নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

কবিতার ভর © দুই

১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৮



সফলতার সাথে সবাই সামনে চলে যায়,
শুধু আমি পিছনে পড়ে থাকি,
সময় আমার সামনে বদলে, আমি বদলাতে পারি না,
এর নামই হয়তো বিফলতা?

পরিবর্জন পরিপ্রেক্ষিতে মন পরিবর্ধক হতে চায়,
পরিবাদে পরিবর্তন হয় না,
জীবন থামলেও সময় থামে না, পৃথিবী ঘুরতে থাকে।

ভালো থাকতে হয়, চেষ্টা না করলে পলকে মন্দ হবে,
মন সুন্দর হলে সব সুন্দর,
মৃত্যুকে আলিঙ্গন করলে মিলনে দুঃখ লাঘব হবে।


পরিবেশ পরিবর্তনশীল এবং মানুষের মনে লোভ আছে,
সাগরে নুন এবং মুক্তা জন্মে দেখে বিপাকে পড়তে চাই না,
সেই সাগরে ভাসতে চাই যে সাগরে জল নেই তবে দয়া আছে।

নিন্দা করে নিন্দার্হ হতে চাই না,
নিন্দকরা নিন্দা করে নিন্দনীয় হয়,
নিন্দনে নিনু হলে সত্তা নিরানন্দ হবে,
গুণনিধি হতে চেয়ে মন নিনু হলো নিন্দিত।

নুনে জরজর খাবার খেয়ে মন বলেছিল,
হে দেহ তুমি কেন জরাজীর্ণ হলে?
জবাবে বলেছিলাম, জরদ্গব হাম্বা ডাকতে পারে না,
তার জঠরে জোর থাকে না,
জর্দা বেশি কড়া, খালি পেটে চিবালে কলিজা মোচড়ায়,
জরায় জড় হলে জরঠরা নড়চড়া করতে পারে না।

প্রেম সরালে বাতাসে শ্বাসকষ্ট হয়,
আত্মার আত্মীয়কে ভুলে থাকা যায় না,
তাদের জন্য দোয়া করলে আত্মা প্রশান্ত হয়।
ভালোবাসা চাইলে ভালোবাসা দিতে হয়,
ভালোবাসায় বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে,
সমস্যা হলো, দমবাজরা দমননীতিতে বিশ্বাসী।

স্বত্ব মো.আ.হা

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: নানাভাই, আছি কিন্তু।

১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আছি আছি নাই নাই এমন চলছে।

কেমন আছ নানা ভাই?

২| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: প্রেম সরালে বাতাসে শ্বাসকষ্ট হয়,
আত্মার আত্মীয়কে ভুলে থাকা যায় না,

নানাভাই বেশ সুন্দর কবিতা লেখেন। মুগ্ধ হলাম।

১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ব্লগে মন্তব্য করেছিলাম, তা দিয়ে ভর নামিয়েছি।

৩| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: আপনার মন্তব্যগুলোও কাব্যিক। ভালোতো আছি নানাভাই। তবে আপনার এই আছি আছি নাই নাই ভালো লাগেনা। আপনি ছাড়া ব্লগ নিরানন্দ মনে হয়।

১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন বেশি ভার হলে ব্লগে লগিন করি। সমস্যা হলো ব্লগিং করলে সবদিকে সমস্যা হয়, বুড়া বয়সে রুজির চিন্তা করতে হচ্ছে।

দোয়া করবে আমার জন্য।

৪| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিন।

৫| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১১

মাহবুবুল আজাদ বলেছেন: কবিতা আরও সাবলীল হওয়া উচিত, পড়তে গিয়ে বার বার হোঁচট খেলে ভাল লাগেনা।

ভালো থাকতে হয়, চেষ্টা না করলে পলকে মন্দ হবে,
মন সুন্দর হলে সব সুন্দর,
মৃত্যুকে আলিঙ্গন করলে মিলনে দুঃখ লাঘব হবে।


