নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যের পথে, সংস্কৃতির রথে

কবি আব্দুল্লাহ আল মাহমুদ

কবিতা এবং সাহিত্যের ছাত্র

কবি আব্দুল্লাহ আল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

চঞ্চরী সে মেয়ের নাম

০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪১

চঞ্চরী সে মেয়ের নাম,
পৃথ্বি পৃষ্ঠে তার প্রত্যাশায় নেই কোন দাম।
তার উর্বশী রুপে, খরিদ্দারের অভাব নাই
তার আচরণে
তার নিজস্ব ধারণে মৈনতা সব।
-
অাকাশের নীরদে তার ডানা, সঙ্গি চায়
দাড় কাকের ময়না কণ্ঠে, সে সরলতা না পায়।
তার দুর্বল গতরের নম্র হৃদয়ে অশ্রু ঝড়ে, কুয়াশা চাদরে।
তার হাসিমাখা ঠোটের দাম ক্ষণিকেই ফিকে হয়ে যায়, স্বপ্নে সাজানো নিজস্ব বাসরে।
তার তিমির বরণ আখি, কার সর্বনাশ করেছে ?
তার উজ্জল তীব্র যৈবন, কার নেশা ধরিয়েছে ?
সে জানে না। তবু চাঞ্চল্য, তার সহস্র অপরাধ খোদার কাছ থেকে প্রাপ্ত রহমতে।
-
প্রতিটি দিন,
ভোর বেলাতে জয়তি কাঁদে,
বিশ্বাসের নম্র ছোয়ার তীব্র রোদন তার জাগে।
বৈকালের খরস্রতে কত মানুষ তৃপ্ত হল,
আমাজানের অন্ধকারে কত মানুষ প্রাণ পেল,
শুধু ভূল ভূল, তার নিজস্ব স্বভাবের উৎশৃঙ্খলাতেই রাজকুমার পাপ ধরল।
আহা, মেয়েটির কাব্যময় চুলের সুগন্ধ,
সোহাগ যাতনায় ঘেমে ঘেমে দুর্গন্ধ ছড়াচ্ছে।
তার বিবাহ অতি জরুরী,
বাল্যবিবাহ অপরাধ হলে, বাল্যপ্রেম নামের মরিচা উর্বর কেন করছে সমাজ ?
প্রস্ফুটিত এ পুস্প বাচাতে হলে ,সময় থাকতে তাকে রুচিশীল সঙ্গী দাও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.