নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যের পথে, সংস্কৃতির রথে

কবি আব্দুল্লাহ আল মাহমুদ

কবিতা এবং সাহিত্যের ছাত্র

কবি আব্দুল্লাহ আল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ঈর্ষা ও ক্লাসমেট

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৬

ক্লাসমেট তুমি,
প্রতিবেশী জানি! তাই দুরত্ব বজায় রাখ!

যোগ্যতা অর্জন ছাড়া যদি তোমরা বন্ধুত্বের স্বিকৃতি টুকুন নাই দাও, তবে সরে যাও, এই আঙ্গারের উত্তাপ বৃদ্ধি করতে বসেছি !
ঝলসানো বুকে হয়ত কোনদিন সোনা পাবে কিন্ত সহমর্মিতা টুকুন ভিক্ষা করেও পাবে কিনা ঐ স্রষ্টাই জানে।

ওহে
সামাজিক সাজের মূর্খতা,
হয় আঙ্গারের উত্তাপে শক্ত হব, নয়ত বিলীন হব শুন্যাকার বায়বীয় পদার্থের গতিয় ধারায়।
পৌরুষ্য অঙ্গীকার
নিত্য কঠোর আচার
এ হৃদয়ের তরল জলে স্বিক্ত হয় তখন, যখন মানুষ্য তার বিবেকের চূড়ান্ত পর্যায়ে দিবস রচায়।

আমি মানবিক হতে চাই,
ভালোবাসার প্রসারণে মূছে দিতে চাই তোমাদের মুখোশধারী সব নাম।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১২

নেয়ামুল নাহিদ বলেছেন: ভালো হয়েছে যথেষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.