নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

বৃত্তে বৃত্তান্ত (কবিতার বই)

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৫



চতুষ্পদী
মিত্রাক্ষর

রক্তে লাল হলো হাভাতে জেলের জাল,
পালে জ্বলে সূর্য, হায় লোভ হলো কাল,
চুল্লিতে নেই আগুন, তবুও মা হাঁড়িতে দেয় জ্বাল,
শিশুরা ভুখে কাঁদে, মহাজনরা মজুত করে চাল।
---------
বাংলার ছেলে বাংলাকে ভুলে থাকতে পারে না,
বাংলা ছাড়া অন্যভাষায় মনের ভাব প্রকাশ হয় না।
মনে ছিল আশা হব স্বাধীন হতে পারলাম না,
হায় স্বাধীনতা তোমার স্বাধ আজো পেলাম না।
---------
দুঃখকে পিঁজরায় ভরে স্বপ্নকে উড়িয়েছি বাতাসে,
আকাশের নীলে বিষ আছে, বিশ্বাস নেই নিঃশ্বাসে,
সুখের আশায় এখন আর থাকতে হয় না বসে,
বাঁচতে হবে মৃত্যুরাগ পর্যন্ত জেনেছি আমি অবশেষে।
---------
অভ্যাসে অভ্যস্ত আমরা স্বভাবে অনুগত,
জপতপ ত্যাগে আত্মশুদ্ধি হয় সাধক সাধুসন্ত,
অভাবে অসভ্য হয় অনেক অবাধ্য এবং বিভ্রান্ত,
উপায়ান্তর থাকা সত্ত্বেও বিবেকহীনরা হয় সর্বস্বান্ত।


প্রথম প্রকাশ সেপ্টেম্বর ২০১৭
ISBN-13: 978-1977595935
Copyright © 2017 by Mohammed abdulhaque

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


বাংলার সব ছেলেমেয়ে আজো বাংলায় নাম লিখতে পারে না, এ হলো বেকুবদের বাংলা

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের প্রথমাংশ সত্য হলেও আপনার মন্তব্যটা কিন্তু গালি হয়েছে।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৮

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার সৃষ্টি,

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ,

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " মন্তব্যের প্রথমাংশ সত্য হলেও আপনার মন্তব্যটা কিন্তু গালি হয়েছে। "

-আমি গালি দিতে পছন্দ করি

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গালির বদলে আমিও ধন্যবাদ বলতে পছন্দ করি।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " গালির বদলে আমিও ধন্যবাদ বলতে পছন্দ করি। "

-ব্লগে, ধন্যবাদের বেলায় আমি একেবারেই কৃপণ

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তা আপনার ব্যক্তিগত বিষয়।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে ধন্যবাদ

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: দারুন লিখেছেন। ভালো লাগলো হক ভাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শিশুরা ভুখে কাঁদে, মহাজনরা মজুদ করে চাল।
এত অসৎ জাতি কি দুনিয়ার আর কোথাও আছে? আবার এরাই দিনরাত ধর্মের বাণী শোনায়।

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি সাধু সাহেব অন্যদেশেও আছে এবং সেখানেও ওরা ধর্মের বুলি বুলে।

আমাদেরকে সতর্ক হতে হবে, আপনার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৪

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়লাম।
পড়লাম বলা ঠিক হবে না। আবৃত্তি করলাম। আমার গলা ভালো না। উচ্চারন অস্পষ্ট। তবুও।

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এতেই আমি খুব খুশি।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১২

নিভৃতা বলেছেন: হায় স্বাধীনতার তোমার স্বাদ আজও পেলাম না।



অসাধারণ লিখেছেন কবি। ভালো লাগা রেখে গেলাম।

স্বাদ

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এতেই আমি খুব খুশি।

আপনার খুশীতে আমিও খুশী।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃদজ্ঞতা।

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ।
চমৎকার ঝংকার পেলাম কাব্যে।

কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম সরস্বতী স্পেলিং করা প্রসঙ্গে নয়া প্রজন্মের ছেলেমেয়েরা দাঁত ভেঙে ফেলছে। একটাই যুক্তি আমরা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করি।

শুভেচ্ছা নিয়েন প্রিয় কবি ভাই।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বানানে আমরা কাঁচা। 'সরসবতী' এখানে স+ব দ্রুত উচ্চারিত হবে।


