নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে দিন জন্মে ছিলাম
হয়ত ছিলেম না স্বাধীন !
আত্মীয় -স্বজনের আদর মাঝে
স্বতিয় ধনের কদর বাজে !
স্বাধীন পারিনি হতে শৈশবে
শাসন দমেনি বেদনধুন অঘচরে ।
এলাম আজি জিবন দণ্ড নিশে
পেলাম রাজি খেপন ষণ্ড বিষে !
বুঝিনা ! স্বাধীন তরে পাই কিসে ?
চলছি পথের কিনার ছুঁয়ে
দেখছি একপালা খড় নুয়ে
নদীর কিনার যাচ্ছে ধুয়ে
বিলীন হচ্ছে ঘর, যেথায় তুমি আমি শুয়ে
তবে কেন স্বাধীনতার নামে
পরিপূর্ণ সব আয়োজনের দামে
চলছে অনুকরণ ।
যেন আমরা সবাই সার্কাসের বানর
মানুষগুলো একে অন্যের চাকর !
মুর্খের দল ছেড়ে
এস জিবন প্রিয় প্রেমিকের তরে
দেখ, ঐ খোলা আসমান
গন্ধ লও ফুলের
ছড়াও আলো সত্যের
জানো দিন দুনিয়ার সব কল্প
প্রাণের তৃষায় একটু শুনিও গল্প
মাঝে মাঝে এস
নদীর কিনারায়, পাহাড়ের দরজায়
পল্লী কাননের পথে,
স্বাধীনতা পাবে বন্ধু এই রথে ।
মাঝে মাঝে হারিয়ে যেও
চেনা বালিকার কেশ যুগলে
শাশ্বত প্রেমের চরণ জানিও
আত্মিক বিসর্জনে !
দেখিও বন্ধু জমিনের পরবাস
সবুজে সবুজ প্রাকৃতিক নির্যাস
নদী, খাল, ছোট ডোবা
প্রজাপতি সহ দেখিও ঘাস
মাঝে মাঝে উদাস জীবন নিও
রাখিও যাযাবরের আবাস।
পাঠ্য পুস্তকের বাহিরে
চলে এস অবসরে,
দেখিবে স্বাধীনতার পাল
দক্ষিনা হাওয়ায় বেশ চলছে,
মনের পাখি উড়ছে
গাছের কাণ্ড সেও নরছে,
একমাত্র তোমার স্বাধীনতার উল্লাসে!
দেখিবে চন্দ্র রাত বেশ মহিমায়
আনন্দের ঢেউ যেন উতফুল রঙ্গিলায়
তোমাতে গিয়েছে মিশে!
শিকলের ঝন-ঝনাট হয়ত পাবে
খাঁচার চিড়িয়া সাজে
এ তো জীবনের -ই মানে
অধীনত্ব সে চিরকাল রবে কাজে,
তবুও স্বাধীনতার ভাঁজে
আসতে হবে আমাকে-তোমাকে!
একটি জীবন
তাকে সাজাতে হবে পরিপূর্ণ
তৃপ্ত সুখের ধারাতে ।
----------------------- চৈতালী দারোয়ান (প্রকাশিত)
১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫২
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: প্রথমত দুঃখিত বানান ভুলের জন্য!
দ্বিতীয়ত: মনের তাগীদে ছবিটি দিয়েছি, যদি আপনার চক্ষু লজ্জা লাগে তবে কিছুই করার নেই দাদা।
যদি ছবি দেয়াটা অন্যায় হয়ে থাকে তবেই আপনি টর্চার করতে পারেন।
২| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৮
বিজন রয় বলেছেন: মনে হলো আমার কথা আপনি ভালভাবে নেন নাই।
কেন?
আমি কি খারাপ কিছু বলেছি?
চক্ষুলজ্জা, টর্চার এসব বলার তো দরকার নেই।
টেক ইট ইজি। আমি তো আপনাকে সুন্দর দেখতে বলেছি।
হা হা হা হা ...............
১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৯
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: রাগ করার কিছু নেই!
শব্দের ব্যবহার হয়ত কাঠিন্যতায় চলমান, তবে আমি ভাই স্বাভাবিক রস্য রঙ্গেই উক্তিটি করছি।
কষ্ট পেলে ক্ষমা প্রার্থী।
৩| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৪
মুসাফির নামা বলেছেন: বানানে কিছু ভুল থাকলেও চমৎকার কাব্যিকতা ফুটে উঠেছে।
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৩
বিজন রয় বলেছেন: লিখেছেন তো একটি কবিতা।
কিন্তু অনেক বানান ভুল আছে, এটি লেখাটিকে নষ্ট করছে। ঠিক করে দিন প্লিজ।
আপনার নিজের ছবি প্রত্যেক পোস্টে দেন কেন?
আপনি তো দারুন সুন্দর দেখতে!