কেমন যেন একটু বেশি বেমানান লাগল।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আসলে সহজ কিছু বলতে পারি না এবং কবিতায় গূঢ়তত্ত্ব থাকে।

ভালো থাকতে হয়, চেষ্টা না করলে পলকে মন্দ হবে,
মন সুন্দর হলে সব সুন্দর,
মৃত্যুকে আলিঙ্গন করলে মিলনে দুঃখ লাঘব হবে।

তিনটা মন্তব্যে তিন লাইন লিখেছিলাম।

একটু চিন্তা করলে মিল পাবেন।

৬| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

শায়মা বলেছেন: ট্রাডিশ্যনালও সফলতা আনে ভাইয়া!

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তা ঠিক বোন, চলিত ভাষায় মনে ভাব বেশি প্রকাশ পায়।

আমি আসলে বেশি নাটক করি তাই না? :P

৭| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


কবিতার আকার ছোট হলে, কথা বেশী থাকলে, পাঠকেরা উৎসাহিত হয়ে থাকেন।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অদ্য আমি মন্তব্য থেকে সংলাপ এবং কবিতা বানাই। কবিতা লেখার সময় আমার হাতে নাই। কবিতা লিখতে হলে গাছের তলে যেতে হয়, গাছের তলে গেলে ট্রেনিং কখন করব?

(আমি আসলে কবিতা লেখার চেষ্টাও করি না তবে দেখে মনে হয় কবিতা।)

কেমন আছেন? আজ পার্কে গিয়েছিল, গরম পড়লে আরেক সমস্যা শুরু হয় এখানে।

৮| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৭

অর্ক বলেছেন: শ্রদ্ধেয়, কবিতায় শিক্ষণীয় কথামালা। ভালো লাগলো। শুভেচ্ছা অবিশ্রান্ত।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি পড়েছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার মঙ্গল কামনা করি।

৯| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সমস্যা হলো, দমবাজরা দমননীতিতে বিশ্বাসী।- ভাল অনুধাবন।।।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: যা দেখি তা লেখার চেষ্ট করি।

দেশের খবর কী? ছবিতে দেখলাম দেশ এখন রসাতলে!

১০| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৩:০৯

মামুন ইসলাম বলেছেন: চমৎকার ! ভালো লাগল কবিতা।

১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

১১| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৩:৪৩

মোঃ শরিফুজ্জামান সুজন বলেছেন: বরাবরি আমাদেরকে আপনি ভালো কিছু উপহার দেন, আজও তার ব্যতিক্রম নয়..... অসাধরন ++++।

১৪ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ সুজন ভাই।

এসব আপনাদের সুবাদে সম্ভব হয়েছে।

১২| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশ এখন বন্যার পানির নিচে যাওয়ার উপক্রম হইছে। আর নানা অঙ্গনে ডিপ্লোম্যাটিক রাজনৈতিক গুঞ্জন শুনা যাচ্ছে।

পেয়াজ সহ তরকারী বাজারে আগুন।

১৪ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভালোবাসা চাইলে ভালোবাসা দিতে হয়,
ভালোবাসায় বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে,
সমস্যা হলো, দমবাজরা দমননীতিতে বিশ্বাসী।

১৩| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৫

ধ্রুবক আলো বলেছেন: সফলতার সাথে সবাই সামনে চলে যায়,
শুধু আমি পিছনে পড়ে থাকি,
সময় আমার সামনে বদলে, আমি বদলাতে পারি না,
এর নামই হয়তো বিফলতা?
ভাই আমারও তাইই অবস্থা!

১৪ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসল বিষয় হলো আপনি আমি সত্যি সফল। সফল হওয়ার পর বিফলতা কী বুঝা যায়। বিফলতা বলতে কিচ্ছু নেই।

১৪| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৪

উম্মে সায়মা বলেছেন: ভালো লাগল আপনার র‌্যান্ডম থটস আব্দুলহাক ভাই..... ভালো আছেন আশা করি।

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আপা, আপনি কেমন আছেন?

১৫| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:৪১

উম্মে সায়মা বলেছেন: আমিও আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি।

১৬| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.