নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যের পথে, সংস্কৃতির রথে

কবি আব্দুল্লাহ আল মাহমুদ

কবিতা এবং সাহিত্যের ছাত্র

কবি আব্দুল্লাহ আল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আমি প্রেমিক

১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

নারীরে দেখায়েছি তার দেবী আসন
পুরুষ দেবতা, মিছে রুদ্ধ হোক শাসন
তোমার মায়ে যেমনে বাসে ভালো
পিতৃ নয়ন, তোমাদের আলো
সেই মহীয়ান প্রেমের ধাঁচে
এ অভাগা পরান বাঁচে !

দর্শনার্থী ভাই, তোমার বন
আমার অমূল্য ধন !
নিষ্ঠুর এ পৃথিবীর মায়ার খেলায়
আমার বোনটিও তোমাদের সংসার
দেখ চেয়ে! কত যতনে দোলায় ।

কে বলে ভালোবাসা অশ্লীল নৃত্য
সে যে কুপমুণ্ডুক শয়তানের ভৃত্য!
বিবাহ পূর্ব এ যে বড় অপরাধ, ক্লিষ্ট দায়
পর্দা বহির্ভূত শত নর
শত নারী একত্ব মিলন ঢের অন্যায়!

প্রত্যাশা বড়, আমি প্রেমিক হতে চাই
নির্দিষ্ট বালিকার কানের দুল
নাকের ফুল,
হতে চাই তার অশ্রু সিক্ত নয়নের বারি !

আহ্লাদের চূড়ান্ত সীমায়
আরো প্রেমের বেগ বাড়াতে চাই ।
প্রলয়ে নিঃশেষ ধরা রুপ যেথায়
থমকে দাড়ায়
সহস্র বছরের সেই অচিন সীমানায়
আঞ্ছানি পরাণে তার নাম
খুদিত করতে চাই !


(সংক্ষিপ্ত)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:০২

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.