নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যের পথে, সংস্কৃতির রথে

কবি আব্দুল্লাহ আল মাহমুদ

কবিতা এবং সাহিত্যের ছাত্র

কবি আব্দুল্লাহ আল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ওহে লেবাসের মৌলবি , ইলম আছে ত ?

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০১

সে দিন এক ভাই বলল,
আমি আমার বাপকে চিনতে দলিল চাইনি সুতরাং দলিল ছাড়াই আমি সব করি।

হায়রে দুনিয়া!
যুক্তি দলিল ও দর্শনের রসায়ন না বুঝে এ কি পাষন্ডতা।

আজ এসব আস্তিকদের অন্ধত্বের করুণ দশায় নাস্তিকেরা হাসে,
অথচ আস্তিকের পার্শ্বেই আলো (কুরআন, হাদিস) ছিল!
তবু তাদের মধ্যে আবেগী রগ ট্যারার মোল্লারা বলছে দলিলের দরকার নেই! পাঞ্জাবি টুপির বদৌলতে এরাই সৃষ্টি করছে নিত্য নতুন বিদয়াত।

সত্যি বলতে,
কুরআন হাদিসের রাহে একটি সূতোয় যদি মুসলিমের পদচারণ হত, তবে আজ কেউ ইসলাম নিয়ে কটুক্তি করার দুঃস্বাহস পেত না।

স্বার্থবাদী মুনাফিকের দলে আজ পরিপুর্ণ পৃথিবী।
বংশগত ঐতিহ্যের ভারে নামে মুসলিম সবাই কিন্তু কর্মে মুহাম্মদ (সা) এর উম্মত পাওয়া দায়।

আজকের সমাজ চক্রান্তে আবদ্ধ
ভূয়া মৌলবিদের ফতোয়ায় আলেম সমাজ ঐ জেলের খাচায় রুদ্ধ।

এখনকার দিনে লেবাসের আলেম দাম পায়,
হকপন্থীরা ফাঁসির কাষ্ঠে,
কি করার? সাধারণ মুসলিমেরা হয়েছে গোড়া
আফসোস শুধু রয়েছে বাকি, তাই সম্মতি হায় ! হায়!

জ্ঞানী হতে কওমী মাদ্রাসা লাগে না !
ইচ্ছা থাকা চাই।
ফতোয়া দিতে পয়সা লাগেনা তবে তার উপযুক্ত দলিল চাই।
কারণ ঐ একটাই,
পর-পুরুষ এসে বাপ দাবি করলে আমি সবারে বাপ নাহি বানাবার চাই।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১০

বিজন রয় বলেছেন: দেশে ভাল মৌলভীও আছেন।

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৫

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: হুম !

২| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৬

নুর ইসলাম রফিক বলেছেন: খুব সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে লিখেছেন।
ধর্মের পোশাক পরে একদল ধর্ম ব্যবসায়ী আজকের আই পরিনতির জন্য সর্বচ্চ দায়ী।

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৫

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: হুম ভাই।

৩| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৭

তানভীরএফওয়ান বলেছেন: জ্ঞানী হতে কওমী মাদ্রাসা লাগে না ! B:-) B:-)

Only jamat-e-islami and Salafi use these type of word.

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৪

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: ওহাবী, সালাফি বুঝিনা !
হানাফী বুঝি না
সুফিবাদ বুঝি না
জামাত ইসলাম বুঝিনা
কিন্ত শিরক এবং বিদয়াতের স্পষ্টতা বুঝি !
সুতরাং যারা নিজেদের সঠিক সাব্যস্তের নামে মুল দলিল বাদে অহেতু তর্ক করে সেই সব শুয়োর মুখিদের কপালে জুতা!
#
ফেতনাবাজদের কথন অগ্রহণীয় সে তবলীগ ই হোক কিংবা জামাত ইসলামীই হোক অথবা চরমুনাই ই হোক।

৪| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৯

নুর আমিন লেবু বলেছেন: সত্যি ভাল লিখেছেন।

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৬

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: সহমত প্রকাশের জন্য ধন্যবাদ! আশা রাখি ভুল হলে শুধ্রিয়ে দিবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.