নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

সীমান্ত

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৮



সব কিছুর সীমা আছে, শুধু ভালোবাসা অসীম,
তা অনেকে বললেও আমি সত্যাসত্য জেনেছি,
আসলে সবকিছুর সত্যি সীমা আছে,
চাইলেও কানীনকে সবাই ভালোবাসতে পারে না।
ভালোবাসার সীমা পার হলে কলঙ্কিনীরা সকাল সকাল বেরোয়,
বিকেল বেলা দেরি করে বাসায় ফিরার কারণ কলঙ্কের সীমা আছে,
বিধায় চাইলেও কেউ কলঙ্কের চতুঃসীমার বাইরে যেতে পারে না।
আয়ূর সীমা পার হলে মৃত্যুর সাথে সাক্ষাৎ হয়,
দেহ নিথর হলে সীমার ভিতর সৎকার করতে হয়।
আকাশেরও সীমা আছে,
অসীম শুধু স্রষ্টা। কারণ, সীমাকে স্রষ্টা সৃষ্টি করেছেন।


আমি একখান কবিতার বই প্রকাশর করার সিদ্ধান্ত করেছি, দয়া করে এবং স্মরণ করে আপনারা আমার জন্য একটু দোয়া করবেন।

জানিনা কেন আমার মন মিনমিন করে বলছে এ যাত্রা বিচিত্র হলে পাগলাগারদে যেতে হবে। :((

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

উম্মে সায়মা বলেছেন: কানীন মানে কি আব্দুলহাক ভাই? আপনার কবিতার বইয়ের জন্য শুভ কামনা। দোয়া করি আপনার মনোবাসনা পুরণ হোক

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কানীন [ kānīna ] বিণ. কুমারীর গর্ভজাত (কর্ণ কুন্তীর কানীন পুত্র)। বি. কুমারীর গর্ভজাত সন্তান। [সং. কন্যা (< কনীন) + অ]। বি. (স্ত্রী.) কানীনী।


দোয়ার বদলে দোয়া, আল্লাহ আপনার মঙ্গল করবেন। আমিন।

২| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: অসীম শুধু স্রষ্টা। কারণ, সীমাকে স্রষ্টা সৃষ্টি করেছেন।
সত্যিই তাই। এ লাইনটি বারবার স্মরণীয়।

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আপনার মঙ্গল কামনা করি।

৩| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ কাব্য।
কানীন শব্দটা প্রথম শুনলাম।

কাব্য গ্রন্থের জন্য আগাম শুভ কামনা।

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লিটনভাই, আমি পাগলাগারদে গেলে দয়া করে আমাকে দেখতে যাবেন।

আগাম ধন্যবাদ।

৪| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: ভালোবাসা সীমানা কী খুঁজে পেয়েছেন কোন কবি ,দার্শনিক ?

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভালো বাসার দাম বেশি।

ভালোবাসার প্রকারভেদ আছে। যা বিশ্লেষণ করা যায় তার সীমা আছে।
বেশি ভালোবাসাবাসি ভালো নয়, বাসি খাবার বেশি খেলে সমস্যা হয়, অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে।

ডাকের একটা কথা, "সবকিছুর সীম আছে।"

যাক, আপনি কেমন আছেন?

৫| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২০

শাহরিয়ার কবীর বলেছেন: সেই যাইহোক, আপনি ভালবেসে জিজ্ঞাসে করলে ‘কেমন আছেন’ এই ভালবাসাই বা কম কিসের !!

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কেমন আছেন তা তো বললেন না, নিশ্চয় ভালোবাসায় কম হয়েছে :(

৬| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা ... ভাই, আমি ভালো আছি !! না ভালোবাসার কম হয়নি !! :P

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তাইলে ঠিকাছে।

ভালো থাকাই কাম্য।

৭| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৬

সেলিম আনোয়ার বলেছেন: আকাশেরও সীমা আছে,
অসীম শুধু স্রষ্টা। কারণ, সীমাকে স্রষ্টা সৃষ্টি করেছেন।

চূড়ান্ত সত্য কথা ।

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ সেলিমভাই, আমি আসলে এই লাইনে আনাড়ি। এক বড়ভাই পোস্টে মন্তব্য করে লজ্জিত হয়েছি।

যাক, আপনি কেমন আছেন?

