নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যের পথে, সংস্কৃতির রথে

কবি আব্দুল্লাহ আল মাহমুদ

কবিতা এবং সাহিত্যের ছাত্র

কবি আব্দুল্লাহ আল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আমার দর্শন। পর্ব:১

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৪

উলঙ্গতা সাহস নয়, নোংরামী। মাদক নেশা নয়, অপরাধ। পুরুষ কঠিন নয়, কারিগর। নারী দুর্বল নয়, মায়াবতী। গভীর অরণ্য প্রাণ নয়, নিরিবিলি। নগরায়ন দূষণ নয়, সামাজিকতা। মানুষ স্বার্থপর নয়, পরিস্থিতির স্বীকার।

আমরা যা দেখি তাই বাস্তবতা, স্বপ্ন থাকে মনে। রঙ্গ দেখা যায়, অনূভব করা যায়না লবনের মত। লবন শুভ্র কিন্তু দুধের কণা নয়, অনেক সময় যা দেখা যায় তা হয়না।

বক আকাশে উড়ে পাখায় ভর করে কিন্তু মেঘের তা দরকার হয়না কারণ তার বৈশিষ্ট্যটাই পাখা ছাড়াই শূন্যে ভাসা। যখন দেখলাম কোন খুটি নেই আকাশের, তখন জানলাম শুণ্যতার নাম-ই আকাশ।

শার্টের বুক চিড়া স্টাইল, বড় কোন স্টাইলিস্টের মাথা থেকে আসেনি ! তবু আধুনিক মানুষেরা সেই পুরাতন লোককেই অনুসরণ করে। কারণ ভূল কিংবা শুদ্ধ বলে সমাজ তাই জানে, যা জন্মের পর থেকে তাকে দেখানো হয়।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:৫০

চাঁদগাজী বলেছেন:



এগুলোকে দর্শন বলে না, এগুলো আপনার অবজারবেশন, ও ধারণা; এগুলো ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, এবং আসলে এসব ধারণা কোন দরকারী বিষয় নয়।

দর্শন হলো সব সায়েন্সের মাতা, আপনি না বুঝে কিছু অপ্রয়োজনীয় অবজারবেশকে দর্শন বলেছেন; আপনি কি প্রশ্ন-ফাঁস-করা জেনারেশনের সদস্য?

০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: প্রশ্ন-ফাঁস-করা জেনারেশনের সদস্য কেমন হয়?
জানি না।
গ্রীক দর্শন, প্রাচ্য দর্শন, ভারতীয় দর্শন, চৈনিক দর্শন, রাজনৈতিক দর্শন, ইসলামী দর্শন, আফ্রিকান দর্শন বিজ্ঞান নিয়ে বোধহয় আলোচনা করে। আমার ভূল হয়ে গেছে সেরুপ আলোচনা না করার জন্য।
বিজ্ঞান কী ? থ্রি-ইডিয়েড্স ছিনেমার রেন্েো থেকে কিছু জেনেছি। তাই বোধহয় এরুপ উল্টা-পাল্টা পর্যবেক্ষণ হয়ে গেছে।

পর্যবেক্ষণ সমস্ত দর্শনের শুরু,
সক্রেটিস, প্লোটো, এরিস্টেটল থেকে শুরু করে সবাই পর্যবেক্ষণ মূলক দর্শণ-ই উপস্থাপন করেছেন। কোথাও তারা ঐশী ভাবে এসব অর্জন করেছে, আমার জানা নাই।

যাইহোক আমার দর্শন, আমার কাছেই থাকুক
পাগল তার পাগলামি নিয়েই তার রাজ্যে সুখি।

মতামত উপস্থাপনের জন্য ধন্যবাদ, শুভ কামনা চিরন্তন

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

ভাবনায় ভাবার বিষয় আছে বৈকি

০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: ধন্যবাদ, শুভ কামনা!

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫

পাজী-পোলা বলেছেন: দারুণ লিখেছেন।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: ধন্যবাদ, শুভ কামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.