নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যের পথে, সংস্কৃতির রথে

কবি আব্দুল্লাহ আল মাহমুদ

কবিতা এবং সাহিত্যের ছাত্র

কবি আব্দুল্লাহ আল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

এ কেমন স্বাধীনতা, পর্ব-১

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১০

শ্বাস-প্রশ্বাস
দুরু দুরু নিঃস্বাসে,
হৃদয়ের চাহন কাহন গোল্লাছুট
এ বাংলার আকাশ-বাতাসে।

রাত্রির ঘন-ঘাট শোভায়
ইচ্ছা ছিল, পাব স্বাধীনতা
রৌদ্রুর তপ্ত দুপুর
শুনিয়েছে সেই করুণ ব্যাকুলতা!

যে অঙ্গে জড়িয়েছি শাপলার হার
সে অঙ্গে আজ কিসের রুদ্ধতা,
সে করুণ দৃষ্টে ফির
এ আবার কিসের ক্ষুদ্ধতা ?

একাত্তরের শুকনা ঘায়ে
বসেছে আজ কোন শকুনের থাবা,
ম্যাকহলের গন্ধে মিশে গেছে
প্রজন্মের শত শত ছায়া।

ধর্ষণ লুট চাঁদাবাজি
কৃতিম সাজনে
সাগর-রুনি বাক-রুদ্ধ
আইনত্বের ফাঁদ, চাপা পড়ে।

ফেলানী, তনুর পৌত্রিক অর্জন
এ দেশের মাটি,
ধর্ষণ হত্যা, যেন কথা ছিলনা
ক্রন্দ রোলে ব্যাথিত বাতাস
নিভু নিভু বাংলার সকল গোত্র
আসমানিদের বাড়ি।

আমরা এখন গর্জে
কিঞ্চিত বিষ্ময়!
সভ্য সমাজ ধৈর্যে
দেখছে সবাই
ক্ষমতা লোভীদের আশ্চর্য বদন্যতা,
হে আল্লাহ!
তুমি কি দিলে ২৬শে মার্চে
বাংলার বুকে এ কেমন স্বাধীনতা।

চলবে............................................ ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১৭

বিজন রয় বলেছেন: আপনার লেখা অনেক ভাল হয়।
++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.