নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যের পথে, সংস্কৃতির রথে

কবি আব্দুল্লাহ আল মাহমুদ

কবিতা এবং সাহিত্যের ছাত্র

কবি আব্দুল্লাহ আল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

কষ্ট দিয়েন না, পারলে কিঞ্চিত গ্রহণ করুন! জিবন উন্নত হবে।

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০১

ভোগে উন্নত জীবন, শুধুই নিজের জন্য সীমাবদ্ধ। মানুষের ত্যাগ তাকে বাঁচিয়ে রাখে অপরের প্রাপ্তির মাঝে। জিবনের প্রশান্তি হাসি দেখার মাঝে। হাজারো ব্যদনার মাঝে দশজন হাস্যজ্বোল মানুষ দেখলে যে কোন পরান শিতল হয়ে যায়।

প্রতিশোধ জাগিয়ে রাখে অস্বস্থির প্রতিমূর্তি। ক্ষমা কিংবা নিঃস্বার্থ ভালোবাসায় স্থিতি থাকে মুক্তি। মানব এবং মানবী ছাড়াও যে প্রেম সংঘটিত হয় ভাই ভাইয়ের মাঝে কিংবা বন্ধুদের মাঝে সে প্রেম জাগাতে হবে প্রতিটি মনে।

একাকিত্ব রাজ্য ভয়ানক, এখানেই আপনাকে গ্রাস করবে শয়তান, না হয় ফেরেশতা। এখান থেকেই উৎপত্তি হয় কষ্টের স্রত, যার অন্ত গিয়ে মিলে অন্য কাউকে কষ্ট দেয়ার সীমা পর্যন্ত।

মানুষের সুখ কিংবা হাসিতে যে জীবন প্রশান্তি পায় তার অভাব বলে কিছু থাকেনা। অশ্রু দিলে নিজের অজান্তে বুক ভারি হয়, পক্ষান্তরে হাসি দিয়ে সেই বুক হালকা হয়ে যায়।
মানুষ অনেক কিছুর ফল দেখে কিন্তু তার কৃত কাজ সম্পর্কে অবগত থাকে না। তেমনি ভালো কর্মের ফল সঙ্গে সঙ্গে পাওয়া গেলেও মানুষ তা উপলদ্ধি করতে পারে না, কিন্তু পরবর্তীর প্রশান্তি দ্বারা কিছুটা পূর্বের কাজ সম্পর্কে অবগত হতে পারে।

আমার পরিচিত এক ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র আব্দুল আলিম খুবই মানব প্রেমী। একদিন জিজ্ঞাসা করলাম- ভাই কেন মানুষের ভূল দেখেও আপনি তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেন না ? কেন যে আপনার কাছ থেকে ধার করে বার বার ধোকা দেয়, তাকে বারে বার সহযোগিতা করেন?
উত্তরে তিনি বল্লেন- ত কী করব? বন্ধু যেহেতু বানিয়েছি মেনে নিতে হবে। রাগ অভিমান করে কী লাভ ? তা ছাড়া ভাই আমি কাউকে কষ্ট দিতে পারি না।
আমি বল্লাম- আজ টাকা আছে তাই এমন ডাইলগ দিচ্ছেন!
জবাবে তিনি বল্লেন- ভাই আমার জন্য যা বরাদ্দ তা কখনই কমবে না আবার বারবেও না, এই যে দেখুন রিক্সা চালকেরা যে দুই-এক টাকার জন্য ঝগড়া করে, এতে কী লাভ ই হয় বলুন? রিক্সার ঐ দুই টাকা নিয়ে ও ত আর মাইক্রোওয়ালা হয়ে যাবে না, রিক্সা চালক ই থেকে যাবে। বুঝলাম টাকার দরকার তাই বলে কাউকে কষ্ট দিয়ে নয়।
সত্যি তার বিশ্লেষণ শুনেত আমি হতবাক! সত্যি এসব কথা কত সহজ করে ভাবা যায়।

আজ আমরা টাকার জন্য, ভাবের জন্য, ঢংয়ের জন্য পদে পদে মানুষকে কষ্ট দেয়। অথচ এই টাকা ছাড়াও মানুষ থাকে, ভাই থাকে, বাবা-মা থাকে, বন্ধু থাকে, প্রতিবেশি থাকে। তাদের জন্য হৃদয়ের দার উন্মুক্ত রাখা উচিৎ নিজের জন্য হলেও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.