নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যের পথে, সংস্কৃতির রথে

কবি আব্দুল্লাহ আল মাহমুদ

কবিতা এবং সাহিত্যের ছাত্র

কবি আব্দুল্লাহ আল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

এ কেমন স্বাধীনতা, পর্ব-২

২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৮

গণ-মাধ্যম
প্রিন্ট মিডিয়া প্রঙ্গনে
আর কত মাহমুদুল হবে পরাধীন?

বাক-রুদ্ধতার প্রাচিরে
বিশৃঙ্খলতার দোশরে
আর কত রক্ত ঝড়বে?
আর কত মানুষ মরবে?
ভুলে গেছি প্রশান্তির হাওয়া
আর একবার চাই "যুদ্ধ"
হয়নি আজো স্বাধীনতা পাওয়া।

মায়ের বুকে আজো ব্যদন, বিধ্বংসী সব লীলা
বোনের দেহে ক্ষুদিত ধর্ষণ,
বাংলা প্রাণে জাগিছে দহন
সেই রন্জিত শিখায় চলছে হলি খেলা।

ওরা কেড়ে নিতে চায়
আমাদের ধর্ম!
নজরুল, ফজলুল হকের স্বপ্ন
নব্বই শতাংশ মুসলিমের আবদার!
ওরা কেড়ে নিতে চায়
মাওলানা ভাসানির ইসলামি সোণার সংসার।

যে মুসলিমের গর্জনে প্রকম্পিত
উপ-মহাদেশের ইতিহাস,
সে ঘরে ওরা কারা ?
বুনছে শয়তানের আবাস।
লৌহ শিকল পড়াতে চায়, ওরা কারা?
মানবাধিকারে ধূল, এরাই বাতিলের চামচা।

যে আকাশ দখলে ছিল
শাহ জালাল, মখদুমের আজান ধূনে
তিতুমীর, বখতিয়ারের মস্তক ছুয়ে
সে বাতাসে, ও আজ কারা বিষ রচায়
শক্তি দাও আল্লাহ,
ওদের ধ্বংশ করি এক আলির থাবায়।

মুক্তি মুক্তি ধূন
চতুষ্কোণ এ আজব বিভ্রান্তি,
পরাধীনতায় পূজা স্বপে
এ কিসের স্বাধীনতা?
একাত্তরের রক্তে বন্দি ছিল কে?
আজব নিয়ম,
চল্লিশ বছরেও পাইনি একচ্ছত্র মানবতা
তবে বল,
মূর্খের দল,
এ কেমন স্বাধীনতা ?

চলবে............................... ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৭

বিজন রয় বলেছেন: সুন্দর।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.