নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে প্রেম, সাক্ষাতের জন্য অপেক্ষা করায় না!
বারে বারে মনের কোনে উদিত হয়, এবং ভাবায়।
সে চিন্তন,
সে জল্পনা
এবং সে প্রবল উন্মাদনা, মহান।
সে প্রেম হয় শাশ্বত, যা মরণের পরেও থেমে থাকেনা
বহমান নদী, কল্লোলিত নহরীতে আমরণ থেকে যায়,
সে প্রেম হয় মহান।
মহাকালের স্রোত যে সম্পর্ক উপড়িয়ে ফেলতে পারে না
বেদনার অপর নাম যেখানে আনন্দ, যেখানে রয় সুপ্ত কাহন
সেখানে মধূর বিষ বিষ সুখ, মহান।
সৃতি, মায়া, অতীতের বেড়াজাল যেখানে শক্তি
বর্তমান সেখানে উপভোগ্য, ব্যদনা হয় মুক্তি
ভবিষ্যৎ পরিকল্পনা নেই, তবু যে প্রেম গীত হয়
সে প্রেম হয় মহান।
আখির পল্লবে নেই, মনের গহীনে যার বাস
লোক লজ্জা নয় ভয়, প্রিয় মানুষটিই যার ত্রাস
সে মানব-মানবী নয়, কীর্তিনাশার বান
ভালো থাকাতে কী আসে যায়, ভালো লাগাটাই মহান।
--অস্বীকৃত সম্বন্ধ কিন্তু মহান
-- আব্দুল্লাহ আল- মাহমুদ
২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।