নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যের পথে, সংস্কৃতির রথে

কবি আব্দুল্লাহ আল মাহমুদ

কবিতা এবং সাহিত্যের ছাত্র

কবি আব্দুল্লাহ আল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

নামাজ পড়লেই কি মুসলিম ?

২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১২

ইসলাম এত সহজ নয়, যে আপনি নামাজ পড়বেন আর তসবিহ পড়বেন।

মুসলমান হতে হলে,
অন্যায়ের বিরুদ্ধাচারণ করে বদরের প্রান্তরে শহীদ হওয়ার প্রত্যাশা রাখতে হয়!
সুদ-ঘুষের বিরুদ্ধে এসে যাকাতের মাধ্যমে দরিদ্রের পাশে দাড়াতে হয়।

আল্লাহর আজাবের ভয়ে অশ্লীলতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হয়!
ক্ষুদ্র হোক তবু ছোট ছোট পাপের জন্য অনুতপ্ত হতে হয়।

মুসলমান হওয়া এত সহজ নয়!
মুসলিম হতে হলে যৌতুক, চুরি, ছিনতাই, ডাকাতি বন্ধ করতে হয়,
মুসলিম হতে হলে নারীকে মা-মেয়ের আসনে জাগ্রত রাখতে হয়।
মুসলিম হতে হলে নারীর অধিকার, শিক্ষা বাস্তবায়ন করতে হয়।

মুসলমান হওয়া এত সহজ নয়!
মুসলিম হতে হলে নিজে না খেয়ে অনাহারির সন্ধান করতে হয়,
মুসলিম হতে হলে স্ত্রী-সন্তানদের হক পূর্ণাঙ্গ করতে হয়।

সবশেষ,
মুসলিম হতে হলে ফাসিক, কাফির এবং মুনাফিকের ছায়া পায়ে মুড়িয়ে কন্টকাকীর্ণ সত্যের পথে পা বাড়াতে হয়।
মুসলমান হওয়া এত সহজ নয়!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৫

বিজন রয় বলেছেন: মুসলমান হওয়া এত সহজ নয়!
এদেশে তা কেউ পারবে না আপনি ছাড়া।

কোন দেশে তা পারে না।
এই জন্য মধ্যপ্রাচ্যে এত সমস্যা।

২| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫১

মনসুর-উল-হাকিম বলেছেন: মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।

আসলে, ইসলামবিরোধীদের দ্বারা কুশিক্ষার প্রচলন আর অবাধভাবে অপসংষ্কৃতির প্রসারের ফলে সমাজে দূর্বৃত্তায়নের বিস্তার ঘটছে, . . . . !!

হে আল্লাহ্‌! আপনি আমাদেরকে হেদায়াত দান করুন এবং সব নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার তৌফীক দান করুন। আমীন।

৩| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০১

ফাহিম আবু বলেছেন: ভাল লাগল !

৪| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৬

বাহাদুর বাপ্পী বলেছেন: নামাজ পড়লেই মুসলিম হবে এটা বলা কঠিন তবে নামাজ না পড়লে সে যে মুসলিম না তা বলাই যায়। কারন মুসলিম আর কাফেরের মাঝে একমাত্র তফাত ত ওই সালাত ই। আমি ইসলামিক স্কলার না তবে দুই ঈদের নামাজ আর জুম্মাবারের নামাজ আর প্রতিদিনের ৫ ওয়াক্ত নামাজ আর জামাতে নামাজ পড়ার মাঝে তফাত অনেক বুঝি

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: ফরজ পালন করে মুশরিক হওয়ার চেয়ে
শয়তানের গোলামি না করাটাই শ্রেয়।

আমি ফরজের কথা বাদ দেইনি ভাই!
নামাজ সহ আরো চারটি স্তম্ভের উপর ত অবিচল থাকতেই হবে নইলে আপনি কিসের মুসলিম? কিন্ত নামাজ পড়ে যদি মুনাফিক থেকে যান তবে সেটি দোষের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.