নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ কালো, ফর্সা কিংবা শ্যামা বর্ণের হলেও তার অভ্যন্তরে সুপ্ত থাকে একটি সবুজ বর্ণের লতা ! যার চতুর্দিকে গড়ে উঠে মনুষ্যত্তের অপূর্ব সব স্থাপনা।
অপরদিকে অমানুষ গুলোর বর্ণ তাঁদের মুখোশের আড়ালে লুকানো থাকে, চেহারায় বোধগম্য হয় না যে কে ভালো, কে মন্দ ?
প্রকৃত পক্ষে এখানেই স্রস্টার ইনসাফ। তিনি মানুষ/ অমানুষ উভয়কেই দিলেন প্রত্যক্ষ প্রেরণা কিন্তু মানুষ বেতিত অমানুষ গুলো খুঁজে নিল শয়তানের উজার বাস না।
স্বার্থেন্নেশি এই পৃথিবীর বক্ষ পাজরে যে দিন থেকে মূল্যবোধের পিতৃত্ব বজায় থাকবে, সে দিন থেকে অমানুষ গুলো হয়ত মানুষ হবে।
ভালো-মন্দের বিচার শিক্ষা দেয়ায় পিতৃত্বের অনুশীলন ।
আমাদের সমাজে খারাপ-ভালো উভয় সন্তান ই পিতা-মাতার কল্প রাজকুমার। তাই বিচার মুখি হলেও মাঝে মাঝে আমরা ইনসাফ করতে পারি না , ফলে সমাজ উৎপাদনের কাজ বজায় রেখে আমাদের দিয়ে যায় এক ঝাক অমানুষ ।
কিন্তু আদৌ মানুষ হিসেবে কেউ অমানুষ চাই না ।
মানুষ/ অমানুষের দল উপদেশ মুখর, উপদেশ দিতে, নিতে, ছুঁতে সবাই ভালবাসে। কিন্তু মানতে চায় শুধুই মানুষের দল।
অথচ আশ্চর্যের বিষয় হল এটা কেবল অমানুষের বোঝা উচিৎ ছিল, আজ মানুষ মহা-মানবে রুপান্তরিত হচ্ছে কিন্তু অমানুষ গুলো পরে আছে ঐ রাজনীতির হিংস্র বিশৃঙ্খল নর্দমাময় দুর্গন্ধের ফুয়ারে।
©somewhere in net ltd.