নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নর হল দারোয়ান পুষ্প কাননের
বেদনা বিধুর গীত ধূসর জীবনের
কল্পিত রাজ্যের নিজস্ব রুপকার
একটি সুশ্রী মাত্রা
উদাস কবি আপনা প্রেমিকার।
নারী হল অমল রতন
কল্পিত রাজ্জের পুষ্প কানন
ঐশ্বর্য পৃথিবীর,
শ্রেষ্ঠ কাঙ্গালিনী
কোমলীয় নির্যাস প্রকৃতির।
অসার জিবনের আজব সে কদম্বিনি
পৌরুষ কণ্ঠনালির তিয়াস
ক্লেশ উপশম, মুগ্ধ স্রোতস্বিনী ।
নারী-পুরুষ
পুরুষ-নারী
আকাশ-পাতাল ভেদ
পরিপূর্ণ চাহন, স্পষ্ট দৃষ্টি
স্রস্টার মহীয়ান আজব দু সৃষ্টি।
নারী ছাড়া পুরুষ
পুরুষ ছাড়া নারী
সমুদ্রবেলায়
পর্বত চূড়ায়
যেন জলহীন শুস্ক নহরী।
২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: ধন্যবাদ।
২| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার মনমুগ্ধকর।
২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৬
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪২
মো: ইমরান আল হাদী বলেছেন: সুন্দর