জি দাদা, আপনিও শুভেচ্ছা জানবেন।

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৯

সাদা মনের মানুষ বলেছেন: মিঞা ভাই এই কবিতা আপনি লিখেছেন এটা আমি ভাবতেই পারি না। আপনার লেখাগুলো বরাবরই হয় কেমন যেন, একটা বুঝতে পারিতো দুইটা বুঝা দায়। অথচ এই কবিতা একেবারেই সাবলীল, তাই আমার সন্দেহ হয় =p~

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কবিতা চারটা পড়িয়াছেন তাই হয়তো এত খুশি হইয়াছেন?

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩২

সাদা মনের মানুষ বলেছেন: বাড়িতে আপনার লেখা একটা বই আছে ওটা কিছুদূর পড়ার পর আমার দাঁতে ব্যাথা হওয়ায় রেখে দিয়েছিলাম। আমার ভাগ্নি ওটা পড়ে বললো সবগুলো ই থেকে নাকি ওটাই তার কাছে সেরা মনে হয়েছে। বুঝলাম আমি নিজেই ব্যর্থ, বই বা বইয়ের লেখক না।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আম্মাজানের জন্য দোয়া, আম্মাজান দুনিয়া আখেরাতে সফল হবেন। পারলে আম্মাজানকে বলবেন হাজিবাবা পড়ার জন্য। ওটা ই-বই।

আপনি আসলে সফল পাঠক, অন্তত পড়তে শুরু করেছেন, অন্যরা তো পড়েই না :(

১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩৭

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
শুদ্ধ বাংলা এখন কিছু অপাংক্তেয়দের হাতে পরে প্রতিনিয়ত হাঁসফাঁস করে। যেই দেশের সাহিত্যে রন্ধনশিল্পী আর ইউটিউবার'রা বেস্ট সেলার হয় সেখানে বিশুদ্ধ বাংলা সাহিত্যের ভবিষ্যত কী নিজেই চিন্তা করুন। দেশে এখন কোন বাংলা সাহিত্যের পাঠক নেই। সবাই এখন বই কেনে লেখকের সাথে সেলফি তোলার জন্য।
শুভ সকাল,
শুদ্ধ বাংলা এখন কিছু অপাংক্তেয়দের হাতে পরে প্রতিনিয়ত হাঁসফাঁস করে। যেই দেশের সাহিত্যে রন্ধনশিল্পী আর ইউটিউবার'রা বেস্ট সেলার হয় সেখানে বিশুদ্ধ বাংলা সাহিত্যের ভবিষ্যত কী নিজেই চিন্তা করুন। দেশে এখন কোন বাংলা সাহিত্যের পাঠক নেই। সবাই এখন বই কেনে লেখকের সাথে সেলফি তোলার জন্য।

'না খেতে পারা' নিদারূণ আফসোস কেনার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে মানুষ।
জয় হোক নব্য বাংলা সাহিত্যের।
ধন্যবাদ।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি সেই ৯৫ এ বুঝেছিলাম যে আমাকে দিয়ে হবে না। লেখালেখি আমাকে ফতুর করলেও দিয়েছে অনেক কিছু, আমি বকু ভরে শ্বাস টানতে পারি।

আপনাকে আন্তরিক ধন্যবাদ মন্তব্যের জন্য।

আসলে দেশ আধুনিক হচ্ছে, আধুনিকে দেশে ইউটিউভার এবং কুকিং শো এবং কুকিং বুক বেশি চলে। আমাদের একটা সমস্যা আছে আর তা হলো আধুনিকতা কী আমরা জানি না। ( এটা আমার বাস্তব অভিজ্ঞতা।)

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কৃদজ্ঞতা।

বানান ভুল।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা, দ এর কাছে ত, চোখ কম দেখে এখন।

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৩১

নিভৃতা বলেছেন: আপনি ভালো আছেন তো? অনেক দিন ধরে চুপচাপ। কোন খবর নাই।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভালো আছি, আপনি কেমন আছেন?

ব্লগে লগিন করলে সময় নষ্ট হয়। আর আউল ফাউল লোকের আলতু ফালতু মন্তব্য পড়লে ব্লাড প্রেসার হাই হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.