৮| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২০

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক ,




হুমমমমমমম ... সীম-অসীমের দন্ধ !!!!!
স্রষ্টাকে বাদ দিয়ে বলি , আকাশেরও সীমা আছে কিন্তু ভালোবাসা অসীম ; আপনার এই উপলব্ধি পাগলাগারদে যাওয়া জন্যে যথেষ্ট । কারন পাগলেরা সত্য কথা বলে বলেই ওদের পাগল বলি আমরা ।

আপনার কবিতার বই প্রকাশ নিরুদ্বেগ হোক । মঙ্গলাকাঙ্খায় ...................

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ ভাইজান, আমি আসলে মার্কামারা পাগল। সত্যি বলছি, আমি বাস্তবিক পাগল। পাগল উপাধি পাওয়ার পর আমি স্বেচ্ছায় ত্যাজ্য হয়েছিলাম।

(আপনি হয়তো জানেন আমি নিজে প্রকাশক। প্রকাশ করতে সময় লাগে না কিন্তু যত ঝামেলা সম্পাদনায়। প্রায় নয়টা ডায়েরি টাইপ করা কিন্তু আমিতো সম্পাদনা করতে পারি না। ব্লগে যা টুকিটাকি লিখেছি তা দিয়ে একটা করার পায়তারায় আছি।)

মঙ্গল হোক তব হে মঙ্গলকামী।

৯| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৪

সনেট কবি বলেছেন: কবিতাখুব ভাল লেগেছে।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ২:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ কবি সাহেব।

১০| ২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৯

জাহিদ অনিক বলেছেন: কবিতার বইএর জন্য শুভ কামনা

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

১১| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

উদাস মাঝি বলেছেন: আই নিড এ শুভেচ্ছা কপি ;)
নাইলে খবর আছে X(

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চিন্তার কারণ নেই, আমি হলাম আস্ত মানে এক্কে ফুল মানে সম্পূর্ণ ডিজিটাল লেখক এবং প্রকাশক ;)

অনলাইন আছে, যখন চাইবেন তখন নামাতে পারবেন।

দুয়েক খান কি পড়েছেন? (আমার সাইটে অনেক বই আছে, সব আমার লেখা)

১২| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৬

উদাস মাঝি বলেছেন: নাহ এখনো পড়া হয় নাই...
ভাবছি প্রস্তুতি শেষ করেই পড়ব । আপনার লেখা কোনরকম প্রস্তুতি ছাড়া পড়া ঠিক হবেনা ।
দেখা গেল কয়েকপাতা পড়ার পর ই ফিট হয়ে গেলাম !! ;)
তখন, এর দায়ভার কে নিবে ? :-0

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কিন্তু লেখার উপর কোনো প্রকার মন্তব্য করছেন না!

চিন্তার কারণ নেই, ফিটফাট হয়েই পড়বেন ;)

১৩| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৭

উদাস মাঝি বলেছেন: লেখা ভাল লাগলে তো মন্তব্য করব নাকি :P

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঠিকাছে, আমি আর কিচ্ছু বলব না।

মাঝিভাই, আমি কিন্তু আঁনেরে চিনি ;)

১৪| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৮

উদাস মাঝি বলেছেন: তাই নাকি! তাইলে কন তো আমার নাম কি,কোথায় থাকি ? :P

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহাহা,

ভায়া, আমিও বুড়া হচ্ছি ;)

১৫| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫১

উদাস মাঝি বলেছেন: আপনার বই অপ্সরা ডাউনলোড করলাম, এখন আসুন আমরা একটা চুক্তি করি ।

চুক্তি নং ১ঃ উপন্যাস ভাল না লাগলে,
ক্ষতিপূরণ হিসেবে আমারে পিজ্জা খাওয়াবেন । :-B

চুক্তি নং ২ঃ উপন্যাস ভাল লাগলে, নতুন পাঠক হিসেবে বরন
করার জন্য অবশ্যই কাচ্চি বিরিয়ানি খাওয়াবেন । :P

আপনি কি রাজি ?
রাজি থাকলে ইয়েস বলুন,না থাকলেও ইয়েস বলুন ;)

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি এখন কোন দেশে আছেন? লন্ডন হলে সব আমি নিজে বানিয়ে খাওয়াতাম।

এখানে আমি বান্ধব পাই না। গতসপ্তা, এক মাস্টরনি, যিন আমাকে মাস্টর বানাবেন উনি আমার ভক্ত হয়ে আমার মুখের দিকে হা করে তাকিয় কথা শুনছিলেন, আমি ঘেমে নেয়ে শেষ হয়েছিলাম।

আমার সাথে কেউ কথা বলে না।

পাক্কা কথা দিলাম, আপনকে আমি ডবল খাওয়াব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.