নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আস, ফির চলে যাও
রেখে যাও ঐ বদনের চির চেনা
লোভনী ঘ্রাণ,
প্রকৃতি জড়িয়ে লয় মহা মায়া
শুষে লয় তোমার ছায়া
হাছনা হেনার গন্ধ যেন বিলায় হাওয়া ।
ঝরা ফুলের মৃদু পোক্ত সুবাসে
তোমার আভাস রাশি রাশি
ভালোবাসি, ভালোবাসি ।
---------------------ভালোবাসি (সংক্ষিপ্ত)
---------------------- চৈতালী দারোয়ান
-------------------------আব্দুল্লাহ আল- মাহমুদ ।
২| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৬
মো: ইমরান আল হাদী বলেছেন: বদনের চির চেনা
লোভনী ঘ্রাণ
বাহ! দারুন
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৩
বিজন রয় বলেছেন: সকালে একটি সুন্দর কবিতা।
++++