নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

মন যা বলে তা বকি

২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৯



আমরা সব কিছূ মনোমতো করে চাই। চাই পারিবেশ মনোময় হোক! কিন্তু আমরা শ্রম দেই না। সাধনা করি না। ক্ষেতের আইলে বসে থাকি। জমিনে ধান নেই, সব ফাঁকা। ডেগে ভাত নেই। মাথা গরম। থলিতে টাকা নেই। বাজারে অপমানিত হই। কিন্তু কেন? কারণ আমরা সাধনা করতে চাই না। অসাধকের পথে বিবর থাকে। মনে এবং বনে শূন্যতাবোধক করি। কারণ আমরা অলস এবং লোভী!

ছবি নেট থেকে এনেছি।
কয়েক বছর আগের লেখা
স্বত্ব মো.আ.হা

মন্তব্য ৪৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১০

শুভ্র বিকেল বলেছেন: আমরা অলস ও লোভী, কথা সত্য। শুভেচ্ছা জানবেন।

২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

২| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০১

এস ওয়াই গ্লোবাল এলটিডি বলেছেন: পোস্টটি পড়ে অনেক ভাল লাগল । শুভ কামনা রইল নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩| ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


সাধনা কি, কিভাবে করতে হয়?

২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অন্তত অন্যের মঙ্গলকামনা করা। নিজে যা চাই তা অন্যরে জন্য চাওয়া অনেক বড় সাধনা।

আপনি কেমন আছেন?

৪| ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

শেয়াল বলেছেন: =p~ খিকজ

২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসলে মজার বিষয় তাই না?

৫| ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২১

শেয়াল বলেছেন: হ ভাউ :D

২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার মাথার ভিতর বুদ্ধে বেশি :P

৬| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৪

উদাস মাঝি বলেছেন: আহ সাধনা আমার পাশের বাড়িত থাকে ;)

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সমস্যা এখানেই, ওরা আশেপাশে থাকে কিন্তু দেখা হয় না |-)

৭| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আসসালামু আলাইকুম গুরু। কেমন আছেন?

সাধনা করা যে গুরু সাধ্যে কোলায় না তাই করি না।

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওয়াস্সালাম, কেমন আছনে সুজনভাই?

লোভ সামলাতে পারলে সাধনা হয়।

৮| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন:

ভাল আছি গুরু।
এই রিপুইতো খাইছে সবি গুরু।

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ছয় রিপুর নাম কয়জনে জানে? আমরা যারা জানি তারা কি কখন রিপুকে কাবু করার চেষ্টা করেছি?

৯| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমাদেরকে ভুলায়ে রাখে শয়তানে আমরা শয়তানকে ভাল বাসি।

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সামনে মাছ, পাশে বিড়াল। হাতের কাছ যা পাবেন তা দিয়ে বিড়াল তাড়াবেন তাই না?

আমরা জানি শয়তান আমাদের প্রকাশ শত্রু তারপরেও বেখবর!!

১০| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন ;)

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৩:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বয়স বাড়তেই আছে, খবরসবর কী?

১১| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এখানেই আমি দূর্বল। নিজের সম্পর্কে বেখবর বলেই রিপু তাড়ায় অহর্নিশি।

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৩:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শুধু আপনি নন, আমরা বেখবর!

১২| ২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাধস বিনে দর্শন হবে না..
থাকতে সময় কর সাধান
সাধন বিফল হবে না.....

ভাল লাগল :)

++++++++++

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সাধনার সাথে পিরিতি করতে হবে ;)

১৩| ২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৪

মোঃ খুরশীদ আলম বলেছেন: আমি বড় অলস ভাই।
ভাল লাগল না আপনার পোষ্ট তাই।
তারপরেও, শুভেচ্ছা জানাই।
এমন পোষ্ট আরো যেন পাই।
সব শেষে টা, টা, বাই, বাই ।

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চিন্তার কারণ নাই।

১৪| ২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৭

তানহা তন্বী বলেছেন: ঠিক বলেছেন। সাধনা ছাড়া কিছু হয়না। সে এবার আপনার ঘরে থাকুক অথবা পাশের বাড়িতে থাকুক।

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সাধনার হাত ধরে বলতে হবে, আমাকে বরণ কর।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৭

রাকিব মুন্না বলেছেন: ভালো লিখেছেন

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।

১৬| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৭

উদাস মাঝি বলেছেন: ব্রেকিং নিউজঃএইমাত্র পাওয়া খবর- সাধনা তাদের রেলিঙয়ে দাড়িয়ে আছে ।

আব্দুল ভাই,আল্লাহ্‌র নাম নিয়ে একটা হাক মারেন ;)

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাক মাওলা!
চিন্তার কারণ নেই মাঝিভাই, এবার আর বন্যা হবে না।

১৭| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০০

শাহরিয়ার কবীর বলেছেন: বয়স বাড়তেই আছে, খবরসবর কী?

কোন কিছুর সুফল পাচ্ছিনা !!

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: "কোন কিছুর সুফল পাচ্ছিনা !!" এই তথ্য বুঝার মানে অনেক কিছু বুঝেছেন।

শ্বাস এবং প্রশ্বাসই হলো আশীর্বাদ।

১৮| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: আতি উত্তম কথা বলিয়াছেন !! ধন্যবাদ ভাই ।

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ। দয়া করে দোয়া করবেন।

১৯| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: অবশ্যই দোয়া করি !

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার মঙ্গল কামনা করি।
মন হোক স্বস্তির প্রতিক শঙ্খচিল, শান্তি হোক আপনার সাথি।

২০| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৫

উদাস মাঝি বলেছেন: আচ্ছা স্বস্তির প্রতিক যদি শঙ্খচিল হয়,তাইলে মাস্তির প্রতিক কি হইব ? :-0

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিতো কথার কথা কইছিলাম, আপনি আমারে বিপদে ফালাইতে চান কেন :((

মস্তির প্রতিক হইবে উদ্বিড়াল (হাহাহাহাহাহা)

২১| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সত্য আমরা অলস আর লোভী

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কেমন আছেন?

২২| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৯

সনেট কবি বলেছেন: আপনাকে খুব মিস করি। আর আপনি সাধনার ব্যপারে অনুসরনীয়। সাধনা আপনাকে বরণ করুক এ কামনা থাকল।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখন সময় পাই না ভাইজান।

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

২৩| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫১

মনিরা সুলতানা বলেছেন: আপনার ভাবনায় চিন্তার খোরাক থাকে .।
লেখায় ভালোলাগা !!

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাদের সাথে থেকে আমিও সাধনায় বসতে শিখেছি।

উৎসাহের জন্য আন্তরিক ধন্যবাদ।
আপনার মঙ্গল কামনা করি।

২৪| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: কেমন আছেন ভাই ?

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি আমাকে মারাত্মক কাজ দিয়েছেন।

আমিও সনেট লিখতে শুরু করেছি আপনার কবিতা পড়ে :P

২৫| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: লিখুন ; আর সনেট কবি ভাইকে বলেছি আমার কবিতা নিয়ে একটা সনেগট লিখতে !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.