নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নরা আসতে চায় দুয়ার ভেঙ্গে
অশ্ব-ছোয়ার উল্ঙ্গ তরবারির মত,
কিন্ত ভীতুরা কল্প ছড়ায়, মেঘরাশির আবরণে ঢেকে দিতে চায় সমস্ত মস্তক যুগল।
মুর্খরা ঈর্ষান্বিত হয় খুদার্থ চৈত্রের দাড় কাকের মত, পেছন কুৎসা- ভৎসনায় কলঙ্কিত করে আমায়।
তবু আমি
হাটছি,
দেখছি স্বপন ব্যহায়া জনগণের মতন।
আমি দৃঢ় প্রত্যয় এবং কর্মে বিশ্বাসী, তাই করিনা ভয় মুর্খদের বদ নজর!
প্রচেষ্টার মায়া কান্নায় অবিভুত হয়ে নয়,
দুর্দশার পদল চুমে আমি করতে চাই শির নত।
তুমি বন্ধু থাক কিংবা চলে যাও ডরে না বুক, কর্ম সম্পাদনের প্রত্যয় এ বুকে ঝুলিয়ে দিয়েছি।
©somewhere in net ltd.