নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোমল শান্ত হৃদয়
প্রজ্বলি অগ্নি অভয়
বাঙ্গলার আকাশ বাতাসে
মজিব তুমি মুক্তি,
সহস্র বাঙ্গালির সুপ্ত বাসনাতে।
এ মাটির রন্ধে
মেখে আছ সু-গন্ধে
পেতেছ দূর্গ
করেছ যুদ্ধ
অমীমাংসীত ভূ-খন্ডে
নামিয়েছ স্বর্গ।
স্বাধিন পতাকার অতল গহবরে
বেঁচে থাক চিরকাল
বাঙ্গার প্রতিটি অন্তরে।
বাঙ্গলার ছেলে
সমগ্র ইতিহাসের একক নায়ক
বাংলার দামাল ছেলে
টুঙ্গি পারার পরিচিত মুখ
কির্তন যার বাঙ্গাল জূড়ে।
৭১ এর বিদ্রোহী
জ্বল-জ্যন্ত এক নেতা
মুজিব সে,
বাঙ্গাল প্রাণের উদার একাগ্রতা।
মায়ের আশা
বোনের ভরসা
উপযুক্ত শৃঙ্খলী শাসক
স্ব-হস্তে দুশমনে ভারী
বাঙ্গলার একাত্ব উজ্জিবিত নায়ক।
২| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৯
বিজন রয় বলেছেন: ৭১ এর বিদ্রোহী
জ্বল-জ্যন্ত এক নেতা
মুজিব সে,
বাঙ্গাল প্রাণের উদার একাগ্রতা।
++++
৩| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৪
অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগা রইলো।
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২১
মোঃ সাবিকুল ইসলাম (হৃদয়) বলেছেন: অসাধারণ , ধন্যবাদ