েছে,

সর্প হইয়া ধংশন করো ওঝা হইয়া ঝাড়ো।

মজার খেলা। ছাওয়াল কালে খেলতাম।

১০| ২৪ শে জুলাই, ২০১৭ ভোর ৬:৩৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশের মানুষ সুযোগ পেলে দেশ থেকে পালিয়ে যাবে। হয়ত আপনি দেশের বাহিরে আছেন তাই মনের মধ্যে এসব কথা ঘুরপাক খায়।

২৮ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শান্তি কোথাও নেই।

১১| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো বলেছেন, নিজের অনুভব।

২৮ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি।

১২| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৫

আমি চির-দুরন্ত বলেছেন: আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনি??

২৮ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওয়াস্সালাম, আমি ভালো আছি। আপনি কেমন?

১৩| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৪

আমি চির-দুরন্ত বলেছেন: খুব ভালো। আমার ব্লগ জিবনের প্রথম পরিচয় আপনার সাথেই হয়েছিল। তারপর ওমেরা আপুর সাথে। দুজনের কাছেই চির কৃতজ্ঞ। বেশি দিন আর থাকব না সামুতে। ভাল থাকুন।বেশি বেশি লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.