নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজের দশজন ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব, একই প্রসঙ্গে কয়েকভাবে বিভাজন। সুতরাং আপনার কর্মশীলন হয়ত কারো ভালো লাগবে এবং কারো তা অগ্রহণীয় লাগবে।
মানব বিবেকের ওজন মাপিত হয় তার অর্জনের উপর!
যদি কেউ সর্বোচ্চ ডিগ্রি হাতে নিয়েও মানব কল্যাণের বিপরীত পথে পা বাড়ায় তবে নিশ্চিত তার অর্জনের পাতায় কিছুই নেই!
সুতরাং ফলাফল স্বরুপ মেনে নিতে হবে, যে সেই মনুষ্ব জীবের অন্তরালে পশুত্বের মুর্খতা বিরাজমান।
বয়সের ভারে মাথার চুল উপড়ে যায় না!
বরং বয়স বাড়ার চিন্তায় চিন্তিত হয়ে অকালে মস্তক সুশ্রীরা ঝরে যায়।
বিচিত্র সব মানুষ,
বিচিত্র তাদের কথনমালা, অনির্দিষ্ট সব আচরণবোধ!
কারো কাজলা চোখ মায়া মায়া
কারো ওষ্ঠ নিম্ন শীতল মহুয়া প্রেমের ছায়া,
তবুও সেখানে কথনমালা ও আচরণবোধের ব্যপক গুরুত্ব লক্ষণীয়।
কারণ সুশ্রীও কুস্রী হয়ে যায় একমাত্র মানবের কথন ও আচরণবোধে।
©somewhere in net ltd.