নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“সিরাজ” এক ব্যক্তির নাম
টাকা, ধন সম্পদে অর্জিছে যত নাম !
সুদ, ঘুষ নেই বাছ-বিচার
মূর্খ তবু দেয় ফতোয়া
পৌরানিক ধর্ম-কর্ম যেন বাপ দাদার।
হুজুর বলতে সে চিনে দাড়িওয়ালা
টুপি, পাঞ্জাবী, মুখে সর্বদা তসবীহ জপনেওয়ালা
সহস্র পাপের বোঝা সে পবিত্র করতে জানে
কোটি দুই হারাম থেকে শত হাদিয়ায়
মুন্সি মোল্লার দোয়ায় সে আনন্দ উৎফুলে !
সত্যি শয়তানেও ডিজিটাল ফর্মূলা মানে।
এইতো সে দিন ভাইয়ের ছেলে ইকরাম
অর্থভাবে পারেনি একটি চাকরি জোগাড় করতে
প্রতিবেশি জয়নুল আজো নাকি থাকে অনাহারে
এই ফাঁকে সিরাজ যায় হজ্বে
বছরে একবার কুরবানি দেয়
উটের রক্ত সাক্ষী হে, সে নয় ছোট কাজে !
টাকার পাহাড় থেকে দু’য়েক পয়সা
উড়ে এসে জুড়ে মসজিদে
নিমকহারাম আত্মা,
এই চোর নাকি যাবে জান্নাতে।
--------------------------------চৈতন্য
-------------------------------- চৈতালী_দারোয়ান ।
০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৯
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: ধন্যবাদ।
২| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১১
বিদ্যুত্ বলেছেন: valo laglo
০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২০
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৮
বার্তা বাহক বলেছেন: সুন্দর প্রকাশ।ধন্যবাদ।